Ajker Patrika

মহালয়ার ভোরে হঠাৎ কলকাতায় বিদ্যা বালান

মহালয়ার ভোরে হঠাৎ কলকাতায় বিদ্যা বালান

যে শহর থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি, সেই কলকাতায় সুযোগ পেলেই চলে আসেন বিদ্যা বালান। আজ শনিবার মহালয়ার সকালে কলকাতার কালীঘাট মন্দিরে দেখা গেছে তাঁকে। পরিবারের সঙ্গে সেখানে পুজো দিলেন এই বলিউড অভিনেত্রী।

কলকাতার সঙ্গে বিদ্যা বালানের সম্পর্ক বহুদিনের। তাঁর সিনেমার প্রচারও শুরু হয় এ শহর থেকেই। পুজোর আগেই সেই বিদ্যা কলকাতায় এলেন।

মহালয়ার দিন অমাবস্যা হওয়ার কারণে কালীঘাট মন্দিরে এমনিতেই দর্শনার্থীরা ভিড় ছিল। শনিবার ভোরেই পুজো দিতে কালীঘাট মন্দিরে যান অভিনেত্রী। আর অভিনেত্রীকে পেয়ে আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে যায় সবার।

পুজো দিতে কালীঘাট মন্দিরে বিদ্যা বালানবাঙালি সাজে এদিন মন্দিরে হাজির হন বিদ্যা। পরনে ছিল লাল রঙের শাড়ি, চুল তুলে খোঁপা করে হাতে পুজোর ডালা নিয়ে দেখা যায় তাঁকে। খালি পায়ে মন্দিরের সামনের গেট দিয়েই বাকিদের মতো প্রবেশ করেন তিনি।

চার বছর পর বড় পর্দা থেকে বিরতির পর বিদ্যাকে সব শেষ দেখা গেছে ‘নিয়ত’ সিনেমায়। বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পায় সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত