Ajker Patrika

বিমানবাহিনীর অফিসারের চরিত্রে কঙ্গনা, ‘তেজস’-এর টিজার প্রকাশ্যে

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৬: ১০
বিমানবাহিনীর অফিসারের চরিত্রে কঙ্গনা, ‘তেজস’-এর টিজার প্রকাশ্যে

এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সিনেমা ‘তেজস’। আজ প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার। টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পরিচালক সর্বেশ মেওয়ারা। যেখানে কঙ্গনাকে বিমানবাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা যাবে।

টিজার প্রকাশ্যে আসার সঙ্গে ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির তারিখও। টাইগার শ্রফের ‘গণপথ’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে তেজস মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে ১ সপ্তাহ। আগামী ২৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

টিজার প্রকাশের আগে কঙ্গনা সিনেমাটির একটি নতুন পোস্টারও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘যখনই দেশের কথা আসবে, তখনই সব সীমা অতিক্রম করে যাবে।’ পোস্টারে ভারতীয় বিমানবাহিনীর ইউনিফর্মেই দেখা মেলে কঙ্গনার।

 ৩ বছর ধরে মুক্তির তালিকায় ছিল ‘তেজস’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে।

‘তেজস’ সিনেমার পোস্টার।সেই সময়, সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কঙ্গনা জানিয়েছিলেন, ‘তেজস তৈরি হচ্ছে দুর্দান্ত গল্প নিয়ে, যেখানে আমার সুযোগ হয়েছে বিমানবাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করার। আমি এমন একটি চলচ্চিত্রের অংশ হতে পেরে সম্মানিত। এই সিনেমা এই সমস্ত সাহসী পুরুষ ও নারীদের কথা বলে, যাঁরা প্রতিদিন এই ইউনিফর্মের কর্তব্যের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে চলেছেন।’

‘গণপত’ সিনেমার সঙ্গে সংঘর্ষ এড়াতেই ছবির মুক্তি ২০ অক্টোবর করা হয়েছে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা। বিকাশ বহেল পরিচালিত গণপতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ, কৃতি শ্যানন এবং অমিতাভ বচ্চন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত