করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে ‘মহিসা’ তকমা পান সোনু সুদ। শুধুই তাই নয়, ব্যক্তিগত জীবনেও বেশ সচেতন তিনি। নিয়ম মেনে খাওয়াদাওয়া ও নিয়মিত শরীরচর্চা করেন এই অভিনেতা। জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেননি তিনি। তবে সালমানের খানের কারণে নাকি একবার মদ পান করার মতো অবস্থা হয়েছিল অভিনেতার।
সালমানকে নিয়ে সম্প্রতি এক মজার অভিজ্ঞতা প্রকাশ করেন সনু সুদ। অভিনেতা বলেন, ‘সালমান ভাই একার এক কাণ্ড করেছিল। গোপনের কোমল পানীয়র মধ্যে মদ মিশিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আড্ডার ফাঁকে ফাঁকে নজরও রাখছিলেন আমি পান করেছি নাকি আমিও কৌশলে অন্যের দিকে এগিয়ে দিই কিনা। আমি আসলে কোনোটাই করিনি। শেষমেশ সেই পানীয়র গ্লাস আমি ফেরত দিয়ে দিয়েছিলাম।’
অভিনেতা এ-ও বলেন, ‘যাঁরা মদ্যপান করতে পছন্দ করেন, তাঁরা অন্যদের মধ্যেও বিষয়টা ছড়িয়ে দিতে চান। এর মধ্যে অবশ্য খারাপ কিছু নেই। কিন্তু আমি কখনই মদ্যপান করি না। ইচ্ছেই করেনি কখনো।’
খাদ্যাভ্যাসে কড়া নিয়ম মেনে চলেন সোনু। তিনি বলেন, ‘আমি নিরামিষাশী। খুবই একঘেয়ে খাবার খাই। এমনকি কেউ আমার বাড়িতে এলে বলে, আমি হাসপাতালের মতো খাবার খাই। তবে অতিথিদের জন্য কিন্তু একই খাবার থাকে না। তাঁদের জন্য বাড়িতে ভালো খাবার রান্না করা হয়। আমাদের বাড়িতে সেরা রাঁধুনি রয়েছেন।’
করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে ‘মহিসা’ তকমা পান সোনু সুদ। শুধুই তাই নয়, ব্যক্তিগত জীবনেও বেশ সচেতন তিনি। নিয়ম মেনে খাওয়াদাওয়া ও নিয়মিত শরীরচর্চা করেন এই অভিনেতা। জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেননি তিনি। তবে সালমানের খানের কারণে নাকি একবার মদ পান করার মতো অবস্থা হয়েছিল অভিনেতার।
সালমানকে নিয়ে সম্প্রতি এক মজার অভিজ্ঞতা প্রকাশ করেন সনু সুদ। অভিনেতা বলেন, ‘সালমান ভাই একার এক কাণ্ড করেছিল। গোপনের কোমল পানীয়র মধ্যে মদ মিশিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আড্ডার ফাঁকে ফাঁকে নজরও রাখছিলেন আমি পান করেছি নাকি আমিও কৌশলে অন্যের দিকে এগিয়ে দিই কিনা। আমি আসলে কোনোটাই করিনি। শেষমেশ সেই পানীয়র গ্লাস আমি ফেরত দিয়ে দিয়েছিলাম।’
অভিনেতা এ-ও বলেন, ‘যাঁরা মদ্যপান করতে পছন্দ করেন, তাঁরা অন্যদের মধ্যেও বিষয়টা ছড়িয়ে দিতে চান। এর মধ্যে অবশ্য খারাপ কিছু নেই। কিন্তু আমি কখনই মদ্যপান করি না। ইচ্ছেই করেনি কখনো।’
খাদ্যাভ্যাসে কড়া নিয়ম মেনে চলেন সোনু। তিনি বলেন, ‘আমি নিরামিষাশী। খুবই একঘেয়ে খাবার খাই। এমনকি কেউ আমার বাড়িতে এলে বলে, আমি হাসপাতালের মতো খাবার খাই। তবে অতিথিদের জন্য কিন্তু একই খাবার থাকে না। তাঁদের জন্য বাড়িতে ভালো খাবার রান্না করা হয়। আমাদের বাড়িতে সেরা রাঁধুনি রয়েছেন।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে