বিনোদন প্রতিবেদক, ঢাকা
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়। স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তোরাব। তার চলে যাওয়ার পর বাকিরা বুঝতে পারে সংসারে তার প্রয়োজনীয়তা।
এমন গল্পের সিনেমা দাঁড়কাক এখন পর্যন্ত ১০টি দেশের ১৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। পেয়েছে পুরস্কার ও প্রশংসা। দাঁড়কাক এবার জায়গা পেয়েছে ফ্রান্স ও কানাডার দুটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হবে ফ্রান্সের দশম টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যাল এবং কানাডার ১৪তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মন্ট্রিয়লে।
ফ্রান্সের টুলুজ শহরের শেমিন দ্য লা বিউট মাল্টিপারপাস হলে ২৪ এপ্রিল প্রদর্শিত হবে দাঁড়কাক। ২৩ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে উৎসবটি, এতে বিভিন্ন দেশের ১০টি পূর্ণদৈর্ঘ্য ও ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করবে। দাঁড়কাক ছাড়াও এই উৎসবে রয়েছে অসমীয়া নির্মাতা রিমা দাসের ‘ভিলেজ রকস্টার ২’, বোমান ইরানির ‘দ্য মেহতা বয়েজ’, দীপক রাউনিয়ারের ‘পূজা, স্যার’, নিস্থা জৈনের প্রামাণ্যচিত্র ‘ফার্মিং দ্য রেভল্যুশন’ ইত্যাদি।
কানাডার মন্ট্রিয়লে ২৪ এপ্রিল থেকে ৪ মে (সিনেমা হলে) এবং ১-১০ মে (অনলাইনে) অনুষ্ঠিত হবে মন্ট্রিয়ল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসর; যেখানে দাঁড়কাক আরও ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে অংশ নিচ্ছে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে গত এক বছরে আলোচিত প্রায় সব উল্লেখযোগ্য স্বাধীন চলচ্চিত্র, যেমন মিন বাহাদুর ভামের ‘শম্ভালা’, সিদ্ধার্থ যতলার ‘ইন দ্য বেলি অব টাইগার’ ইত্যাদি।
দাঁড়কাক স্বল্পদৈর্ঘ্য সিনেমায় তোরাব শেখ চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। আরও আছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এ বি এম সাইদুল হক। নির্মাতা বলেন, ‘এটি অত্যন্ত ব্যক্তিগত অনুভব থেকে নির্মিত একটি চলচ্চিত্র। আমাদের অবহেলায় প্রবীণদের জীবনে যে অসহায়ত্ব তৈরি হয়, সেটাই ফুটে উঠেছে এতে।’
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়। স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তোরাব। তার চলে যাওয়ার পর বাকিরা বুঝতে পারে সংসারে তার প্রয়োজনীয়তা।
এমন গল্পের সিনেমা দাঁড়কাক এখন পর্যন্ত ১০টি দেশের ১৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। পেয়েছে পুরস্কার ও প্রশংসা। দাঁড়কাক এবার জায়গা পেয়েছে ফ্রান্স ও কানাডার দুটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হবে ফ্রান্সের দশম টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যাল এবং কানাডার ১৪তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মন্ট্রিয়লে।
ফ্রান্সের টুলুজ শহরের শেমিন দ্য লা বিউট মাল্টিপারপাস হলে ২৪ এপ্রিল প্রদর্শিত হবে দাঁড়কাক। ২৩ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে উৎসবটি, এতে বিভিন্ন দেশের ১০টি পূর্ণদৈর্ঘ্য ও ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করবে। দাঁড়কাক ছাড়াও এই উৎসবে রয়েছে অসমীয়া নির্মাতা রিমা দাসের ‘ভিলেজ রকস্টার ২’, বোমান ইরানির ‘দ্য মেহতা বয়েজ’, দীপক রাউনিয়ারের ‘পূজা, স্যার’, নিস্থা জৈনের প্রামাণ্যচিত্র ‘ফার্মিং দ্য রেভল্যুশন’ ইত্যাদি।
কানাডার মন্ট্রিয়লে ২৪ এপ্রিল থেকে ৪ মে (সিনেমা হলে) এবং ১-১০ মে (অনলাইনে) অনুষ্ঠিত হবে মন্ট্রিয়ল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসর; যেখানে দাঁড়কাক আরও ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে অংশ নিচ্ছে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে গত এক বছরে আলোচিত প্রায় সব উল্লেখযোগ্য স্বাধীন চলচ্চিত্র, যেমন মিন বাহাদুর ভামের ‘শম্ভালা’, সিদ্ধার্থ যতলার ‘ইন দ্য বেলি অব টাইগার’ ইত্যাদি।
দাঁড়কাক স্বল্পদৈর্ঘ্য সিনেমায় তোরাব শেখ চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। আরও আছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এ বি এম সাইদুল হক। নির্মাতা বলেন, ‘এটি অত্যন্ত ব্যক্তিগত অনুভব থেকে নির্মিত একটি চলচ্চিত্র। আমাদের অবহেলায় প্রবীণদের জীবনে যে অসহায়ত্ব তৈরি হয়, সেটাই ফুটে উঠেছে এতে।’
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
২১ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
২১ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
২১ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
২১ ঘণ্টা আগে