‘গলুই’ ছবির দৃশ্যে শাকিব খান। জামালপুরের বিভিন্ন লোকেশনে বর্তমানে ছবিটির শুটিং চলছে। এস এ হক অলিক পরিচালনায় সেখানে পহেলা বৈশাখের একটি গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান, পূজা চেরি, আজিজুল হাকিম, আলীরাজসহ অনেক অভিনেতা। নির্মাতা জানিয়েছেন, ২২ লাখ টাকা খরচ করে সেট বানানো হয়েছে বিশেষ এ গানটির জন্য।
শাকিব খানের ছবি মানেই বড় বাজেটের বিশাল আয়োজন! সে কারণে সাধারণ দর্শক থেকে শুরু করে হল মালিক, বুকিং এজেন্ট প্রত্যেকেই অপেক্ষায় থাকেন এ নায়কের ছবির জন্য।
৬০ লাখ টাকা অনুদান পাওয়া এই ছবিতে চুক্তির পর থেকেই গুঞ্জন উঠেছে, শাকিব খানের ছবির বাজেট কমে গেছে! কমিয়েছেন নিজের পারিশ্রমিকও! না হলে তিনি কেন সরকারি অনুদানের ছবিতে? ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে জানিয়েছেন, তার প্রযোজনায় অনুদানের এই ছবিতে শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা!
এতে করে অনেকেই ধরে নিয়েছেন, অনুদান পাওয়া ৬০ লাখের মধ্যে ৪০ লাখ যদি শাকিব খান একাই নেন তবে বাকি ২০ লাখে ছবির শুটিং কীভাবে হচ্ছে? ছবির বাজেট নিয়ে এমন বিভ্রান্তি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।
খোরশেদ আলম খসরু বলেন, অনুদান পেয়েছি ৬০ লাখ টাকা এর মানে এই নয় যে এই টাকার মধ্যেই ছবি শেষ হয়ে যাবে! শাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ফিল্মস্টার, তাকে নিয়ে ৬০ লাখ টাকায় ছবি নির্মাণ কি সম্ভব? শুটিং করতে গিয়ে মনে হচ্ছে ছবিটি শেষ করতে বাজেট দাঁড়াবে দুই কোটির কাছাকাছি। অনুদানটাকে আমরা দেখছি সরকারের বাড়তি সহায়তা হিসেবে।
তিনি বলেন, ‘গলুই’ যে আয়োজনের ছবি এতে কোনোভাবেই কম বাজেটে শেষ করা সম্ভব নয়। অনুদানের জন্য যখন চিত্রনাট্যসহ আবেদন করেছিলাম সেখানে সম্ভব্য বাজেট দেয়া ছিল দেড় কোটির উপরে। কিন্তু শুটিং ঠিকভাবে করতে গিয়ে বুঝলাম আরও বাজেট লাগবে। ধরে নিয়েছি ‘গলুই’র বাজেট দুই কোটির কাছাকাছি যাবে।
‘গলুই’ ছবির দৃশ্যে শাকিব খান। জামালপুরের বিভিন্ন লোকেশনে বর্তমানে ছবিটির শুটিং চলছে। এস এ হক অলিক পরিচালনায় সেখানে পহেলা বৈশাখের একটি গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান, পূজা চেরি, আজিজুল হাকিম, আলীরাজসহ অনেক অভিনেতা। নির্মাতা জানিয়েছেন, ২২ লাখ টাকা খরচ করে সেট বানানো হয়েছে বিশেষ এ গানটির জন্য।
শাকিব খানের ছবি মানেই বড় বাজেটের বিশাল আয়োজন! সে কারণে সাধারণ দর্শক থেকে শুরু করে হল মালিক, বুকিং এজেন্ট প্রত্যেকেই অপেক্ষায় থাকেন এ নায়কের ছবির জন্য।
৬০ লাখ টাকা অনুদান পাওয়া এই ছবিতে চুক্তির পর থেকেই গুঞ্জন উঠেছে, শাকিব খানের ছবির বাজেট কমে গেছে! কমিয়েছেন নিজের পারিশ্রমিকও! না হলে তিনি কেন সরকারি অনুদানের ছবিতে? ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে জানিয়েছেন, তার প্রযোজনায় অনুদানের এই ছবিতে শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা!
এতে করে অনেকেই ধরে নিয়েছেন, অনুদান পাওয়া ৬০ লাখের মধ্যে ৪০ লাখ যদি শাকিব খান একাই নেন তবে বাকি ২০ লাখে ছবির শুটিং কীভাবে হচ্ছে? ছবির বাজেট নিয়ে এমন বিভ্রান্তি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।
খোরশেদ আলম খসরু বলেন, অনুদান পেয়েছি ৬০ লাখ টাকা এর মানে এই নয় যে এই টাকার মধ্যেই ছবি শেষ হয়ে যাবে! শাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ফিল্মস্টার, তাকে নিয়ে ৬০ লাখ টাকায় ছবি নির্মাণ কি সম্ভব? শুটিং করতে গিয়ে মনে হচ্ছে ছবিটি শেষ করতে বাজেট দাঁড়াবে দুই কোটির কাছাকাছি। অনুদানটাকে আমরা দেখছি সরকারের বাড়তি সহায়তা হিসেবে।
তিনি বলেন, ‘গলুই’ যে আয়োজনের ছবি এতে কোনোভাবেই কম বাজেটে শেষ করা সম্ভব নয়। অনুদানের জন্য যখন চিত্রনাট্যসহ আবেদন করেছিলাম সেখানে সম্ভব্য বাজেট দেয়া ছিল দেড় কোটির উপরে। কিন্তু শুটিং ঠিকভাবে করতে গিয়ে বুঝলাম আরও বাজেট লাগবে। ধরে নিয়েছি ‘গলুই’র বাজেট দুই কোটির কাছাকাছি যাবে।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
২ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগে