Ajker Patrika

কান উৎসব /শতবর্ষে নতুন রূপে চ্যাপলিনের ‘দ্য গোল্ড রাশ’

বিনোদন ডেস্ক
শতবর্ষে নতুন রূপে চ্যাপলিনের ‘দ্য গোল্ড রাশ’

‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন চ্যাপলিন। ১৯২৫ সালে মুক্তি পাওয়া নির্বাক সিনেমাটির এ বছর শতবর্ষ পূর্তি হচ্ছে।

১০০ বছর উপলক্ষে দ্য গোল্ড রাশকে নতুনভাবে ফিরিয়ে এনেছে এমটুকে ফিল্মস। ফোর-কে ভার্সনে রিস্ট্রোরেশন করা হয়েছে সিনেমাটি। আগামী ২৬ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে নতুনভাবে মুক্তি পাবে দ্য গোল্ড রাশ। চ্যাপলিনের কালজয়ী এ কীর্তি ঝকঝকে প্রিন্টে উপভোগ করতে পারবেন দর্শক। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটি দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে। এবারের কান ক্ল্যাসিকস বিভাগের সেরা আকর্ষণ হিসেবে ১৩ মে উৎসবের শুরুর দিনে দেবাসি থিয়েটারে প্রথমবারের মতো প্রদর্শিত হবে দ্য গোল্ড রাশের ফোর-কে ভার্সন। রি-রিলিজ উপলক্ষে সিনেমাটির একটি রঙিন পোস্টার প্রকাশ করা হয়েছে।

কান ক্ল্যাসিকসে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’

১৯৭০ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’ দেখানো হবে এবারের কান চলচ্চিত্র উৎসবে। কান ক্ল্যাসিকস বিভাগে স্থান পেয়েছে সিনেমাটি। সম্প্রতি অরণ্যের দিনরাত্রি ফোর-কে ভার্সনে রিস্ট্রোরেশন করা হয়েছে, সেটি প্রদর্শিত হবে কান উৎসবে। কানের স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, দ্য ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড মেম্বার ও নির্মাতা ওয়েস অ্যান্ডারসন, প্রযোজক পূর্ণিমা দত্ত প্রমুখ।

ar

চলচ্চিত্র সংরক্ষণের জন্য প্রসিদ্ধ প্রতিষ্ঠান লা সিনেটেকা ডি বোলোনার পরিচালক জিয়ান লুকা ফারিনেলি বলেন, ‘আমরা প্রায় ৩০ বছর ধরে চ্যাপলিনের শিল্পকর্ম নিয়ে কাজ করছি। চ্যাপলিনের প্রতিটি সিনেমা কয়েক প্রজন্ম ধরে মানুষের চিন্তার উন্নয়নে ও সাংস্কৃতিক গঠনে ভূমিকা রেখে চলেছে। ১০০ বছর আগেও দর্শকেরা তাঁর সিনেমার যেসব দৃশ্যে হাসত, এখনো সেসব দৃশ্যে হাসে। দ্য গোল্ড রাশের নতুনভাবে রিস্ট্রোরেশন একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি আমাদেরকে ১৯২৫ সালের ২৬ জুন প্রথম প্রদর্শনীর সেই অভিজ্ঞতার কাছাকাছি নিয়ে যাবে।’

এর আগে ১৯৪২ সালে একবার রি-রিলিজ করা হয়েছিল দ্য গোল্ড রাশ। ওই বছর এই নির্বাক সিনেমায় যোগ করা হয় সাউন্ড ইফেক্ট, মিউজিক ও কমেন্টারি। তাতে সিনেমাটির বক্তব্য ও আর্ট এতটুকু ক্ষুণ্ন হয়নি, বরং বেড়েছে অনেকখানি। আশা করা হচ্ছে, এবার ফোর-কে ভার্সনে রিস্ট্রোরেশনের ফলে দ্য গোল্ড রাশ আরও উপভোগ্য হয়ে উঠবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত