বিনোদন প্রতিবেদক
ঢাকা: ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর ছোট পর্দায় অভিনয়ের অনেক প্রস্তাব পান জান্নাতুল ফেরদৌস ঐশী। কিন্তু ফিরিয়ে দেন সেসব প্রস্তাব। অপেক্ষা করতে থাকেন উপযুক্ত গল্প, কাঙ্ক্ষিত চিত্রনাট্য আর মনের মতো একটা সিনেমার জন্য। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়ে যান।
একটা–দুটো নয়, পরপর তিনটি ছবিতে অভিনয় করছেন তিনি। ২০২০ সালে এই ছবিগুলো মুক্তি পাবে, পর্দায় অভিষেক হবে নায়িকা ঐশীর। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
অনেক দিন হলো প্রথম ছবি মিশন এক্সট্রিম-এর কাজ শেষ। গত বছর মুক্তির কথা ছিল। এরপর শুটিং শেষ করেন ‘আদম’ ও ‘রাতজাগা ফুল’ নামের দুটি সিনেমায়। এই তিন সিনেমা ঐশীর দুই বছরের অপেক্ষার ফসল। তিন ছবি তিন ভিন্ন রূপে দেখা যাবে ঐশীকে। তিনটি ছবিতে তিন ধরনের চরিত্রে পরীক্ষা দিতে হয়েছে।
সিনেমার বাইরে ঐশী কাজ করেছেন কিছু বিজ্ঞাপনচিত্রে। এর বাইরে নাটক বা টেলিছবিতে অভিনয়ের আগ্রহ নেই ঐশীর। তবে ওয়েব সিরিজের প্রতি একটা আকর্ষণ আছে তাঁর। তিনি জানান- ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে ওয়েব সিরিজ করার ইচ্ছা তাঁর। এর মধ্যে দেশের বাইরে থেকে জনপ্রিয় এক তারকার বিপরীতে একটি ওয়েব প্রযোজনার কাজের প্রস্তাব এসেছে। কাজটি করার ইচ্ছাও আছে তাঁর।
ঐশী বলেন, ‘এখন তো দেশের, বলিউড, টালিউডের তারকারা ওয়েব সিরিজ করছেন। ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে আমিও ওয়েবের জন্য কাজ করতে চাই। দেশের বাইরে থেকে ওয়েব সিরিজের একটি কাজ এসেছিল। কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে।’
করোনাকালীন শুটিং চলছে? ‘করোনার মধ্যে হিসাব করে কাজ করছি। আমি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত। সেগুলোর প্রমেশনাল কাজ ছাড়া আর তেমন কিছু করিনি। তা ছাড়া আমি এখন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্ট সায়েন্সে পড়ছি। নিয়মিত পরীক্ষা নিয়ে ব্যস্ত। অবসর খুব একটা পাই না।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার আগে ঐশীর কাজ ছিল পড়াশোনা আর ঘোরাঘুরি। কোনো দায়িত্ব ছিল না। পরিবার, স্বজন, বন্ধুবান্ধবের বাইরে আলাদা জগৎ ছিল না। কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর পাল্টে যায় তাঁর জীবন। পরিবারের গণ্ডি পেরিয়ে এখন ঐশী বিশ্বমঞ্চে বাংলাদেশের একজন প্রতিনিধি। জীবনে এখন যেমন খ্যাতি আছে, তেমনই আছে সীমাবদ্ধতা।
ঐশী জানান, এ জীবনটা আনন্দের, উপভোগ্যেরও। তবে মাঝেমধ্যে লজ্জায়ও পড়েন তিনি।
ঐশী বলেন,
‘আগের ঐশীকে তো সবাই চিনত না। এখন সবাই চেনে। একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। অনেকেই যখন আমার সঙ্গে ছবি তুলতে চায়, আনন্দ লাগে। তবে মাঝেমধ্যে যখন বেশি করে কাজের প্রশংসা করেন, তখন লজ্জা লাগে।’
ঢাকা: ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর ছোট পর্দায় অভিনয়ের অনেক প্রস্তাব পান জান্নাতুল ফেরদৌস ঐশী। কিন্তু ফিরিয়ে দেন সেসব প্রস্তাব। অপেক্ষা করতে থাকেন উপযুক্ত গল্প, কাঙ্ক্ষিত চিত্রনাট্য আর মনের মতো একটা সিনেমার জন্য। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়ে যান।
একটা–দুটো নয়, পরপর তিনটি ছবিতে অভিনয় করছেন তিনি। ২০২০ সালে এই ছবিগুলো মুক্তি পাবে, পর্দায় অভিষেক হবে নায়িকা ঐশীর। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
অনেক দিন হলো প্রথম ছবি মিশন এক্সট্রিম-এর কাজ শেষ। গত বছর মুক্তির কথা ছিল। এরপর শুটিং শেষ করেন ‘আদম’ ও ‘রাতজাগা ফুল’ নামের দুটি সিনেমায়। এই তিন সিনেমা ঐশীর দুই বছরের অপেক্ষার ফসল। তিন ছবি তিন ভিন্ন রূপে দেখা যাবে ঐশীকে। তিনটি ছবিতে তিন ধরনের চরিত্রে পরীক্ষা দিতে হয়েছে।
সিনেমার বাইরে ঐশী কাজ করেছেন কিছু বিজ্ঞাপনচিত্রে। এর বাইরে নাটক বা টেলিছবিতে অভিনয়ের আগ্রহ নেই ঐশীর। তবে ওয়েব সিরিজের প্রতি একটা আকর্ষণ আছে তাঁর। তিনি জানান- ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে ওয়েব সিরিজ করার ইচ্ছা তাঁর। এর মধ্যে দেশের বাইরে থেকে জনপ্রিয় এক তারকার বিপরীতে একটি ওয়েব প্রযোজনার কাজের প্রস্তাব এসেছে। কাজটি করার ইচ্ছাও আছে তাঁর।
ঐশী বলেন, ‘এখন তো দেশের, বলিউড, টালিউডের তারকারা ওয়েব সিরিজ করছেন। ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে আমিও ওয়েবের জন্য কাজ করতে চাই। দেশের বাইরে থেকে ওয়েব সিরিজের একটি কাজ এসেছিল। কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে।’
করোনাকালীন শুটিং চলছে? ‘করোনার মধ্যে হিসাব করে কাজ করছি। আমি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত। সেগুলোর প্রমেশনাল কাজ ছাড়া আর তেমন কিছু করিনি। তা ছাড়া আমি এখন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্ট সায়েন্সে পড়ছি। নিয়মিত পরীক্ষা নিয়ে ব্যস্ত। অবসর খুব একটা পাই না।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার আগে ঐশীর কাজ ছিল পড়াশোনা আর ঘোরাঘুরি। কোনো দায়িত্ব ছিল না। পরিবার, স্বজন, বন্ধুবান্ধবের বাইরে আলাদা জগৎ ছিল না। কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর পাল্টে যায় তাঁর জীবন। পরিবারের গণ্ডি পেরিয়ে এখন ঐশী বিশ্বমঞ্চে বাংলাদেশের একজন প্রতিনিধি। জীবনে এখন যেমন খ্যাতি আছে, তেমনই আছে সীমাবদ্ধতা।
ঐশী জানান, এ জীবনটা আনন্দের, উপভোগ্যেরও। তবে মাঝেমধ্যে লজ্জায়ও পড়েন তিনি।
ঐশী বলেন,
‘আগের ঐশীকে তো সবাই চিনত না। এখন সবাই চেনে। একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। অনেকেই যখন আমার সঙ্গে ছবি তুলতে চায়, আনন্দ লাগে। তবে মাঝেমধ্যে যখন বেশি করে কাজের প্রশংসা করেন, তখন লজ্জা লাগে।’
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৭ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১৯ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে