Ajker Patrika

ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস

ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস

প্রায় সাড়ে তিন বছর পর, পর্দায় নিজের জাদু নিয়ে ফিরলেন পরিচালক এসএস রাজামৌলি। ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ এবং আলিয়া ভাট। বাণিজ্য সূত্রে খবর, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা।

বিশ্বব্যাপী ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘ট্রিপল আর’ সিনেমাটির প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ২৪০ কোটি রুপি! যার ভেতর তেলুগু ভাষায় সিনেমাটি আয় করেছে ১২০ কোটি, তামিল ভাষায় ১০ কোটি, হিন্দিতে ২৫ কোটি, কন্নড়ে ১৪ কোটি এবং মালায়ালামে ৪ কোটি রুপি।

এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মুক্তির প্রথম দিনে মোট ৭৫ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘ট্রিপল আর’ এর প্রথম দিনের আয় দাঁড়িয়েছে প্রায় আড়াইশো কোটি রুপি!

‘আরআরআর’ সিনেমার পোস্টারএর আগে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে প্রথম দিনে ২০০ কোটির বেশি আয় করেছিল ‘বাহুবলী ২’। এবার সেই রেকর্ডও ভেঙে দিলো ‘ট্রিপল আর’।

বলিউড মুভি রিভিউজ বলছে, মোট ৩০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলুগু মুক্তিযোদ্ধা ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী। সিনেমাটির এখন পর্যন্ত যতো রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবগুলোই ইতিবাচক।

পরিচালক এসএস রাজামৌলি।বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭.১৫ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। এর মধ্যে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ১২০ কোটি এবং ভারতের বাইরে ৭৮ কোটি রুপি বক্স অফিস কালেকশন এই সিনেমার।

বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ড গড়েছে ‘আরআরআর’। রমেশ বালা টুইটে লিখেছেন, ‘প্রথম দিনে বিরাট কালেকশন করা প্রথম ভারতীয় সিনেমা।’

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র উত্তরাঞ্চল থেকে ফিল্মের হিন্দি ডাব ভার্সন ১৯ কোটির ব্যবসা করেছে। যা অন্যান্য সাম্প্রতিক দক্ষিণের মুক্তির তুলনায় অনেক বেশি। ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং প্রভাস-অভিনীত ‘রাধে শ্যাম’ -এর হিন্দি ভার্সন উভয়ই সিনেমাই প্রথম দিনে প্রায় ৩ থেকে ৪ কোটির ব্যবসা করেছে। প্রথম তেলুগু সিনেমা হিসেবে তামিলনাড়ুতে ১০ কোটি রুপির বেশি আয় করেছে। এর আগে ‘বাহুবলি ২’ আয় করেছিল ৯.২৫ কোটি রুপি। 

বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। ৩০০ কোটির বেশি বাজেটে তৈরি হয়েছে এই ছবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত