বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পৃথিবী তাঁর মাকে কেন্দ্র করে। অভিনেতা নিজের সব সাফল্যের কৃতিত্ব মাকে দেন সব সময়। কিছুদিন আগেই মায়ের অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন কার্তিক। কিন্তু মা মালা তিওয়ারি ক্যানসারের সঙ্গে লড়েছেন এবং জয় করেছেন। গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সেই যুদ্ধজয়ের গল্প শোনালেন কার্তিক।
শুক্রবার ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, ‘কিছুদিন আগে এই মাসে হঠাৎ মায়ের ক্যানসার ধরা পড়ে। ক্যানসার আমাদের পরিবারকে তছনছ করে দিতে চেয়েছিল। পরিস্থিতির কাছে প্রায় নিরুপায় ছিলাম আমরা। ভীষণ অসহায় লাগছিল তখন। কিন্তু ইচ্ছাশক্তি, সহ্য করার ক্ষমতা আর কখনো হাল না ছাড়ার মনোভাব রয়েছে আমার মায়ের মধ্যে।’
ক্যানসারের সঙ্গে অকুতোভয় যোদ্ধার মতো লড়াই করে জিতেছেন মা মালা তিওয়ারি। মায়ের সাহসিকতার জন্য গর্বিত কার্তিক আরও লিখেছেন, ‘একজন নির্ভীক সৈনিকের মতো লড়েছেন মা। ক্যানসারের ভয়ের থেকেও অনেক বড় বোধ হয় সাহস। এই সাহসের ওপর ভর করেই অনেক যুদ্ধ জয় করে ফেলা যায়। আমার মা সব সময় কিছু না কিছু শেখান। প্রতিদিন আমরা শিখি মায়ের কাছ থেকে। আমি, আমার পরিবার, মাকে দেখি আর এখনো বিশ্বাস করি, ভালোবাসার থেকে বড় শক্তি আর কোনো কিছু হয় না।’
প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন তাঁর মা মালা তিওয়ারি। গত বছর জাতীয় ক্যানসার সচেতনতার অনুষ্ঠানে মুম্বাইয়ের এক হাসপাতালে ক্যানসার-বিজয়ীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন কার্তিক আরিয়ান। সেখানেই মায়ের ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে মুখ খুলেছিলেন কার্তিক।
কার্তিক আরিয়ানকে সামনে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়। তাঁর বিপরীতে এতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এ ছাড়া পরিচালক কবির খানের একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করার কথা রয়েছে কার্তিক আরিয়ানের।
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পৃথিবী তাঁর মাকে কেন্দ্র করে। অভিনেতা নিজের সব সাফল্যের কৃতিত্ব মাকে দেন সব সময়। কিছুদিন আগেই মায়ের অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন কার্তিক। কিন্তু মা মালা তিওয়ারি ক্যানসারের সঙ্গে লড়েছেন এবং জয় করেছেন। গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সেই যুদ্ধজয়ের গল্প শোনালেন কার্তিক।
শুক্রবার ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, ‘কিছুদিন আগে এই মাসে হঠাৎ মায়ের ক্যানসার ধরা পড়ে। ক্যানসার আমাদের পরিবারকে তছনছ করে দিতে চেয়েছিল। পরিস্থিতির কাছে প্রায় নিরুপায় ছিলাম আমরা। ভীষণ অসহায় লাগছিল তখন। কিন্তু ইচ্ছাশক্তি, সহ্য করার ক্ষমতা আর কখনো হাল না ছাড়ার মনোভাব রয়েছে আমার মায়ের মধ্যে।’
ক্যানসারের সঙ্গে অকুতোভয় যোদ্ধার মতো লড়াই করে জিতেছেন মা মালা তিওয়ারি। মায়ের সাহসিকতার জন্য গর্বিত কার্তিক আরও লিখেছেন, ‘একজন নির্ভীক সৈনিকের মতো লড়েছেন মা। ক্যানসারের ভয়ের থেকেও অনেক বড় বোধ হয় সাহস। এই সাহসের ওপর ভর করেই অনেক যুদ্ধ জয় করে ফেলা যায়। আমার মা সব সময় কিছু না কিছু শেখান। প্রতিদিন আমরা শিখি মায়ের কাছ থেকে। আমি, আমার পরিবার, মাকে দেখি আর এখনো বিশ্বাস করি, ভালোবাসার থেকে বড় শক্তি আর কোনো কিছু হয় না।’
প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন তাঁর মা মালা তিওয়ারি। গত বছর জাতীয় ক্যানসার সচেতনতার অনুষ্ঠানে মুম্বাইয়ের এক হাসপাতালে ক্যানসার-বিজয়ীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন কার্তিক আরিয়ান। সেখানেই মায়ের ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে মুখ খুলেছিলেন কার্তিক।
কার্তিক আরিয়ানকে সামনে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়। তাঁর বিপরীতে এতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এ ছাড়া পরিচালক কবির খানের একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করার কথা রয়েছে কার্তিক আরিয়ানের।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩৭ মিনিট আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৩৯ মিনিট আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে