বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কাহো না প্যায়ার হ্যায়’। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী আমিশা প্যাটেলের। আর হৃতিক রোশনও প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এতে। অনেকেই হয়তো জানেন না, সিনেমাটি শুরু করেছিলেন কারিনা কাপুর। কিন্তু এর পরে এটি আমিশার কাছে চলে আসে। এত দিন কারিনার ছেড়ে আসার কথা শোনা গেলেও আমিশা এবার জানিয়েছেন ভিন্ন কথা।
আমিশা প্যাটেলের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আমিশার কথায়, সিনেমাটির পরিচালক রাকেশ রোশন কারিনা কাপুরকে শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন।
আমিশা বলেন, ‘কারিনা মোটেও কাহো না প্যায়ার হ্যায় ছেড়ে দেননি। আমি রাকেশজির কাছ থেকে শুনেছি তাঁরা কারিনাকে শুটিং সেট ছেড়ে চলে যেতে বলেছিলেন, কারণ দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। পিঙ্কি আন্টি (হৃতিকের মা, রাকেশ রোশনের স্ত্রী) আমাকে বলেছিলেন তাঁরা দুশ্চিন্তায় একপ্রকার নাওয়া-খাওয়া ভুলেছিলেন। কারণ শুটিং সেটে তখন কোটি কোটি রুপি ঢালা হয়ে গেছে।’
আমিশা আরও বলেন, ‘সোনিয়াকে খুঁজে বের করতে তাদের হাতে তখন ৩ দিন সময় ছিল। এরপর এক বিয়েবাড়িতে রাকেশজি আমাকে দেখেন। শুনেছি সারা রাত উত্তেজনায় তিনি ঘুমোতে পারেননি। আমি যদিও ছবি সাইন করার সময় পেছনের এই গল্পগুলো জানতাম না।’
এর আগে এক সাক্ষাৎকারে রাকেশ রোশনও জানিয়েছিলেন, কাহো না প্যায়ার হ্যায় থেকে কারিনাকে বাদ দেওয়ার কারণ ওর মা ববিতা। সব ব্যাপারে নাক গলাতেন তিনি।
কয়েক বছর আগে ফিল্ম ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা আবার বলেছিলেন, তিনি কাহো না প্যায়ার হ্যায় থেকে বেরিয়ে যাওয়াতে খুব খুশি হয়েছিলেন।
বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কাহো না প্যায়ার হ্যায়’। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী আমিশা প্যাটেলের। আর হৃতিক রোশনও প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এতে। অনেকেই হয়তো জানেন না, সিনেমাটি শুরু করেছিলেন কারিনা কাপুর। কিন্তু এর পরে এটি আমিশার কাছে চলে আসে। এত দিন কারিনার ছেড়ে আসার কথা শোনা গেলেও আমিশা এবার জানিয়েছেন ভিন্ন কথা।
আমিশা প্যাটেলের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আমিশার কথায়, সিনেমাটির পরিচালক রাকেশ রোশন কারিনা কাপুরকে শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন।
আমিশা বলেন, ‘কারিনা মোটেও কাহো না প্যায়ার হ্যায় ছেড়ে দেননি। আমি রাকেশজির কাছ থেকে শুনেছি তাঁরা কারিনাকে শুটিং সেট ছেড়ে চলে যেতে বলেছিলেন, কারণ দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। পিঙ্কি আন্টি (হৃতিকের মা, রাকেশ রোশনের স্ত্রী) আমাকে বলেছিলেন তাঁরা দুশ্চিন্তায় একপ্রকার নাওয়া-খাওয়া ভুলেছিলেন। কারণ শুটিং সেটে তখন কোটি কোটি রুপি ঢালা হয়ে গেছে।’
আমিশা আরও বলেন, ‘সোনিয়াকে খুঁজে বের করতে তাদের হাতে তখন ৩ দিন সময় ছিল। এরপর এক বিয়েবাড়িতে রাকেশজি আমাকে দেখেন। শুনেছি সারা রাত উত্তেজনায় তিনি ঘুমোতে পারেননি। আমি যদিও ছবি সাইন করার সময় পেছনের এই গল্পগুলো জানতাম না।’
এর আগে এক সাক্ষাৎকারে রাকেশ রোশনও জানিয়েছিলেন, কাহো না প্যায়ার হ্যায় থেকে কারিনাকে বাদ দেওয়ার কারণ ওর মা ববিতা। সব ব্যাপারে নাক গলাতেন তিনি।
কয়েক বছর আগে ফিল্ম ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা আবার বলেছিলেন, তিনি কাহো না প্যায়ার হ্যায় থেকে বেরিয়ে যাওয়াতে খুব খুশি হয়েছিলেন।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে