Ajker Patrika

বিজেপি ছাড়ছেন কলকাতার তারকারা

বিজেপি ছাড়ছেন কলকাতার তারকারা

বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানি, দুজনেই তৃণমূলের নেত্রী। তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে লড়াইয়ে নেমেছিলেন কৌশানি মুখোপাধ্যায়। তা সত্ত্বেও ভোটের সময় বনির বিজেপিতে যোগদান অনেককেই অবাক করেছিল। তৃণমূল ঘনিষ্ঠ বনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি কিছুটা অসন্তোষ প্রকাশ করেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু মাত্র ৮ মাসেই মোহভঙ্গ বনির। ইতিমধ্যেই নাকি বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন ‘বরবাদ’ তারকা। মৌখিকভাবে নিজের সিদ্ধান্তের কথা বিজেপি নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন বনি, এমনটাই ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন বনির মা।

আনুষ্ঠানিকভাবে খুব শীঘ্রই এই সিদ্ধান্তের কথা জানাবেন বনি। আপতত একটি ছবির শুটিংয়ে বোলপুরে রয়েছেন বনি, কলকাতায় ফিরে সবটা খাতায়-কলমে জানাবেন অভিনেতা। বনির বাবা-মা দুজনেই চাইছেন ছেলে এখন অভিনয়ে মন দিক,তাই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বনি!

বনি সেনগুপ্তএই মুহূর্তে বোলপুরে রাজা চন্দর ছবি ‘আম্রপালি’ র শুটিং করছেন বনি। সেখান থেকে কলকাতায় ফিরবেন আগামিকাল (বৃহস্পতিবার)। এরপর শুটিংয়ে আসবেন বাংলাদেশে।

বনির হাতে এখন একগুচ্ছ ছবির কাজ, দ্রুত সেগুলো শেষ করতে চান। জানা গিয়েছে অনুপম সেনগুপ্তর আগামী ছবিতেও ফের একবার জুটি বাঁধছেন বনি-কৌশানি। এই মুহূর্তে বনির হাতে রয়েছে ‘জতুগৃহ’, ‘ছুটি’, ‘ধাঁধাঁ’, ‘হীরকগড়ের হিরে’, ‘আম্রপালি’র মতো ছবির কাজ। তাই রাজনীতি নিয়ে এখন বেশি কিছু ভাবতে চান না তিনি। বিজেপিতে যোগ দিলেও ভোটের সময় দলীয় প্রচার ছাড়া আর সেভাবে দেখা মেলেনি বনির।

বিজেপির হয়ে প্রার্থী হয়ে হেরে তনুশ্রী, শ্রাবন্তীরা আগেই দল ছেড়েছেন, বনিও সেই পথে হাঁটবেন কিনা সেটাই এখন দেখবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত