একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি দিয়েও সিনেমা হলে দর্শক টানতে পারেনি বলিউডের ‘শেহজাদা’। মুক্তির প্রথম দিন গতকাল শুক্রবারের চিত্র এটি। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে গতকাল হলে আসে ছবিটি। মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ছবিটির আয় ৭ কোটি রুপি।
সিনেমাটির প্রচারে সব করেছেন নায় কার্তিক আরিয়ান। ছবির পুরো টিম নিয়ে ঘুরেছেন ভারতের এমাথা-ওমাথা। এর পরও ভালো শুরু করতে না পারায় খানিকটা হতাশ ‘টিম শেহজাদা’। বিশ্লেষকদের ধারণা, শাহরুখের ‘পাঠান’ঝড়ে মুখ থুবড়ে পড়েছে কার্তিকের শেহজাদা। এরপর গতকালই দিনটিকে ‘পাঠান’ দিবস ঘোষণা দিয়ে সিনেমা হলের টিকিটের দামও কমিয়ে দেয় ‘পাঠান’-এর প্রযোজনা প্রতিষ্ঠান। শাহরুখের এই ছবির কারণেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল ‘শেহজাদা’র। তখন নির্মাতারা ভেবেছিলেন, এক সপ্তাহ পেছালে সিনেমাটি সুবিধা করতে পারবে হয়তো।
তবে আশার কথা হচ্ছে, বলিউড বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, শুরুটা ভালো না হলেও সপ্তাহের শেষে সুখবর পেতে পারে ‘শেহজাদা’।
সাম্প্রতিক সময়ে বলিউড বক্স অফিসে অন্যতম ভরসার নাম কার্তিক আরিয়ান। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভুলভুলাইয়া-টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলুগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও পূজা হেগড়ে।
একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি দিয়েও সিনেমা হলে দর্শক টানতে পারেনি বলিউডের ‘শেহজাদা’। মুক্তির প্রথম দিন গতকাল শুক্রবারের চিত্র এটি। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে গতকাল হলে আসে ছবিটি। মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ছবিটির আয় ৭ কোটি রুপি।
সিনেমাটির প্রচারে সব করেছেন নায় কার্তিক আরিয়ান। ছবির পুরো টিম নিয়ে ঘুরেছেন ভারতের এমাথা-ওমাথা। এর পরও ভালো শুরু করতে না পারায় খানিকটা হতাশ ‘টিম শেহজাদা’। বিশ্লেষকদের ধারণা, শাহরুখের ‘পাঠান’ঝড়ে মুখ থুবড়ে পড়েছে কার্তিকের শেহজাদা। এরপর গতকালই দিনটিকে ‘পাঠান’ দিবস ঘোষণা দিয়ে সিনেমা হলের টিকিটের দামও কমিয়ে দেয় ‘পাঠান’-এর প্রযোজনা প্রতিষ্ঠান। শাহরুখের এই ছবির কারণেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল ‘শেহজাদা’র। তখন নির্মাতারা ভেবেছিলেন, এক সপ্তাহ পেছালে সিনেমাটি সুবিধা করতে পারবে হয়তো।
তবে আশার কথা হচ্ছে, বলিউড বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, শুরুটা ভালো না হলেও সপ্তাহের শেষে সুখবর পেতে পারে ‘শেহজাদা’।
সাম্প্রতিক সময়ে বলিউড বক্স অফিসে অন্যতম ভরসার নাম কার্তিক আরিয়ান। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভুলভুলাইয়া-টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলুগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও পূজা হেগড়ে।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
২ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৩ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৫ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৬ ঘণ্টা আগে