‘শোলে’ খ্যাত জনপ্রিয় কমেডিয়ান বীরবল খোসলা মারা গেছেন। গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। আজ বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৮ সালের ২৮ অক্টোবর ব্রিটিশ ভারতের পঞ্জাবের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন বীরবল খোসলা। ‘শোলে’ (১৯৭৫) ও ‘মেরা নাম জোকার’ (১৯৭০) সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন।
ক্যারিয়ারের শুরুর দিকে বীরবল খোসলাকে তাঁর বাবা পারিবারিক ব্যবসা ‘খোসলা প্রিন্টিং প্রেস’-এর দায়িত্বে নিযুক্ত করেছিলেন। তবে তাঁর বাবা বুঝতে পারেন যে ছেলে ডেস্কে বসে সময় কাটানোর পাত্র নন, আর তখনই তাঁকে অর্ডার নেওয়া এবং বিতরণের দায়িত্বে নিযুক্ত করা হয়।
বীরবল খোসলা ১৯৬৬ সালে ‘দো বন্ধন’ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন। ১৯৬৭ সালে ‘উপকার’ সিনেমায় অভিনয় করে নির্মাতাদের নজর কাড়েন। এরপর ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’, ‘অনুরোধ’, ‘আনজাম’, ‘ফির কাভি’, ‘সদমা’, ‘দিল’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
হিন্দি ছাড়াও পাঞ্জাবি, ভোজপুরি ও মারাঠি ভাষায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বীরবল খোসলা। নিজের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অমিতাভ বচ্চন, জীতেন্দ্র, মুমতাজ, হেমা মালিনী, মনোজ কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্নাসহ শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন বীরবল খোসলা।
‘শোলে’ খ্যাত জনপ্রিয় কমেডিয়ান বীরবল খোসলা মারা গেছেন। গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। আজ বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৮ সালের ২৮ অক্টোবর ব্রিটিশ ভারতের পঞ্জাবের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন বীরবল খোসলা। ‘শোলে’ (১৯৭৫) ও ‘মেরা নাম জোকার’ (১৯৭০) সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন।
ক্যারিয়ারের শুরুর দিকে বীরবল খোসলাকে তাঁর বাবা পারিবারিক ব্যবসা ‘খোসলা প্রিন্টিং প্রেস’-এর দায়িত্বে নিযুক্ত করেছিলেন। তবে তাঁর বাবা বুঝতে পারেন যে ছেলে ডেস্কে বসে সময় কাটানোর পাত্র নন, আর তখনই তাঁকে অর্ডার নেওয়া এবং বিতরণের দায়িত্বে নিযুক্ত করা হয়।
বীরবল খোসলা ১৯৬৬ সালে ‘দো বন্ধন’ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন। ১৯৬৭ সালে ‘উপকার’ সিনেমায় অভিনয় করে নির্মাতাদের নজর কাড়েন। এরপর ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’, ‘অনুরোধ’, ‘আনজাম’, ‘ফির কাভি’, ‘সদমা’, ‘দিল’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
হিন্দি ছাড়াও পাঞ্জাবি, ভোজপুরি ও মারাঠি ভাষায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বীরবল খোসলা। নিজের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অমিতাভ বচ্চন, জীতেন্দ্র, মুমতাজ, হেমা মালিনী, মনোজ কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্নাসহ শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন বীরবল খোসলা।
তিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
৯ ঘণ্টা আগে২০১২ সালে অপূর্ব ও পড়শীর সঙ্গে ‘রিদম’ নামের নাটকে অভিনয় করেছিলেন প্রত্যয়। এরপর বিজ্ঞাপন ও গানের মডেল হলেও কোনো নাটকে দেখা যায়নি তাঁকে।
১০ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জনপদ চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ব্রিটিশ আমলে তৈরি প্রায় শত বছরের প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।
১৫ ঘণ্টা আগেসোমবার দুপুরে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে পরিণীতি ও রাঘব জানিয়েছেন, শিগগিরই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। এই ঘোষণার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু মা-বাবা।
১৫ ঘণ্টা আগে