বলিউড অভিনেত্রী শমিতা শেঠি বিগ বস মাতিয়ে তুলেছেন। শিল্পা শেঠির বোন শমিতা। তবে বড় বোনের মতো এত পরিচিতি মেলেনি। এই বছর বিগ বসের ঘরে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় চলে এসেছেন। রোজই এমনসব কীর্তি করছেন শমিতা, যা দেখে দর্শকরা একেবারে হতবাক। কখনও বিগ বসের ঘরের প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছেন শমিতা, তো কখনও রাকেশের সঙ্গে সবার থেকে আড়ালে গিয়ে আড্ডা দিচ্ছেন। সব মিলিয়ে শমিতা বিগ বস জমিয়ে তুলেছেন।
বোন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্ন ছবি তৈরির মামলায় জড়িয়ে পড়ার পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন শমিতা। এমনকি, রাজের কাণ্ডে নাম জড়িয়ে যায় শমিতারও। বিগ বস কর্তৃপক্ষ শমিতার এই শিরোনামে আসা কাজে লাগিয়েছেন। সব বিতর্ককে পাশে রেখে বিগ বসের নয়নের মণি এখন সেই শমিতা শেঠি।
তবে ভারতীয় গণমাধ্যম বলছে, বিগ বসের ঘরে নাকি আজকাল প্রেম খুঁজছেন শমিতা। অন্তত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই রটেছে। অনেকে বলছেন, ‘মহব্বতে’ ছবির নায়িকা নাকি এতদিনে রাকেশের মধ্যেই প্রেম খুঁজে পেয়েছেন। তাই তো বিগ বসে ঢোকার পর থেকেই রাকেশের প্রতি প্রেম দেখাচ্ছেন। আর তাই তো কখনও বিছানায়, কখনও সোফায়, কখনও বিগ বসের বাগানে শমিতা-রাকেশের চুপি চুপি প্রেম, এখন বিগবসের টিআরপি বাড়িয়ে তুলছে। দর্শক এসব বুঝলেও, বিগ বসের কাছে কিন্তু রাকেশ-শমিতা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। আর বিগ বসের ঘরের লোক কিছু বললেই, কেঁদে ভাসাচ্ছেন শমিতা শেঠি!
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে শমিতা শেঠি ও রাকেশ বাপাটের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একই কম্বলের তলায় শুয়ে আছেন শমিতা ও রাকেশ। কম্বলের তলায় শুয়েই হাসি ঠাট্টা করছেন রাকেশ ও শমিতা। শুধু তাই নয়, রাকেশের পাশ থেকে শমিতা উঠতে গেলে, রাকেশ সোজা শমিতার হাত ধরে টেনে ফের বিছানায় ডাকছেন।
বলিউড অভিনেত্রী শমিতা শেঠি বিগ বস মাতিয়ে তুলেছেন। শিল্পা শেঠির বোন শমিতা। তবে বড় বোনের মতো এত পরিচিতি মেলেনি। এই বছর বিগ বসের ঘরে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় চলে এসেছেন। রোজই এমনসব কীর্তি করছেন শমিতা, যা দেখে দর্শকরা একেবারে হতবাক। কখনও বিগ বসের ঘরের প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছেন শমিতা, তো কখনও রাকেশের সঙ্গে সবার থেকে আড়ালে গিয়ে আড্ডা দিচ্ছেন। সব মিলিয়ে শমিতা বিগ বস জমিয়ে তুলেছেন।
বোন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্ন ছবি তৈরির মামলায় জড়িয়ে পড়ার পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন শমিতা। এমনকি, রাজের কাণ্ডে নাম জড়িয়ে যায় শমিতারও। বিগ বস কর্তৃপক্ষ শমিতার এই শিরোনামে আসা কাজে লাগিয়েছেন। সব বিতর্ককে পাশে রেখে বিগ বসের নয়নের মণি এখন সেই শমিতা শেঠি।
তবে ভারতীয় গণমাধ্যম বলছে, বিগ বসের ঘরে নাকি আজকাল প্রেম খুঁজছেন শমিতা। অন্তত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই রটেছে। অনেকে বলছেন, ‘মহব্বতে’ ছবির নায়িকা নাকি এতদিনে রাকেশের মধ্যেই প্রেম খুঁজে পেয়েছেন। তাই তো বিগ বসে ঢোকার পর থেকেই রাকেশের প্রতি প্রেম দেখাচ্ছেন। আর তাই তো কখনও বিছানায়, কখনও সোফায়, কখনও বিগ বসের বাগানে শমিতা-রাকেশের চুপি চুপি প্রেম, এখন বিগবসের টিআরপি বাড়িয়ে তুলছে। দর্শক এসব বুঝলেও, বিগ বসের কাছে কিন্তু রাকেশ-শমিতা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। আর বিগ বসের ঘরের লোক কিছু বললেই, কেঁদে ভাসাচ্ছেন শমিতা শেঠি!
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে শমিতা শেঠি ও রাকেশ বাপাটের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একই কম্বলের তলায় শুয়ে আছেন শমিতা ও রাকেশ। কম্বলের তলায় শুয়েই হাসি ঠাট্টা করছেন রাকেশ ও শমিতা। শুধু তাই নয়, রাকেশের পাশ থেকে শমিতা উঠতে গেলে, রাকেশ সোজা শমিতার হাত ধরে টেনে ফের বিছানায় ডাকছেন।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে