Ajker Patrika

প্রথমদিনে অক্ষয়ের বাজিমাত

প্রথমদিনে অক্ষয়ের বাজিমাত

শুক্রবার মুক্তি পেল বলিউডের আলোচিত ছবি ‘সূরিয়াভানশি’। ছবির অন্যতম দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। করোনার এই সময়ে ছবিটি বলিউডের বক্স অফিসে নতুন করে আশার আলো জাগিয়েছে। রোহিত শেঠি পরিচালিত ছবিটি ভারতের অন্যতম বড় উৎসব দিওয়ালির সময় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে প্রথমদিনে বিশ্বজুড়ে মোট ২৬ কোটি টাকার ব্যবসা করেছে।

বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, প্রথম থেকে ছবির ব্যবসায় অঞ্চল ভিত্তিক নজর দিলে অনেকটা ‘গোলমাল’ ছবির মতোই বক্স অফিসে ব্যবসা করছিল। কিন্তু মহারাষ্ট্রে ৫০ শতাংশ দখলে থাকার কারণে, মুম্বাইয়ের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। করোনা প্রকোপের পর দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে জুলাই-আগস্টে সিনেমা হলগুলি খুলেছে। মহারাষ্ট্রের সিনেমাহলগুলো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মূল বাজার। ২২ অক্টোবর থেকে ৫০ শতাংশ আসন সংখ্যা নিয়ে ফের চালু হয়েছে এই হলগুলো। শতভাগ হল নিয়ে মুক্তি পেলে ছবিটির ব্যবসা যে আরও বাড়তো সেটা বলাই যায়।

রিপোর্ট আরও বলছে, হলিউডের আলোচিত ছবি ‘ইটারনালস’ এর সঙ্গে লড়াই করতে হচ্ছে এই ছবির। ভারতে প্রথমদিনে হলিউডের ছবিটি মোট ৮ কোটি টাকার ব্যবসা করেছে।

বিশ্বজুড়ে ৬৬টা দেশে মোট ১৩০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘সুরিয়াভানশি’। যদিও ভারতে কতগুলো স্ত্রিনে চলছে এই ছবি তা এখনও বাণিজ্য বিশেষজ্ঞদের দ্বারা সঠিকভাবে জানা যায়নি।

গত বছরের ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ‘সূরিয়াভানশি’ ছবিটি। কিন্তু করোনার জেরে তা পিছিয়ে যায়। অতঃপর ওটিটি প্লাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নিলেও সেটি থেকে সরে আসেন পরিচালক রোহিত শেঠি। কারণ ছবিটির মুক্তির জন্য প্রেক্ষাগৃহকেই উপযুক্ত মনে করেন এই পরিচালক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত