‘গলুই’ ছবির দৃশ্যে শাকিব খান। জামালপুরের বিভিন্ন লোকেশনে বর্তমানে ছবিটির শুটিং চলছে। এস এ হক অলিক পরিচালনায় সেখানে পহেলা বৈশাখের একটি গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান, পূজা চেরি, আজিজুল হাকিম, আলীরাজসহ অনেক অভিনেতা। নির্মাতা জানিয়েছেন, ২২ লাখ টাকা খরচ করে সেট বানানো হয়েছে বিশেষ এ গানটির জন্য।
শাকিব খানের ছবি মানেই বড় বাজেটের বিশাল আয়োজন! সে কারণে সাধারণ দর্শক থেকে শুরু করে হল মালিক, বুকিং এজেন্ট প্রত্যেকেই অপেক্ষায় থাকেন এ নায়কের ছবির জন্য।
৬০ লাখ টাকা অনুদান পাওয়া এই ছবিতে চুক্তির পর থেকেই গুঞ্জন উঠেছে, শাকিব খানের ছবির বাজেট কমে গেছে! কমিয়েছেন নিজের পারিশ্রমিকও! না হলে তিনি কেন সরকারি অনুদানের ছবিতে? ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে জানিয়েছেন, তার প্রযোজনায় অনুদানের এই ছবিতে শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা!
এতে করে অনেকেই ধরে নিয়েছেন, অনুদান পাওয়া ৬০ লাখের মধ্যে ৪০ লাখ যদি শাকিব খান একাই নেন তবে বাকি ২০ লাখে ছবির শুটিং কীভাবে হচ্ছে? ছবির বাজেট নিয়ে এমন বিভ্রান্তি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।
খোরশেদ আলম খসরু বলেন, অনুদান পেয়েছি ৬০ লাখ টাকা এর মানে এই নয় যে এই টাকার মধ্যেই ছবি শেষ হয়ে যাবে! শাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ফিল্মস্টার, তাকে নিয়ে ৬০ লাখ টাকায় ছবি নির্মাণ কি সম্ভব? শুটিং করতে গিয়ে মনে হচ্ছে ছবিটি শেষ করতে বাজেট দাঁড়াবে দুই কোটির কাছাকাছি। অনুদানটাকে আমরা দেখছি সরকারের বাড়তি সহায়তা হিসেবে।
তিনি বলেন, ‘গলুই’ যে আয়োজনের ছবি এতে কোনোভাবেই কম বাজেটে শেষ করা সম্ভব নয়। অনুদানের জন্য যখন চিত্রনাট্যসহ আবেদন করেছিলাম সেখানে সম্ভব্য বাজেট দেয়া ছিল দেড় কোটির উপরে। কিন্তু শুটিং ঠিকভাবে করতে গিয়ে বুঝলাম আরও বাজেট লাগবে। ধরে নিয়েছি ‘গলুই’র বাজেট দুই কোটির কাছাকাছি যাবে।
‘গলুই’ ছবির দৃশ্যে শাকিব খান। জামালপুরের বিভিন্ন লোকেশনে বর্তমানে ছবিটির শুটিং চলছে। এস এ হক অলিক পরিচালনায় সেখানে পহেলা বৈশাখের একটি গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান, পূজা চেরি, আজিজুল হাকিম, আলীরাজসহ অনেক অভিনেতা। নির্মাতা জানিয়েছেন, ২২ লাখ টাকা খরচ করে সেট বানানো হয়েছে বিশেষ এ গানটির জন্য।
শাকিব খানের ছবি মানেই বড় বাজেটের বিশাল আয়োজন! সে কারণে সাধারণ দর্শক থেকে শুরু করে হল মালিক, বুকিং এজেন্ট প্রত্যেকেই অপেক্ষায় থাকেন এ নায়কের ছবির জন্য।
৬০ লাখ টাকা অনুদান পাওয়া এই ছবিতে চুক্তির পর থেকেই গুঞ্জন উঠেছে, শাকিব খানের ছবির বাজেট কমে গেছে! কমিয়েছেন নিজের পারিশ্রমিকও! না হলে তিনি কেন সরকারি অনুদানের ছবিতে? ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে জানিয়েছেন, তার প্রযোজনায় অনুদানের এই ছবিতে শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা!
এতে করে অনেকেই ধরে নিয়েছেন, অনুদান পাওয়া ৬০ লাখের মধ্যে ৪০ লাখ যদি শাকিব খান একাই নেন তবে বাকি ২০ লাখে ছবির শুটিং কীভাবে হচ্ছে? ছবির বাজেট নিয়ে এমন বিভ্রান্তি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।
খোরশেদ আলম খসরু বলেন, অনুদান পেয়েছি ৬০ লাখ টাকা এর মানে এই নয় যে এই টাকার মধ্যেই ছবি শেষ হয়ে যাবে! শাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ফিল্মস্টার, তাকে নিয়ে ৬০ লাখ টাকায় ছবি নির্মাণ কি সম্ভব? শুটিং করতে গিয়ে মনে হচ্ছে ছবিটি শেষ করতে বাজেট দাঁড়াবে দুই কোটির কাছাকাছি। অনুদানটাকে আমরা দেখছি সরকারের বাড়তি সহায়তা হিসেবে।
তিনি বলেন, ‘গলুই’ যে আয়োজনের ছবি এতে কোনোভাবেই কম বাজেটে শেষ করা সম্ভব নয়। অনুদানের জন্য যখন চিত্রনাট্যসহ আবেদন করেছিলাম সেখানে সম্ভব্য বাজেট দেয়া ছিল দেড় কোটির উপরে। কিন্তু শুটিং ঠিকভাবে করতে গিয়ে বুঝলাম আরও বাজেট লাগবে। ধরে নিয়েছি ‘গলুই’র বাজেট দুই কোটির কাছাকাছি যাবে।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৩ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৩ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৩ ঘণ্টা আগে