Ajker Patrika

নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় বিগ বস

নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় বিগ বস

বলিউড অভিনেত্রী শমিতা শেঠি বিগ বস মাতিয়ে তুলেছেন। শিল্পা শেঠির বোন শমিতা। তবে বড় বোনের মতো এত পরিচিতি মেলেনি। এই বছর বিগ বসের ঘরে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় চলে এসেছেন। রোজই এমনসব কীর্তি করছেন শমিতা, যা দেখে দর্শকরা একেবারে হতবাক। কখনও বিগ বসের ঘরের প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছেন শমিতা, তো কখনও রাকেশের সঙ্গে সবার থেকে আড়ালে গিয়ে আড্ডা দিচ্ছেন। সব মিলিয়ে শমিতা বিগ বস জমিয়ে তুলেছেন।

বোন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্ন ছবি তৈরির মামলায় জড়িয়ে পড়ার পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন শমিতা। এমনকি, রাজের কাণ্ডে নাম জড়িয়ে যায় শমিতারও। বিগ বস কর্তৃপক্ষ শমিতার এই শিরোনামে আসা কাজে লাগিয়েছেন। সব বিতর্ককে পাশে রেখে বিগ বসের নয়নের মণি এখন সেই শমিতা শেঠি।

রাকেশ বাপাটের সঙ্গে শমিতা শেঠিতবে ভারতীয় গণমাধ্যম বলছে, বিগ বসের ঘরে নাকি আজকাল প্রেম খুঁজছেন শমিতা। অন্তত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই রটেছে। অনেকে বলছেন, ‘মহব্বতে’ ছবির নায়িকা নাকি এতদিনে রাকেশের মধ্যেই প্রেম খুঁজে পেয়েছেন। তাই তো বিগ বসে ঢোকার পর থেকেই রাকেশের প্রতি প্রেম দেখাচ্ছেন। আর তাই তো কখনও বিছানায়, কখনও সোফায়, কখনও বিগ বসের বাগানে শমিতা-রাকেশের চুপি চুপি প্রেম, এখন বিগবসের টিআরপি বাড়িয়ে তুলছে। দর্শক এসব বুঝলেও, বিগ বসের কাছে কিন্তু রাকেশ-শমিতা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। আর বিগ বসের ঘরের লোক কিছু বললেই, কেঁদে ভাসাচ্ছেন শমিতা শেঠি!

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে শমিতা শেঠি ও রাকেশ বাপাটের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একই কম্বলের তলায় শুয়ে আছেন শমিতা ও রাকেশ। কম্বলের তলায় শুয়েই হাসি ঠাট্টা করছেন রাকেশ ও শমিতা। শুধু তাই নয়, রাকেশের পাশ থেকে শমিতা উঠতে গেলে, রাকেশ সোজা শমিতার হাত ধরে টেনে ফের বিছানায় ডাকছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত