প্রথমবারের মতো অস্কার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের দুই ছবি। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত চলচ্চিত্র বাছাই কমিটির নির্বাচনে এরই মধ্যে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ অস্কারের ‘আন্তর্জাতিক ভাষার ছবি’ ক্যাটাগরির মনোনয়নের জন্য জমা পড়েছে।
সম্প্রতি অস্কারের সাধারণ বিভাগে প্রতিযোগিতার জন্য জমা দেওয়া হয়েছে সরকারি অনুদানের ছবি ‘দ্য গ্রেভ’। ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন গাজী রাকায়েত। মূল চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা নিজেই। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি এটি। গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ছবিটি দুই ভাষায় নির্মাণ করা হয়। ‘দ্য গ্রেভ’ ছবির বাংলা নাম ‘গোর’। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিও পেয়েছে ছবিটি।
এ প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘বাংলাদেশের সিনেমার জন্য এটা ভালো খবর। তবে আমরা এখনো অস্কারে পৌঁছাতে পারিনি। আমাদের ছবিগুলো জমা দেওয়া হয়েছে মাত্র। শর্টলিষ্টে নির্বাচিত হলেই অস্কারের মূল পর্বে যেতে পারব। যদি চূড়ান্ত হয় তাহলে ‘রেহানা মরিয়ম নূর’ একটি বিভাগে লড়বে। আর ‘দ্য গ্রেভ’ অস্কারের চলচ্চিত্র, অভিনেতা, নির্মাতা, স্ক্রিনপ্লেসহ অন্য সব বিভাগে লড়াইয়ের সুযোগ পাবে।’
নির্মাতা আরও জানিয়েছেন, এবারই প্রথম অস্কারের সাধারণ বিভাগে প্রতিযোগিতায় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে জমা পড়েছে কোনো বাংলাদেশি ছবি। এ জন্য কিছু শর্ত পূরণ হলে তবেই ছবিটি সাধারণ বিভাগের জন্য জমা দেওয়া যায়। যেমন যুক্তরাষ্ট্রে রিলিজ দেওয়া, ছবির সাউন্ড, লাইট কোয়ালিটিসহ নানা বিষয়ে সিনেমা হল সার্টিফায়েড হওয়া ইত্যাদি। ‘দ্য গ্রেভ’ সেসব শর্ত পূরণ সাপেক্ষেই জমা পড়েছে। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলে ছবিটি অস্কারের সব সাধারণ বিভাগে প্রতিযোগিতা করবে।
প্রথমবারের মতো অস্কার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের দুই ছবি। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত চলচ্চিত্র বাছাই কমিটির নির্বাচনে এরই মধ্যে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ অস্কারের ‘আন্তর্জাতিক ভাষার ছবি’ ক্যাটাগরির মনোনয়নের জন্য জমা পড়েছে।
সম্প্রতি অস্কারের সাধারণ বিভাগে প্রতিযোগিতার জন্য জমা দেওয়া হয়েছে সরকারি অনুদানের ছবি ‘দ্য গ্রেভ’। ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন গাজী রাকায়েত। মূল চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা নিজেই। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি এটি। গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ছবিটি দুই ভাষায় নির্মাণ করা হয়। ‘দ্য গ্রেভ’ ছবির বাংলা নাম ‘গোর’। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিও পেয়েছে ছবিটি।
এ প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘বাংলাদেশের সিনেমার জন্য এটা ভালো খবর। তবে আমরা এখনো অস্কারে পৌঁছাতে পারিনি। আমাদের ছবিগুলো জমা দেওয়া হয়েছে মাত্র। শর্টলিষ্টে নির্বাচিত হলেই অস্কারের মূল পর্বে যেতে পারব। যদি চূড়ান্ত হয় তাহলে ‘রেহানা মরিয়ম নূর’ একটি বিভাগে লড়বে। আর ‘দ্য গ্রেভ’ অস্কারের চলচ্চিত্র, অভিনেতা, নির্মাতা, স্ক্রিনপ্লেসহ অন্য সব বিভাগে লড়াইয়ের সুযোগ পাবে।’
নির্মাতা আরও জানিয়েছেন, এবারই প্রথম অস্কারের সাধারণ বিভাগে প্রতিযোগিতায় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে জমা পড়েছে কোনো বাংলাদেশি ছবি। এ জন্য কিছু শর্ত পূরণ হলে তবেই ছবিটি সাধারণ বিভাগের জন্য জমা দেওয়া যায়। যেমন যুক্তরাষ্ট্রে রিলিজ দেওয়া, ছবির সাউন্ড, লাইট কোয়ালিটিসহ নানা বিষয়ে সিনেমা হল সার্টিফায়েড হওয়া ইত্যাদি। ‘দ্য গ্রেভ’ সেসব শর্ত পূরণ সাপেক্ষেই জমা পড়েছে। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলে ছবিটি অস্কারের সব সাধারণ বিভাগে প্রতিযোগিতা করবে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৯ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
১০ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
১২ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১ দিন আগে