বিনোদন ডেস্ক
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি। দেশাত্মবোধক গান, প্লেব্যাক, বিরহের গান, রোমান্টিক গান, সুফি-কাওয়ালি থেকে ভজন-ভক্তিমূলকসহ সংগীতের সব ঘরানায় অবাধ বিচরণ ছিল প্রয়াত এই শিল্পীর। এবার পর্দায় দেখা যাবে মোহাম্মদ রফির জীবনী। এমনটাই জানালেন রফির ছেলে শাহিদ রফি।
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে গত মঙ্গলবার সম্মান জানানো হয় মোহাম্মদ রফিকে। সেখানেই বায়োপিকের খবর দেন শাহিদ রফি। তিনি জানান, এখন চলছে সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ। বায়োপিকটির পরিচালনায় থাকতে পারেন উমেশ শুক্লা; যিনি বলিউড সিনেমা ‘ওহ মাই গড’ ও ‘১০২ নট আউট’ পরিচালনা করেছেন। রফির বায়োপিকে ব্যবহার করা হবে শিল্পীর গান। তবে এ সিনেমায় রফির চরিত্রে কে অভিনয় করবেন, তা জানাননি শাহিদ রফি।
মোহাম্মদ রফির গাওয়া গান এখনো মানুষের মুখে মুখে। ‘লিখে যো খত তুঝে’, ‘আজ মৌসুম বড়া বেইমান’, ‘ম্যায় জিন্দেগি কা সাথ নিভাতা চলা গ্যায়া’, ‘কৌন হ্যায় যো স্বপ্নো মে আয়া’ থেকে ‘পর্দা হ্যায় পর্দা’, ‘গুলাবি আঁখে’, ‘ক্যায়া সে ক্যায়া হো গায়া’সহ হাজারের বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফি। ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। তাঁর জীবনের বহু অজানা কথা ফুটে উঠবে বায়োপিকে।
আগামী ২৪ ডিসেম্বর মোহাম্মদ রফির জন্মশতবর্ষ। জানা গেছে, সেদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে বায়োপিকের। তখন জানা যাবে সিনেমার নাম আর মোহাম্মদ রফি চরিত্রের অভিনেতার নাম।
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি। দেশাত্মবোধক গান, প্লেব্যাক, বিরহের গান, রোমান্টিক গান, সুফি-কাওয়ালি থেকে ভজন-ভক্তিমূলকসহ সংগীতের সব ঘরানায় অবাধ বিচরণ ছিল প্রয়াত এই শিল্পীর। এবার পর্দায় দেখা যাবে মোহাম্মদ রফির জীবনী। এমনটাই জানালেন রফির ছেলে শাহিদ রফি।
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে গত মঙ্গলবার সম্মান জানানো হয় মোহাম্মদ রফিকে। সেখানেই বায়োপিকের খবর দেন শাহিদ রফি। তিনি জানান, এখন চলছে সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ। বায়োপিকটির পরিচালনায় থাকতে পারেন উমেশ শুক্লা; যিনি বলিউড সিনেমা ‘ওহ মাই গড’ ও ‘১০২ নট আউট’ পরিচালনা করেছেন। রফির বায়োপিকে ব্যবহার করা হবে শিল্পীর গান। তবে এ সিনেমায় রফির চরিত্রে কে অভিনয় করবেন, তা জানাননি শাহিদ রফি।
মোহাম্মদ রফির গাওয়া গান এখনো মানুষের মুখে মুখে। ‘লিখে যো খত তুঝে’, ‘আজ মৌসুম বড়া বেইমান’, ‘ম্যায় জিন্দেগি কা সাথ নিভাতা চলা গ্যায়া’, ‘কৌন হ্যায় যো স্বপ্নো মে আয়া’ থেকে ‘পর্দা হ্যায় পর্দা’, ‘গুলাবি আঁখে’, ‘ক্যায়া সে ক্যায়া হো গায়া’সহ হাজারের বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফি। ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। তাঁর জীবনের বহু অজানা কথা ফুটে উঠবে বায়োপিকে।
আগামী ২৪ ডিসেম্বর মোহাম্মদ রফির জন্মশতবর্ষ। জানা গেছে, সেদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে বায়োপিকের। তখন জানা যাবে সিনেমার নাম আর মোহাম্মদ রফি চরিত্রের অভিনেতার নাম।
লন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।
১১ ঘণ্টা আগেএকসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন শারিব হাশমি। অভিনয় করেছেন ‘ফিল্মিস্তান’, ‘বিক্রম ভেদা’, ‘মিশন মজনু’, ‘তারলা’, ‘দ্য ডিপ্লোম্যাট’সহ বলিউডের অনেক সিনেমায়। নিজের পছন্দের তিনটি সিরিজের নাম জানালেন শারিব হাশমি, কেন প্রিয়—জানালেন সেটাও।
১১ ঘণ্টা আগে