অস্কারের ৯৫তম আসরের ১০টি বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফিচার সিনেমা। অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ১৫টি সিনেমা। এই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের ‘হাওয়া’ সিনেমার। অস্কারের ৯৫তম আসরের ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হয় চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমাটি। বাংলাদেশ না পারলেও এই তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’।
দক্ষিণ এশিয়ায় ট্রান্সজেন্ডারদের অস্তিত্বের দেখা মেলে সেই মোগল আমল থেকেই। সিনেমার গল্প এগিয়েছে এক অসুখী বিবাহিত পুরুষ ও একজন ট্রান্সজেন্ডার নারীর মধ্যে রোমান্টিক সম্পর্ক নিয়ে। তরুণ পরিচালক সাইম সাদিকের এ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানা জাফরি। তিনি সিনেমাটির সহ-প্রযোজক ও কাস্টিং পরিচালকও। এ ছাড়া আছেন লাহোরের ট্রান্সজেন্ডার অভিনেতা আলিনা খান, রয়েছেন আলি জুনেজো, রাস্তি ফারুক, সানিয়া সাঈদ, সোহেল সামির প্রমুখ।
সুখবর পেয়েছে ভারতও। ২১ বছর পর ‘লাস্ট ফিল্ম শো’র সুবাদে তালিকায় জায়গা পেল দেশটি। সিনেমাটি বানিয়েছেন পান নলিন। নির্মাতার নিজের অভিজ্ঞতা থেকেই গড়ে উঠেছে এর বিষয়বস্তু। কীভাবে ডিজিটাল মাধ্যম আসার পরে সেলুলয়েড আস্তে আস্তে হারিয়ে গেছে। এবং তার মধ্যেও কীভাবে একজন সেলুলয়েডের প্রেমে পড়েছে, তা নিয়েই এই সিনেমা। অভিনয় করেছেন ভাবিন রাবারি, ভাবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রাভাল ও পরেশ মেহতা। এ ছাড়া এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ সেরা মৌলিক গান বিভাগে স্থান পেয়েছে।
নির্বাচিত সিনেমার তালিকা
‘আর্জেন্টিনা ১৯৮৫’ (আর্জেন্টিনা), ‘করসেজ’ (অস্ট্রিয়া), ‘ক্লোজ’ (বেলজিয়াম), ‘রিটার্ন টু সিউল’ (কম্বোডিয়া), ‘হলি স্পাইডার’ (ডেনমার্ক), ‘সেইন্ট ওমের’ (ফ্রান্স), ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ (জার্মানি), ‘লাস্ট ফিল্ম শো’ (ভারত), ‘দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড), ‘বারডো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস’ (মেক্সিকো), ‘দ্য ব্লু কাফতান’ (মরক্কো), ‘জয়ল্যান্ড’ (পাকিস্তান), ‘ইও’ (পোল্যান্ড), ‘ডিসিশন টু লিভ’ (দক্ষিণ কোরিয়া) ও ‘কায়রো কন্সপায়ারেসি’ (সুইডেন)।
অস্কারের ৯৫তম আসরের ১০টি বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফিচার সিনেমা। অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ১৫টি সিনেমা। এই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের ‘হাওয়া’ সিনেমার। অস্কারের ৯৫তম আসরের ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হয় চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমাটি। বাংলাদেশ না পারলেও এই তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’।
দক্ষিণ এশিয়ায় ট্রান্সজেন্ডারদের অস্তিত্বের দেখা মেলে সেই মোগল আমল থেকেই। সিনেমার গল্প এগিয়েছে এক অসুখী বিবাহিত পুরুষ ও একজন ট্রান্সজেন্ডার নারীর মধ্যে রোমান্টিক সম্পর্ক নিয়ে। তরুণ পরিচালক সাইম সাদিকের এ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানা জাফরি। তিনি সিনেমাটির সহ-প্রযোজক ও কাস্টিং পরিচালকও। এ ছাড়া আছেন লাহোরের ট্রান্সজেন্ডার অভিনেতা আলিনা খান, রয়েছেন আলি জুনেজো, রাস্তি ফারুক, সানিয়া সাঈদ, সোহেল সামির প্রমুখ।
সুখবর পেয়েছে ভারতও। ২১ বছর পর ‘লাস্ট ফিল্ম শো’র সুবাদে তালিকায় জায়গা পেল দেশটি। সিনেমাটি বানিয়েছেন পান নলিন। নির্মাতার নিজের অভিজ্ঞতা থেকেই গড়ে উঠেছে এর বিষয়বস্তু। কীভাবে ডিজিটাল মাধ্যম আসার পরে সেলুলয়েড আস্তে আস্তে হারিয়ে গেছে। এবং তার মধ্যেও কীভাবে একজন সেলুলয়েডের প্রেমে পড়েছে, তা নিয়েই এই সিনেমা। অভিনয় করেছেন ভাবিন রাবারি, ভাবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রাভাল ও পরেশ মেহতা। এ ছাড়া এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ সেরা মৌলিক গান বিভাগে স্থান পেয়েছে।
নির্বাচিত সিনেমার তালিকা
‘আর্জেন্টিনা ১৯৮৫’ (আর্জেন্টিনা), ‘করসেজ’ (অস্ট্রিয়া), ‘ক্লোজ’ (বেলজিয়াম), ‘রিটার্ন টু সিউল’ (কম্বোডিয়া), ‘হলি স্পাইডার’ (ডেনমার্ক), ‘সেইন্ট ওমের’ (ফ্রান্স), ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ (জার্মানি), ‘লাস্ট ফিল্ম শো’ (ভারত), ‘দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড), ‘বারডো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস’ (মেক্সিকো), ‘দ্য ব্লু কাফতান’ (মরক্কো), ‘জয়ল্যান্ড’ (পাকিস্তান), ‘ইও’ (পোল্যান্ড), ‘ডিসিশন টু লিভ’ (দক্ষিণ কোরিয়া) ও ‘কায়রো কন্সপায়ারেসি’ (সুইডেন)।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৫ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে