নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের হুমকির একটি ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী সোমি আলী। বার্তা সংস্থা আইএএনএস–এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোমি আলী সেই সময়ে সালমান খানের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রভাব এবং আরও অনেক কিছু জানিয়েছেন তিনি।
সোমি আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ৯০–এর দশকে যখন বলিউডের সঙ্গে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সময় তিনি বিষয়টি টের পেয়েছেন কিনা। স্বচক্ষে দেখা এমন কোনো ঘটনা আছে কিনা, বলে কারও কাছ থেকে দাউদের বিষয়ে কিছু শুনেছেন কিনা। জবাবে সোমি বলেন, ‘আমি এ বিষয়ে অনেক কথাবার্তা শুনেছি, কিন্তু কেউ সরাসরি দাউদের নাম নিত না, ছোটা শাকিলের (দাউদের সহযোগী) নামও কেউ বলত না। মানুষ এদের আন্ডারওয়ার্ল্ড বলে ডাকত।’
সোমি আরও বলেন, ‘দিব্যা ভারতী আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা “আন্দোলন” সিনেমার শুটিংয়ের সময় বেঙ্গালুরুতে খুব কাছাকাছি এসেছিলাম। আমি দিব্যাকে জিজ্ঞাসা করেছিলাম আন্ডারওয়ার্ল্ড কী? দিব্যা আমাকে উল্টো জিজ্ঞাসা করেছিল, “তুমি কি মাফিয়ার ব্যাপারে জানো? ” আমি বলেছিলাম, “হ্যাঁ, আমেরিকাতে ইতালিয়ান মাফিয়া আছে। ” তখন দিব্যা বলেছিল, “আন্ডারওয়ার্ল্ড আর মাফিয়া একরকম। ”’
সোমি আরও একটি হুমকির বিষয়েও তথ্য দিয়েছেন। ওই সময় সালমান খানকে এই হুমকি দেওয়া হয়েছিল।
সোমি স্মরণ করেন, ‘আমি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিন বছর ধরে তাঁর সঙ্গে ছিলাম। একবার, আমাদের শোয়ার ঘরের ল্যান্ডলাইনে একটি কল আসে। অপরপক্ষ আমাকে অপহরণ করার হুমকি দিয়ে বলে, “সালমানকে বলো, সোমি আলীকে আমরা তুলে নিয়ে যাব। ”’
সোমি বলেন, ‘যখন আমি সালমানকে এটি বলি, সে আতঙ্কিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে নেয়। কিন্তু সে কখনোই আমাকে বলেনি কীভাবে এটি “হ্যান্ডেল” করেছে।’
সালমানকে যে ব্যক্তি ফোন কল করেছিল সে কে—এ ব্যাপারে কখনো জানতে চেয়েছিলেন কিনা, এ প্রশ্নে সোমি বলেন, ‘আমি সালমানকে দু’তিনবার জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু সে বলেছিল, “এসব জানার দরকার নেই। ”’
সোমি আরও বলেন, সালমান তাঁকে এসব বিষয় থেকে দূরে রেখেছিলেন। কারণ সালমান জানতেন, সোমি সরল মনের।
সোমি আলী অভিনেত্রী এবং সমাজকর্মী। তিনি ৯০-এর দশকে বলিউডে বেশ সক্রিয় ছিলেন। প্রায় আট বছর সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সালমান খান একপর্যায়ে ঐশ্বরিয়া রাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়লে সে সম্পর্ক ভেঙে যায়। এরপর ১৯৯৯ সালে সোমি ভারত ছেড়ে চলে যান। বর্তমানে তিনি ‘নো মোর টিয়ার্স’ নামে একটি এনজিও পরিচালনা করেন। মানবপাচার ও গার্হস্থ্য সহিংসতার শিকার নারীদের নিয়ে তিনি কাজ করেন।
নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের হুমকির একটি ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী সোমি আলী। বার্তা সংস্থা আইএএনএস–এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোমি আলী সেই সময়ে সালমান খানের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রভাব এবং আরও অনেক কিছু জানিয়েছেন তিনি।
সোমি আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ৯০–এর দশকে যখন বলিউডের সঙ্গে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সময় তিনি বিষয়টি টের পেয়েছেন কিনা। স্বচক্ষে দেখা এমন কোনো ঘটনা আছে কিনা, বলে কারও কাছ থেকে দাউদের বিষয়ে কিছু শুনেছেন কিনা। জবাবে সোমি বলেন, ‘আমি এ বিষয়ে অনেক কথাবার্তা শুনেছি, কিন্তু কেউ সরাসরি দাউদের নাম নিত না, ছোটা শাকিলের (দাউদের সহযোগী) নামও কেউ বলত না। মানুষ এদের আন্ডারওয়ার্ল্ড বলে ডাকত।’
সোমি আরও বলেন, ‘দিব্যা ভারতী আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা “আন্দোলন” সিনেমার শুটিংয়ের সময় বেঙ্গালুরুতে খুব কাছাকাছি এসেছিলাম। আমি দিব্যাকে জিজ্ঞাসা করেছিলাম আন্ডারওয়ার্ল্ড কী? দিব্যা আমাকে উল্টো জিজ্ঞাসা করেছিল, “তুমি কি মাফিয়ার ব্যাপারে জানো? ” আমি বলেছিলাম, “হ্যাঁ, আমেরিকাতে ইতালিয়ান মাফিয়া আছে। ” তখন দিব্যা বলেছিল, “আন্ডারওয়ার্ল্ড আর মাফিয়া একরকম। ”’
সোমি আরও একটি হুমকির বিষয়েও তথ্য দিয়েছেন। ওই সময় সালমান খানকে এই হুমকি দেওয়া হয়েছিল।
সোমি স্মরণ করেন, ‘আমি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিন বছর ধরে তাঁর সঙ্গে ছিলাম। একবার, আমাদের শোয়ার ঘরের ল্যান্ডলাইনে একটি কল আসে। অপরপক্ষ আমাকে অপহরণ করার হুমকি দিয়ে বলে, “সালমানকে বলো, সোমি আলীকে আমরা তুলে নিয়ে যাব। ”’
সোমি বলেন, ‘যখন আমি সালমানকে এটি বলি, সে আতঙ্কিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে নেয়। কিন্তু সে কখনোই আমাকে বলেনি কীভাবে এটি “হ্যান্ডেল” করেছে।’
সালমানকে যে ব্যক্তি ফোন কল করেছিল সে কে—এ ব্যাপারে কখনো জানতে চেয়েছিলেন কিনা, এ প্রশ্নে সোমি বলেন, ‘আমি সালমানকে দু’তিনবার জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু সে বলেছিল, “এসব জানার দরকার নেই। ”’
সোমি আরও বলেন, সালমান তাঁকে এসব বিষয় থেকে দূরে রেখেছিলেন। কারণ সালমান জানতেন, সোমি সরল মনের।
সোমি আলী অভিনেত্রী এবং সমাজকর্মী। তিনি ৯০-এর দশকে বলিউডে বেশ সক্রিয় ছিলেন। প্রায় আট বছর সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সালমান খান একপর্যায়ে ঐশ্বরিয়া রাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়লে সে সম্পর্ক ভেঙে যায়। এরপর ১৯৯৯ সালে সোমি ভারত ছেড়ে চলে যান। বর্তমানে তিনি ‘নো মোর টিয়ার্স’ নামে একটি এনজিও পরিচালনা করেন। মানবপাচার ও গার্হস্থ্য সহিংসতার শিকার নারীদের নিয়ে তিনি কাজ করেন।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৮ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
২০ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
২০ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
২০ ঘণ্টা আগে