একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি দিয়েও সিনেমা হলে দর্শক টানতে পারেনি বলিউডের ‘শেহজাদা’। মুক্তির প্রথম দিন গতকাল শুক্রবারের চিত্র এটি। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে গতকাল হলে আসে ছবিটি। মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ছবিটির আয় ৭ কোটি রুপি।
সিনেমাটির প্রচারে সব করেছেন নায় কার্তিক আরিয়ান। ছবির পুরো টিম নিয়ে ঘুরেছেন ভারতের এমাথা-ওমাথা। এর পরও ভালো শুরু করতে না পারায় খানিকটা হতাশ ‘টিম শেহজাদা’। বিশ্লেষকদের ধারণা, শাহরুখের ‘পাঠান’ঝড়ে মুখ থুবড়ে পড়েছে কার্তিকের শেহজাদা। এরপর গতকালই দিনটিকে ‘পাঠান’ দিবস ঘোষণা দিয়ে সিনেমা হলের টিকিটের দামও কমিয়ে দেয় ‘পাঠান’-এর প্রযোজনা প্রতিষ্ঠান। শাহরুখের এই ছবির কারণেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল ‘শেহজাদা’র। তখন নির্মাতারা ভেবেছিলেন, এক সপ্তাহ পেছালে সিনেমাটি সুবিধা করতে পারবে হয়তো।
তবে আশার কথা হচ্ছে, বলিউড বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, শুরুটা ভালো না হলেও সপ্তাহের শেষে সুখবর পেতে পারে ‘শেহজাদা’।
সাম্প্রতিক সময়ে বলিউড বক্স অফিসে অন্যতম ভরসার নাম কার্তিক আরিয়ান। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভুলভুলাইয়া-টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলুগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও পূজা হেগড়ে।
একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি দিয়েও সিনেমা হলে দর্শক টানতে পারেনি বলিউডের ‘শেহজাদা’। মুক্তির প্রথম দিন গতকাল শুক্রবারের চিত্র এটি। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে গতকাল হলে আসে ছবিটি। মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ছবিটির আয় ৭ কোটি রুপি।
সিনেমাটির প্রচারে সব করেছেন নায় কার্তিক আরিয়ান। ছবির পুরো টিম নিয়ে ঘুরেছেন ভারতের এমাথা-ওমাথা। এর পরও ভালো শুরু করতে না পারায় খানিকটা হতাশ ‘টিম শেহজাদা’। বিশ্লেষকদের ধারণা, শাহরুখের ‘পাঠান’ঝড়ে মুখ থুবড়ে পড়েছে কার্তিকের শেহজাদা। এরপর গতকালই দিনটিকে ‘পাঠান’ দিবস ঘোষণা দিয়ে সিনেমা হলের টিকিটের দামও কমিয়ে দেয় ‘পাঠান’-এর প্রযোজনা প্রতিষ্ঠান। শাহরুখের এই ছবির কারণেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল ‘শেহজাদা’র। তখন নির্মাতারা ভেবেছিলেন, এক সপ্তাহ পেছালে সিনেমাটি সুবিধা করতে পারবে হয়তো।
তবে আশার কথা হচ্ছে, বলিউড বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, শুরুটা ভালো না হলেও সপ্তাহের শেষে সুখবর পেতে পারে ‘শেহজাদা’।
সাম্প্রতিক সময়ে বলিউড বক্স অফিসে অন্যতম ভরসার নাম কার্তিক আরিয়ান। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভুলভুলাইয়া-টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলুগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও পূজা হেগড়ে।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১৩ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১৪ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১৪ ঘণ্টা আগে