Ajker Patrika

দীপিকার মহানুভবতা

দীপিকার মহানুভবতা

মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে এক অ্যাসিড আক্রান্ত নারীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। অ্যাসিড-আক্রান্ত নারীদের সম্পর্কে সমাজের ধ্যান-ধারনায় পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল এই ছবিতে।

‘ছপক’এ বাস্তবে অ্যাসিড-আক্রান্ত কয়েকজন নারী অভিনয় করেছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন বালা প্রজাপতি। উত্তর প্রদেশের বাসিন্দা তিনি। বর্তমানে অসুস্থ হয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি। জানা যায়, শরীরে দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে তাঁর। কিডনি প্রতিস্থাপন করাতে হবে। আপাতত ডায়ালাইসিসের ওপরই বেঁচে আছেন। চিকিৎসায় খরচ পড়বে প্রায় ১৬ লক্ষ টাকা।

তাঁদের পাশে দাঁড়িয়েছে ছাঁভ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মিলাপ নামে একটি প্ল্যাটফর্মের সাহায্যে ছাঁভ তাঁদের প্রচেষ্ঠার নাম রেখেছেন ‘সেফ বালা’।

দীপিকা পাড়ুকোনএই খবর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জানেন সংবাদ মাধ্যমে। বাড়িয়ে দেন সাহায্যের হাত। সহ অভিনেত্রী চিকিৎসায় ১৫ লক্ষ টাকা অনুদান করেন ‘সেফ বালা’-তে। বালাকে বাঁচানোই এখন তাঁদের একমাত্র লক্ষ্য। এই প্রথম নয় এর আগেও অনেকবার অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে দীপিকাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত