Ajker Patrika

দুই সংগঠন থেকে রাজের সদস্যপদ স্থগিত

দুই সংগঠন থেকে রাজের সদস্যপদ স্থগিত

র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম রাজের সদস্য স্থগিত করলো টিভি নাটকের প্রযোজকদের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)’। তিনি রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। চলচ্চিত্র ও নাটকের কথিত  প্রযোজক। তিনি চিত্রনায়িকা পরীমণির বন্ধু বলেও পরিচিত। অত্যন্ত স্পর্শকাতর ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার রাজের ঘটনায় টেলিপ্যাব বিব্রত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংগঠনের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নজরুল রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।পরবর্তীতে যদি নজরুল রাজ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হন তাহলে তার সদস্যপদ পুনঃবহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে টেলিপ্যাড’র সদস্য হারাবেন নজরুল রাজ।

সংগঠনটির সংবিধানের ১৩ এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজকে তার দুই সহযোগীসহ বনানীর বাসায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব। র‌্যাব জানায়, তার বাড়ি থেকে মদ, শিশা, যৌন উত্তেজক ওষুধ ও পর্নগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। বর্তমানে নজরুল রাজ চারদিনের রিমান্ডে আছেন।

রাজ বাংলাদেশ ফিল্ম ক্লাবেরও সহযোগী সাধারণ সম্পাদক। এ ঘটনার পর রাজের সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানান ফিল্ম ক্লাবের সভাপতি চিত্রনায়ক ওমর সানী।

রাজ সাজাপ্রাপ্ত হলে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পদ হারাবেন। সে ক্ষেত্রে তার শূন্য আসনে নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে বলে জানান এই চিত্রনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত