Ajker Patrika

বিবাহবিচ্ছেদ নিশ্চয়ই খুব কষ্টকর, অভিষেকের সামনেই বলেছিলেন ঐশ্বরিয়া

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৬: ৪৪
ফাইল ছবি
ফাইল ছবি

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছেন। যেখানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে মন্তব্য করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ঐশ্বরিয়া-অভিষেক। এর দুই বছর পর ২০০৯ সালে আমেরিকায় অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত হন এই দম্পতি। এই অনুষ্ঠানে তাঁদের বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়। এমন জাঁকজমকপূর্ণ বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন সঞ্চালিকা।

অভিষেক সঞ্চালিকাকে ভারতীয়দের বিয়ে নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলেন। ভারতীয়দের বিয়ের তোড়জোড় চলে দীর্ঘদিন ধরে। টানা ১০ দিন সকাল ও বিকেল নানা রকমের রীতি ঘিরে রাখে নবদম্পতিকে।

অভিষেকের বিবরণ শুনে পাল্টা প্রশ্ন করেছিলেন সঞ্চালিকা। তিনি বলেছিলেন, ‘এত জাঁকজমক করে বিয়ে করার পরে বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতিদের জন্য খুব কঠিন হয়ে ওঠে?’ এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঐশ্বরিয়া।

উত্তরে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘আমরা এই ধরনের ভাবনা মাথায় আসতেই দিই না।’ এই অভিনেত্রী এ-ও বলেন, বিয়ে মানেই পরস্পরের প্রতি সারা জীবনের প্রতিশ্রুতিবদ্ধতা। পরিবারের সঙ্গে থাকার মধ্যেই রয়েছে আনন্দ।

অনুষ্ঠানেই অভিনেত্রী এ-ও জানিয়েছিলেন, অমিতাভ বরাবর তাঁর মা-বাবাের সঙ্গেই থেকেছেন। তাই সেই ধারা তিনিও বহন করছেন। বর্তমানে এই দম্পতির সম্পর্কের টানাপোড়েনে এ মন্তব্য প্রাসঙ্গিক।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই ঐশ্বরিয়া-অভিষেক বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। একে একে দুই মিলাতে থাকেন নেটিজেনরা। তবে কী দীর্ঘদিনের দাম্পত্য জীবন ইতি টানছেন তাঁরা—এমন প্রশ্ন ঘুরতে থাকে। যদিও এ নিয়ে মুখ কুলুপ এঁটে আছেন এই দম্পতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত