বলিউডে পা রাখার পর থেকেই একের পর পর এক সম্পর্কে জড়িয়েছেন সইফকন্যা সারা আলী খান। কখনো সুশান্ত সিং রাজপুত, কখনো বা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে আসে। আবারও গুঞ্জন রটেছে, নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী। তবে এবার কোনো অভিনেতা নয়, বিজেপি নেতার ছেলেকেই মন দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ‘প্রেমিককে’ সঙ্গে নিয়েই রাজস্থানে ছুটি কাটাচ্ছেন সারা আলী খান। আর সোশ্যাল মিডিয়ায় সেই ট্রিপের ছবিই এখন ভাইরাল।
সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। তিনি পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। বাবা রাজনীতিবিদ হলেও অর্জুন ফ্যাশন জগতের পরিচিত মুখ। বিজ্ঞাপনে তাঁর ভালো নাম-ডাক রয়েছে।
অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে অভিনেত্রীকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ও ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। এ নিয়েই নতুন প্রেমের গুঞ্জন শুরু। এর পরে এবার রাজস্থান ট্রিপ গুঞ্জনের নতুন মাত্রা যোগ করেছে।
কেদারনাথ দিয়েই ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন সারা। তবে মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন এই নবাবকন্য়া। এ নিয়ে কটু কথা শুনতে হয়েছে তাঁকে। বলিউডে তারকা সন্তানরা হাইপ্রোফাইল পার্টি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারস জীবনযাপনে ব্যস্ত থাকেন। সেখানে সারা আলী খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা সবখানেই গিয়েছেন এই অভিনেত্রী।
বলিউডে পা রাখার পর থেকেই একের পর পর এক সম্পর্কে জড়িয়েছেন সইফকন্যা সারা আলী খান। কখনো সুশান্ত সিং রাজপুত, কখনো বা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে আসে। আবারও গুঞ্জন রটেছে, নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী। তবে এবার কোনো অভিনেতা নয়, বিজেপি নেতার ছেলেকেই মন দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ‘প্রেমিককে’ সঙ্গে নিয়েই রাজস্থানে ছুটি কাটাচ্ছেন সারা আলী খান। আর সোশ্যাল মিডিয়ায় সেই ট্রিপের ছবিই এখন ভাইরাল।
সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। তিনি পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। বাবা রাজনীতিবিদ হলেও অর্জুন ফ্যাশন জগতের পরিচিত মুখ। বিজ্ঞাপনে তাঁর ভালো নাম-ডাক রয়েছে।
অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে অভিনেত্রীকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ও ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। এ নিয়েই নতুন প্রেমের গুঞ্জন শুরু। এর পরে এবার রাজস্থান ট্রিপ গুঞ্জনের নতুন মাত্রা যোগ করেছে।
কেদারনাথ দিয়েই ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন সারা। তবে মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন এই নবাবকন্য়া। এ নিয়ে কটু কথা শুনতে হয়েছে তাঁকে। বলিউডে তারকা সন্তানরা হাইপ্রোফাইল পার্টি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারস জীবনযাপনে ব্যস্ত থাকেন। সেখানে সারা আলী খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা সবখানেই গিয়েছেন এই অভিনেত্রী।
লন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।
৭ ঘণ্টা আগেএকসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন শারিব হাশমি। অভিনয় করেছেন ‘ফিল্মিস্তান’, ‘বিক্রম ভেদা’, ‘মিশন মজনু’, ‘তারলা’, ‘দ্য ডিপ্লোম্যাট’সহ বলিউডের অনেক সিনেমায়। নিজের পছন্দের তিনটি সিরিজের নাম জানালেন শারিব হাশমি, কেন প্রিয়—জানালেন সেটাও।
৭ ঘণ্টা আগে