Ajker Patrika

কিম কার্দাশিয়ানের মতো হতে সার্জারি জাহ্নবীর

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১২: ২৫
কিম কার্দাশিয়ানের মতো হতে সার্জারি জাহ্নবীর

নেটিজেনদের বিদ্রুপের শিকার বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। কিন্তু কী নিয়ে বিদ্রুপ? ভারতীয় গণমাধ্যম ডিএনএ জানায়, জাহ্নবী নাকি হলিউডের আলোচিত মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ানের অন্ধ অনুকরণ করেছেন। অনেকের দাবি এমনটাই। 

সম্প্রতি বলিউডের একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসেছিলেন শ্রীদেবীকন্যা। আর সেই অনুষ্ঠানে তাঁর ছবি শেয়ার করে নির্মমভাবে ট্রল করছেন নেটিজেনরা। সাজপোশাক থেকে শুরু করে সবকিছুতেই কিমের ধাঁচ। অনেকের দাবি, আকর্ষণ বাড়াতে শরীরে সার্জারিও করিয়েছেন জাহ্নবী। 

জাহ্নবী সার্জারি করিয়েছেন বলে দাবি অনেকের। ইনস্টাগ্রামে কেউ লিখেছেন, ‘ভারতের কিম’! কেউ আবার লিখেছেন, ‘যতই সার্জারি করান, কিমের মতো হওয়া সম্ভব নয়।’ আরেকজন লিখেছেন, ‘নাম বদলে “প্লাস্টিক কাপুর” করতে পারেন তো।’ 

যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি জাহ্নবী কাপুর। তাঁর ঝুলিতে বেশ কিছু ছবি। তালিকায় রয়েছে আনন্দ এল রয়ের ‘গুড লাক জেরি’, ‘দোস্তানা ২’। এ ছাড়া তাঁর আসন্ন ছবি ‘মিলি’র শুটিং শেষ করেছেন সদ্য। এই ছবিতে প্রথম তিনি বাবা বনি কাপুরকে প্রযোজনায় সহযোগিতা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত