আবার ফিরছে মুন্না ভাই। হাসি-তামাশার আড়ালে সমাজের অসংগতি নিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সেই চরিত্রকে আবার দেখা যাবে পর্দায়। ‘মুন্না ভাই এমবিবিএস’ ও ‘লাগে রাহো মুন্না ভাই’-এর পর আসবে সিনেমার তৃতীয় পর্ব। সম্প্রতি এক অনুষ্ঠানে জানালেন নির্মাতা রাজকুমার হিরানি।
মুন্না ভাই তাঁর প্রথম নির্মাণ, এটি দিয়েই নির্মাতা হিসেবে সাফল্য পান হিরানি। তিনি জানিয়েছেন, অনেক দিন ধরেই মুন্না ভাইয়ের পরের পর্ব নিয়ে ভাবছেন। এমনকি ‘মুন্না ভাই এলএলবি’, ‘মুন্না ভাই চাল বাছে’, ‘মুন্না ভাই চলে আমেরিকা’ ইত্যাদি নামে পাঁচটি চিত্রনাট্যও লিখে ফেলেছেন। তবে কোনোটাই জুতসই মনে হয়নি।
রাজকুমার হিরানি বলেন, ‘মুন্না ভাইয়ের পরবর্তী পর্ব আগের দুটোর চেয়েও ভালো হতে হবে। এটাই সবচেয়ে চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু তেমন গল্প পাওয়া যাচ্ছিল না। তবে এখন দারুণ একটি আইডিয়া পেয়েছি। সিনেমার এক শ বছর হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে সবই বলা হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি নতুন আইডিয়া নিয়ে কাজ করছি।’
শুধু হিরানি নয়, সঞ্জয় দত্তের ক্যারিয়ারেও মুন্না ভাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে আছে। এ চরিত্রই নতুন জীবন দেয় তাঁর অভিনয় ক্যারিয়ারে। হিরানি জানিয়েছেন, মুন্না ভাই হিসেবে অন্য কাউকে ভাবছেন না তিনি। সঞ্জয়ই ফিরবেন মুন্না ভাই হয়ে।
অবশ্য অন্য কাউকে ভাবার সুযোগও নেই। কারণ, এ সিনেমার পর্ব তৈরি করতে অনেক দিন ধরেই হিরানিকে বলছেন সঞ্জয়। খানিকটা মজা করেই হিরানি বললেন, ‘কখন যে সাঞ্জু আমার বাসায় এসে থ্রেট করবে তার ঠিক নেই। সে আরেকবার মুন্না ভাই করতে উদ্গ্রীব হয়ে আছে।’ভারতীয় সিনেমায় মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এর স্টোরি টেলিংয়ের কারণে। ২০০৩ সালে মুক্তি পায় প্রথম পর্ব মুন্না ভাই এমবিবিএস। পিতার ইচ্ছাপূরণ করতে মুম্বাই শহরের এক আন্ডারওয়ার্ল্ড হঠাৎ ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেয়। অসদুপায় অবলম্বন করে ভর্তিও হয় মেডিকেল কলেজে। চিকিৎসাক্ষেত্রের এমন কিছু অসংগতি আবিষ্কার করে সে, যা ভারতীয় সিনেমায় আগে উঠে আসেনি।
প্রথম পর্বের ব্যাপক জনপ্রিয়তার পর ২০০৬ সালে মুক্তি পায় লাগে রাহো মুন্না ভাই। এ পর্বে মহাত্মা গান্ধীর আদর্শের সঙ্গে বর্তমানের বিভিন্ন ইস্যু মিলিয়েছেন নির্মাতা। তৃতীয় পর্বে হিরানি কোন অসংগতি তুলে আনবেন মুন্না ভাই চরিত্রের মাধ্যমে, সেটাই দেখার বিষয়।
আবার ফিরছে মুন্না ভাই। হাসি-তামাশার আড়ালে সমাজের অসংগতি নিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সেই চরিত্রকে আবার দেখা যাবে পর্দায়। ‘মুন্না ভাই এমবিবিএস’ ও ‘লাগে রাহো মুন্না ভাই’-এর পর আসবে সিনেমার তৃতীয় পর্ব। সম্প্রতি এক অনুষ্ঠানে জানালেন নির্মাতা রাজকুমার হিরানি।
মুন্না ভাই তাঁর প্রথম নির্মাণ, এটি দিয়েই নির্মাতা হিসেবে সাফল্য পান হিরানি। তিনি জানিয়েছেন, অনেক দিন ধরেই মুন্না ভাইয়ের পরের পর্ব নিয়ে ভাবছেন। এমনকি ‘মুন্না ভাই এলএলবি’, ‘মুন্না ভাই চাল বাছে’, ‘মুন্না ভাই চলে আমেরিকা’ ইত্যাদি নামে পাঁচটি চিত্রনাট্যও লিখে ফেলেছেন। তবে কোনোটাই জুতসই মনে হয়নি।
রাজকুমার হিরানি বলেন, ‘মুন্না ভাইয়ের পরবর্তী পর্ব আগের দুটোর চেয়েও ভালো হতে হবে। এটাই সবচেয়ে চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু তেমন গল্প পাওয়া যাচ্ছিল না। তবে এখন দারুণ একটি আইডিয়া পেয়েছি। সিনেমার এক শ বছর হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে সবই বলা হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি নতুন আইডিয়া নিয়ে কাজ করছি।’
শুধু হিরানি নয়, সঞ্জয় দত্তের ক্যারিয়ারেও মুন্না ভাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে আছে। এ চরিত্রই নতুন জীবন দেয় তাঁর অভিনয় ক্যারিয়ারে। হিরানি জানিয়েছেন, মুন্না ভাই হিসেবে অন্য কাউকে ভাবছেন না তিনি। সঞ্জয়ই ফিরবেন মুন্না ভাই হয়ে।
অবশ্য অন্য কাউকে ভাবার সুযোগও নেই। কারণ, এ সিনেমার পর্ব তৈরি করতে অনেক দিন ধরেই হিরানিকে বলছেন সঞ্জয়। খানিকটা মজা করেই হিরানি বললেন, ‘কখন যে সাঞ্জু আমার বাসায় এসে থ্রেট করবে তার ঠিক নেই। সে আরেকবার মুন্না ভাই করতে উদ্গ্রীব হয়ে আছে।’ভারতীয় সিনেমায় মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এর স্টোরি টেলিংয়ের কারণে। ২০০৩ সালে মুক্তি পায় প্রথম পর্ব মুন্না ভাই এমবিবিএস। পিতার ইচ্ছাপূরণ করতে মুম্বাই শহরের এক আন্ডারওয়ার্ল্ড হঠাৎ ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেয়। অসদুপায় অবলম্বন করে ভর্তিও হয় মেডিকেল কলেজে। চিকিৎসাক্ষেত্রের এমন কিছু অসংগতি আবিষ্কার করে সে, যা ভারতীয় সিনেমায় আগে উঠে আসেনি।
প্রথম পর্বের ব্যাপক জনপ্রিয়তার পর ২০০৬ সালে মুক্তি পায় লাগে রাহো মুন্না ভাই। এ পর্বে মহাত্মা গান্ধীর আদর্শের সঙ্গে বর্তমানের বিভিন্ন ইস্যু মিলিয়েছেন নির্মাতা। তৃতীয় পর্বে হিরানি কোন অসংগতি তুলে আনবেন মুন্না ভাই চরিত্রের মাধ্যমে, সেটাই দেখার বিষয়।
ভারতের পাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামটির ট্রেডমার্ক পাওয়ার আবেদন করেছিল আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে পরে সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে।
১১ ঘণ্টা আগে১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা
১৫ ঘণ্টা আগেশামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে পানি কম ঘোলা হয়নি একসময়। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরালও হয়েছে তাঁদের সম্পর্কের খবর। তবে প্রেমের কথা কখনো স্বীকার করেননি তাঁরা। জানিয়েছেন, তাঁরা ভালো বন্ধু। গত মঙ্গলবার শামীম হাসান গণমাধ্যমকে জানালেন, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল।
১৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন বেশ পুরোনো। গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের উত্তেজনা গড়িয়েছে যুদ্ধে। গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও দিচ্ছে জবাব। পাকিস্তানে হামলার সমর্থন জানিয়েছেন ভারতের বেশির ভাগ শোবিজ
১৫ ঘণ্টা আগে