২০৭০ সালের প্রেক্ষাপটে বিকাশ বহেল নির্মাণ করেছেন ‘গণপথ’। অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এ সিনেমায় উঠে আসবে ভবিষ্যৎ দুনিয়ার ধনী-গরিবের লড়াইয়ের গল্প। এতে গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন কৃতি শ্যানন। এ সিনেমা দিয়ে ৯ বছর পর ফিরছে টাইগার-কৃতি জুটি।
সম্প্রতি প্রকাশ পাওয়া গণপথের ট্রেলারের শুরুতেই উঠে এল এমন এক জগৎ, যেখানে রয়েছে দুঃখ, যন্ত্রণা, ভ্রষ্টাচার আর হতাশা। তাঁদের মসিহর জন্ম হলেই বদলে যাবে ভাগ্য, ভেঙে যাবে ধনী-গরিবের ভেদাভেদ। এরপর দেখা গেল একের পর এক শত্রুদের নিধনে মগ্ন টাইগার। দুর্ধর্ষ অ্যাকশনে মোড়া ২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে ছিল কৃতি শ্যাননের উজ্জ্বল উপস্থিতি। নানচাকু এক্সপার্ট কৃতির প্রেমে পাগল গুড্ডুর জীবনে আচমকাই ঘটবে দুর্ঘটনা। গুন্ডাদের হাতে মার খেয়ে সর্বস্ব হারিয়ে প্রতিশোধের লড়াইয়ে নামবে সে। চমক হিসেবে দেখা গেছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। পাগড়ি দিয়ে এক চোখ ঢাকা তাঁর। আঁচ করা গেল, টাইগারের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
ট্রেলার প্রকাশের পর থেকে নতুন চিন্তার এই সিনেমার প্রশংসার পাশাপাশি হচ্ছে সমালোচনা। অনেকে অ্যাকশন ও সায়েন্সের মিশ্রণের প্রশংসা করলেও কেউ কেউ ভিএফএক্স নিয়ে প্রশ্ন তুলেছেন। বক্স অফিসে সিনেমাটি ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছেন অনেকে।
দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পাচ্ছে গণপথ। পূজা এন্টারটেইনমেন্ট এবং গুড কোম্পানির যৌথ প্রযোজনায় তৈরি এ সিনেমাকে লড়তে হবে কঙ্গনার ‘তেজাস’ ও যশ-দিব্যার ‘ইয়ারিয়া ২’ সিনেমার সঙ্গে।
২০৭০ সালের প্রেক্ষাপটে বিকাশ বহেল নির্মাণ করেছেন ‘গণপথ’। অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এ সিনেমায় উঠে আসবে ভবিষ্যৎ দুনিয়ার ধনী-গরিবের লড়াইয়ের গল্প। এতে গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন কৃতি শ্যানন। এ সিনেমা দিয়ে ৯ বছর পর ফিরছে টাইগার-কৃতি জুটি।
সম্প্রতি প্রকাশ পাওয়া গণপথের ট্রেলারের শুরুতেই উঠে এল এমন এক জগৎ, যেখানে রয়েছে দুঃখ, যন্ত্রণা, ভ্রষ্টাচার আর হতাশা। তাঁদের মসিহর জন্ম হলেই বদলে যাবে ভাগ্য, ভেঙে যাবে ধনী-গরিবের ভেদাভেদ। এরপর দেখা গেল একের পর এক শত্রুদের নিধনে মগ্ন টাইগার। দুর্ধর্ষ অ্যাকশনে মোড়া ২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে ছিল কৃতি শ্যাননের উজ্জ্বল উপস্থিতি। নানচাকু এক্সপার্ট কৃতির প্রেমে পাগল গুড্ডুর জীবনে আচমকাই ঘটবে দুর্ঘটনা। গুন্ডাদের হাতে মার খেয়ে সর্বস্ব হারিয়ে প্রতিশোধের লড়াইয়ে নামবে সে। চমক হিসেবে দেখা গেছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। পাগড়ি দিয়ে এক চোখ ঢাকা তাঁর। আঁচ করা গেল, টাইগারের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
ট্রেলার প্রকাশের পর থেকে নতুন চিন্তার এই সিনেমার প্রশংসার পাশাপাশি হচ্ছে সমালোচনা। অনেকে অ্যাকশন ও সায়েন্সের মিশ্রণের প্রশংসা করলেও কেউ কেউ ভিএফএক্স নিয়ে প্রশ্ন তুলেছেন। বক্স অফিসে সিনেমাটি ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছেন অনেকে।
দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পাচ্ছে গণপথ। পূজা এন্টারটেইনমেন্ট এবং গুড কোম্পানির যৌথ প্রযোজনায় তৈরি এ সিনেমাকে লড়তে হবে কঙ্গনার ‘তেজাস’ ও যশ-দিব্যার ‘ইয়ারিয়া ২’ সিনেমার সঙ্গে।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
২ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগে