Ajker Patrika

নিউইয়র্কে বসে ‘গলুই’ ছবির ডাবিং করলেন শাকিব

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২০: ০৫
নিউইয়র্কে বসে ‘গলুই’ ছবির ডাবিং করলেন শাকিব

এস এ হক অলীক পরিচালিত ‘গলুই’ এ বছরের অন্যতম আলোচিত সিনেমা। শাকিব খানের ক্যারিয়ারেও উল্লেখযোগ্য হয়ে থাকবে ছবিটি— এটি শুধু দর্শক নয়, বিশ্বাস করেন শাকিব খানও। তাই তো একটানা শিডিউল দিয়ে গলুই ছবির কাজ শেষ করেছেন শাকিব।

তিনি এখন যুক্তরাষ্ট্রে। গলুইয়ের শুটিং শেষ করে নিউইয়র্কে গিয়েছিলেন গত ১২ নভেম্বর, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে। প্রায় এক মাস নিউইয়র্কে তিনি। সহসা ফিরবেন, এমন সম্ভাবনাও নেই।

‘গলুই’ ছবির ডাবিং করছেন শাকিব খানএদিকে গলুইয়ের অন্য শিল্পীদের ডাবিং শেষ। বাকি ছিল কেবল শাকিব খানের ডাবিং। ওদিকে মুক্তির দিনও ঘনিয়ে আসছে। তাই ডাবিং নিতে শিল্পীর কাছেই ছুটলেন নির্মাতা। নিউইয়র্কের একটি স্টুডিওতে গতকাল গলুইয়ের ডাবিং করেছেন শাকিব খান। এ সময় সঙ্গে ছিলেন নির্মাতা অলীক।

নির্মাতা জানিয়েছেন, আর দু-একদিনের মধ্যেই শাকিব খানের ডাবিং শেষ হয়ে যাবে। কাজ শেষ করে ১৫ ডিসেম্বর দেশে ফেরার কথা আছে অলীকের। আগামী জানুয়ারিতে তিনি শুরু করবেন নতুন ছবি ‘যোদ্ধা’র শুটিং।

‘গলুই’ ছবির গানের দৃশ্যে শাকিব খাননির্মাতা ফিরলেও শাকিব খানের দেশে ফিরতে আরও সময় লাগবে। ইতিমধ্যে নিউইয়র্কে বসে নতুন ছবি সাইন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রেই হবে সেটির শুটিং। ধারণা করা হচ্ছে, আগামী কয়েকমাস দেশে কোনো সিনেমার সেটে পাওয়া যাবে না শাকিবকে।

গলুই ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা। সম্ভব না হলে আগামী বছরের কোনো বড় উৎসবে দেখা যাবে গলুই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত