পদ্মা নদীর পাড়ে একটি ছোট্ট ঘর। পাতার বেড়া, চটের ছাউনি। শুকাতে দেওয়া একটি কাপড় বাতাসে দুলছে। কয়েকটি হাঁড়ি-পাতিল এলোমেলো করে রাখা। পাশেই এক নারী বসে আছে। পদ্মার সঙ্গে তাঁর নিত্য যাপন।
এই দৃশ্যটি দূরে রেখে, ফোরগ্রাউন্ডে মৃদু বাতাসে দুলছে একটি কলার পাতা। ব্যাকগ্রাউন্ডে বাজছে করুণ সুর— ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ, একটি বনেদি নদীর গল্প অফুরান’।
দৃশ্যটি ‘পদ্মাপুরাণ’ ছবির টিজারের। আসছে ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। শনিবার রাতে ছবির একঝলক প্রকাশ করেছেন নির্মাতা রাশিদ পলাশ। টিজারে ধরা পড়ল পদ্মাপারের এক অনবদ্য চিত্র।
বছর দুয়েক আগে ছবিটির শুটিং করেছিলেন পলাশ। মানিকগঞ্জের পদ্মার চরে হয়েছিল ছবিটির শুটিং। প্রচন্ড রোদে-গরমে চিত্রনাট্যের ‘পদ্মাপুরাণ’-কে ক্যামেরায় তুলে আনা ছিল যুদ্ধের মতো।
রাশিদ পলাশ বলেন, ‘আমাদের পুরো টিমের জন্যই পদ্মাপুরাণ একটা যুদ্ধ ছিল। পদ্মা নদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের সহযোগিতা ছাড়া কোনোভাবেই হতো না এ অসাধ্য সাধন। পদ্মাপুরাণ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ঢাকাসহ দেশের সর্বোচ্চসংখ্যক সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, নদীপারের এই ছবি দেখতে মানুষ সিনেমা হলে আসবেন।’
‘পদ্মাপুরাণ’ ছবিতে নদীর গল্পই দেখাতে চেয়েছেন নির্মাতা। পদ্মাপারের মানুষের গল্প। তাঁদের নিত্যকার জীবন-যাপন। রাশিদ পলাশ বলেন, ‘এই ছবিতে আমরা নদীপারের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মাপারের মানুষের গল্প।’
‘পদ্মাপুরাণ’ ছবিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশীষ, সাদিয়া তানজিন প্রমুখ।
ছবিতে থাকছে পাঁচটি গান। গানগুলো গেয়েছেন মুহিন, চন্দনা মজুমদার, সৌরিন, আরিফ ও অঙ্কন।
পদ্মা নদীর পাড়ে একটি ছোট্ট ঘর। পাতার বেড়া, চটের ছাউনি। শুকাতে দেওয়া একটি কাপড় বাতাসে দুলছে। কয়েকটি হাঁড়ি-পাতিল এলোমেলো করে রাখা। পাশেই এক নারী বসে আছে। পদ্মার সঙ্গে তাঁর নিত্য যাপন।
এই দৃশ্যটি দূরে রেখে, ফোরগ্রাউন্ডে মৃদু বাতাসে দুলছে একটি কলার পাতা। ব্যাকগ্রাউন্ডে বাজছে করুণ সুর— ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ, একটি বনেদি নদীর গল্প অফুরান’।
দৃশ্যটি ‘পদ্মাপুরাণ’ ছবির টিজারের। আসছে ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। শনিবার রাতে ছবির একঝলক প্রকাশ করেছেন নির্মাতা রাশিদ পলাশ। টিজারে ধরা পড়ল পদ্মাপারের এক অনবদ্য চিত্র।
বছর দুয়েক আগে ছবিটির শুটিং করেছিলেন পলাশ। মানিকগঞ্জের পদ্মার চরে হয়েছিল ছবিটির শুটিং। প্রচন্ড রোদে-গরমে চিত্রনাট্যের ‘পদ্মাপুরাণ’-কে ক্যামেরায় তুলে আনা ছিল যুদ্ধের মতো।
রাশিদ পলাশ বলেন, ‘আমাদের পুরো টিমের জন্যই পদ্মাপুরাণ একটা যুদ্ধ ছিল। পদ্মা নদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের সহযোগিতা ছাড়া কোনোভাবেই হতো না এ অসাধ্য সাধন। পদ্মাপুরাণ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ঢাকাসহ দেশের সর্বোচ্চসংখ্যক সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, নদীপারের এই ছবি দেখতে মানুষ সিনেমা হলে আসবেন।’
‘পদ্মাপুরাণ’ ছবিতে নদীর গল্পই দেখাতে চেয়েছেন নির্মাতা। পদ্মাপারের মানুষের গল্প। তাঁদের নিত্যকার জীবন-যাপন। রাশিদ পলাশ বলেন, ‘এই ছবিতে আমরা নদীপারের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মাপারের মানুষের গল্প।’
‘পদ্মাপুরাণ’ ছবিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশীষ, সাদিয়া তানজিন প্রমুখ।
ছবিতে থাকছে পাঁচটি গান। গানগুলো গেয়েছেন মুহিন, চন্দনা মজুমদার, সৌরিন, আরিফ ও অঙ্কন।
দম সিনেমার মাধ্যমে অনেক দিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে আরও আছেন চঞ্চল চৌধুরী। এটি দিয়ে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও নিশোকে।
৯ ঘণ্টা আগেগত রোজার ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের দুটি সিনেমা— ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। বরবাদ হিট হলেও প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে অন্তরাত্মা। সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে।
৯ ঘণ্টা আগেজয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় উঠে এসেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প।
৯ ঘণ্টা আগেনতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
১ দিন আগে