Ajker Patrika

আসছে ‘পদ্মাপুরাণ’, প্রকাশ পেল একঝলক

আসছে ‘পদ্মাপুরাণ’, প্রকাশ পেল একঝলক

পদ্মা নদীর পাড়ে একটি ছোট্ট ঘর। পাতার বেড়া, চটের ছাউনি। শুকাতে দেওয়া একটি কাপড় বাতাসে দুলছে। কয়েকটি হাঁড়ি-পাতিল এলোমেলো করে রাখা। পাশেই এক নারী বসে আছে। পদ্মার সঙ্গে তাঁর নিত্য যাপন।

এই দৃশ্যটি দূরে রেখে, ফোরগ্রাউন্ডে মৃদু বাতাসে দুলছে একটি কলার পাতা। ব্যাকগ্রাউন্ডে বাজছে করুণ সুর— ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ, একটি বনেদি নদীর গল্প অফুরান’।

‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের দৃশ্যদৃশ্যটি ‘পদ্মাপুরাণ’ ছবির টিজারের। আসছে ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। শনিবার রাতে ছবির একঝলক প্রকাশ করেছেন নির্মাতা রাশিদ পলাশ। টিজারে ধরা পড়ল পদ্মাপারের এক অনবদ্য চিত্র।

বছর দুয়েক আগে ছবিটির শুটিং করেছিলেন পলাশ। মানিকগঞ্জের পদ্মার চরে হয়েছিল ছবিটির শুটিং। প্রচন্ড রোদে-গরমে চিত্রনাট্যের ‘পদ্মাপুরাণ’-কে ক্যামেরায় তুলে আনা ছিল যুদ্ধের মতো।

‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের দৃশ্যরাশিদ পলাশ বলেন, ‘আমাদের পুরো টিমের জন্যই পদ্মাপুরাণ একটা যুদ্ধ ছিল। পদ্মা নদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের সহযোগিতা ছাড়া কোনোভাবেই হতো না এ অসাধ্য সাধন। পদ্মাপুরাণ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ঢাকাসহ দেশের সর্বোচ্চসংখ্যক সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, নদীপারের এই ছবি দেখতে মানুষ সিনেমা হলে আসবেন।’

‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের দৃশ্য‘পদ্মাপুরাণ’ ছবিতে নদীর গল্পই দেখাতে চেয়েছেন নির্মাতা। পদ্মাপারের মানুষের গল্প। তাঁদের নিত্যকার জীবন-যাপন। রাশিদ পলাশ বলেন, ‘এই ছবিতে আমরা নদীপারের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মাপারের মানুষের গল্প।’

‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের দৃশ্য‘পদ্মাপুরাণ’ ছবিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশীষ, সাদিয়া তানজিন প্রমুখ।

ছবিতে থাকছে পাঁচটি গান। গানগুলো গেয়েছেন মুহিন, চন্দনা মজুমদার, সৌরিন, আরিফ ও অঙ্কন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত