গতকাল (৩ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরা এক বৃদ্ধের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ব্যক্তিটি জানান, তিনি লুঙ্গি পরায় কাউন্টার থেকে দেওয়া হয়নি সিনেমার টিকিট। ভিডিওতে দেখা যায়, সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। সে সময় ভিডিও করা ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছেন, আপনার কাছে টিকিট বিক্রি করা হয়নি কেন? তখন বৃদ্ধ উত্তর দিয়েছেন, লুঙ্গি পরেছি, সেজন্য আমার কাছে টিকিট বিক্রি করা হয়নি।
বৃদ্ধ গিয়েছিলেন ‘পরাণ’ ছবি দেখতে। ঘটনাটা রাজধানীর মিরপুরে সনি-স্টার সিনেপ্লেক্সের বলে দাবি করা হয়েছে। অজ্ঞাত সেই ব্যক্তিকে সিনেপ্লেক্সের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়।
৩৫ সেকেন্ডের সে ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। বিষয়টি শেয়ার করেন ‘পরাণ’ ছবির পরিচালক রায়হান রাফি, চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা বিদ্যা সিনহা মিমসহ অনেকে।
তবে ঘটনাটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফল বলে দাবি করেছে স্টার সিনেপ্লেক্স। প্রেক্ষাগৃহটির মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সংস্থায় এমন কোনও নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা এই ঘটনাটি তদন্ত করছি, যেন ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়।’
এমন ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গেই রাফি, মিম, রাজ সবাই এই বৃদ্ধকে নিয়ে সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন। রায়হান রাফি লেখেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সাথে আমার টিম নিয়ে বসে ‘‘পরাণ’’ দেখবো। আমরা ছবিটা দেখবো, বাবা-ছেলে গল্প করবো। আমাকে কেউ একটু জোগাড় করে দেন প্লিজ। উনি লুঙ্গি পরেই ‘‘পরাণ’’ দেখবেন।’
তবে লুঙ্গি ইস্যুর সমাপ্তি ঘটেনি। আজ লুঙ্গি পরে সনি হলে সিনেমা দেখতে গেলেন কয়েকজন যুবক। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে সনি সিনেমা হলে যান তারা। অন্য যুবকদের সঙ্গে রয়েছেন উদ্যোক্তা ও কার্টুনিস্ট মোর্শেদ মিশু। তিনি ফেসবুক লাইভে আসেন। আর ক্যাপশনে লিখেন, ‘লুঙ্গি পইরা আইছি, দেখি টিকিট পাই কিনা।’
এসময় মোর্শেদ মিশু বলেন, ‘গতকাল দেখলাম লুঙ্গি পরার কারণে এক চাচা মিয়ারে টিকিট দেওয়া হয় নাই। তাই আজকে লুঙ্গি পরে সনি সিনেমা হলে আসলাম। আমার আরো দুই ভাই লুঙ্গি পরে সিনেমা দেখতে আসছেন। তারা টিকিট পেয়েছেন। আমি কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, লুঙ্গি পরে আসছি, আমাকে কি টিকিট দেবেন? জবাবে বললেন, ‘হ্যাঁ, কোনো সমস্যা নাই; টিকিট পাবেন।’
গতকাল (৩ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরা এক বৃদ্ধের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ব্যক্তিটি জানান, তিনি লুঙ্গি পরায় কাউন্টার থেকে দেওয়া হয়নি সিনেমার টিকিট। ভিডিওতে দেখা যায়, সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। সে সময় ভিডিও করা ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছেন, আপনার কাছে টিকিট বিক্রি করা হয়নি কেন? তখন বৃদ্ধ উত্তর দিয়েছেন, লুঙ্গি পরেছি, সেজন্য আমার কাছে টিকিট বিক্রি করা হয়নি।
বৃদ্ধ গিয়েছিলেন ‘পরাণ’ ছবি দেখতে। ঘটনাটা রাজধানীর মিরপুরে সনি-স্টার সিনেপ্লেক্সের বলে দাবি করা হয়েছে। অজ্ঞাত সেই ব্যক্তিকে সিনেপ্লেক্সের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়।
৩৫ সেকেন্ডের সে ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। বিষয়টি শেয়ার করেন ‘পরাণ’ ছবির পরিচালক রায়হান রাফি, চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা বিদ্যা সিনহা মিমসহ অনেকে।
তবে ঘটনাটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফল বলে দাবি করেছে স্টার সিনেপ্লেক্স। প্রেক্ষাগৃহটির মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সংস্থায় এমন কোনও নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা এই ঘটনাটি তদন্ত করছি, যেন ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়।’
এমন ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গেই রাফি, মিম, রাজ সবাই এই বৃদ্ধকে নিয়ে সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন। রায়হান রাফি লেখেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সাথে আমার টিম নিয়ে বসে ‘‘পরাণ’’ দেখবো। আমরা ছবিটা দেখবো, বাবা-ছেলে গল্প করবো। আমাকে কেউ একটু জোগাড় করে দেন প্লিজ। উনি লুঙ্গি পরেই ‘‘পরাণ’’ দেখবেন।’
তবে লুঙ্গি ইস্যুর সমাপ্তি ঘটেনি। আজ লুঙ্গি পরে সনি হলে সিনেমা দেখতে গেলেন কয়েকজন যুবক। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে সনি সিনেমা হলে যান তারা। অন্য যুবকদের সঙ্গে রয়েছেন উদ্যোক্তা ও কার্টুনিস্ট মোর্শেদ মিশু। তিনি ফেসবুক লাইভে আসেন। আর ক্যাপশনে লিখেন, ‘লুঙ্গি পইরা আইছি, দেখি টিকিট পাই কিনা।’
এসময় মোর্শেদ মিশু বলেন, ‘গতকাল দেখলাম লুঙ্গি পরার কারণে এক চাচা মিয়ারে টিকিট দেওয়া হয় নাই। তাই আজকে লুঙ্গি পরে সনি সিনেমা হলে আসলাম। আমার আরো দুই ভাই লুঙ্গি পরে সিনেমা দেখতে আসছেন। তারা টিকিট পেয়েছেন। আমি কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, লুঙ্গি পরে আসছি, আমাকে কি টিকিট দেবেন? জবাবে বললেন, ‘হ্যাঁ, কোনো সমস্যা নাই; টিকিট পাবেন।’
নাটকের পরিচিত মুখ সাদিয়া আয়মান। কাজ করছেন সিনেমাতেও। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন উপস্থাপনায়। ব্রিটিশ কাউন্সিলের একটি পডকাস্ট সঞ্চালনায় দেখা যাবে তাঁকে। সাদিয়ার সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ ঘণ্টা আগেএকটি নাটকের জন্য এক হয়েছে দুই দেশের দুই নাট্যদল। বাংলাদেশের প্রাচ্যনাট এবং সুইডেনের উঙ্গা ক্লারা নাট্যদল যৌথভাবে মঞ্চে আনছে ‘গার্ডিয়ানস অব দ্য গডস’। আজ ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে মঞ্চস্থ হবে নাটকটি। উদ্বোধনী দিনে রয়েছে দুটি প্রদর্শনী, প্রথমটি সন্ধ্যা ৭টায়, দ্বিতীয়টি রাত ৮টা ১৫ মিনিটে।
২ ঘণ্টা আগেস্কুলে পড়ার সময় বন্ধুমহলে সংগীতশিল্পী হিসেবে পরিচিতি ছিল সালমান শাহর। ১৯৮২ সালে বিটিভির ‘ছোট্ট খবর’ নামের ছোটদের অনুষ্ঠানে গান গাইতেন। সেখান থেকে ধীরে ধীরে টিভি নাটকে তাঁর যাত্রা। ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে অভিনয় শুরু সালমানের। এরপর অভিনয় করেন ‘দেয়াল’ (১৯৮৫), ‘সব পাখি ঘরে ফিরে...
২ ঘণ্টা আগেবিএনপির অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশগ্রহণের খবর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়। এরপর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। শোবিজের অনেকে তাঁর সমালোচনা করেন। বাদ যাননি পরীমণিও।
১৪ ঘণ্টা আগে