বলিউডের সিনেমায় সেভাবে দেখা যায় না অভিনেত্রী উর্বশী রাউটেলাকে। তবে সম্প্রতি তেলেগু সিনেমায় ৬৪ বছর বয়সী নায়কের সঙ্গে নাচের অঙ্গভঙ্গি নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। সেই সমালোচনার পাল্টা জবাব দিলেও এবার নতুন বিতর্কের মুখে এ নায়িকা! কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গোসলখানায় তাঁর পোশাক বদলের ভিডিও। এবার নিজের মুখেই উর্বশী বললেন, ‘ওই ভিডিও নাকি ইচ্ছাকৃত ফাঁস করা হয়েছিল।’
ছড়িয়ে পড়া ওই ভিডিও মূলত একটি সিনেমার দৃশ্য। সে সময় ভিডিও ছড়িয়ে পড়তেই এক সাক্ষাৎকারে উর্বশী অবাক হয়ে বলেছিলেন, কীভাবে ওই দৃশ্য ফাঁস হয়েছে, তা নিয়ে কোনো ধারণাই নেই তাঁর। কয়েক মাস ঘুরতেই গণেশ উল্টে গেল! জানালেন, ওই দৃশ্য ফাঁস হয়ে যাওয়াটা পুরোটাই সাজানো।
কিন্তু কেন এটি করা হয়েছিল, এ প্রসঙ্গে নায়িকা জানালেন অদ্ভুত এক তথ্য। সিনেমার প্রচারণার জন্য এ কাজ করেছিল সিনেমার টিম। জমি বন্ধক রেখে নাকি এ সিনেমা বানিয়েছিলেন নির্মাতারা। তাই সাধারণ এই সিনেমাকে ব্যবসায়সফল করে তুলতে মরিয়া হয়ে উঠেছিলেন তাঁরা।
উর্বশী বলেন, ‘ওদের বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল। জমি-ভিটেও ছাড়ার উপক্রম। রাস্তায় নেমে আসার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই তাঁরা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছিলেন। তার পরই তাঁরা ওই ভিডিও নিয়ে আমার অনুমতি চান। এমন নয় যে দৃশ্যটিতে আমি বিশেষ কিছু করেছিলাম। তবু তারা দৃশ্যটি আগেভাগে লিক করতে চাইছিলেন।’
প্রসঙ্গত, ‘ঘুসপেঠিয়ে’ নামের ওই সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৯ আগস্ট। ছবিতে উর্বশীর সঙ্গে ছিলেন বিনীত কুমার সিং, গোবিন্দ নামদেব এবং অক্ষয় ওবেরয়। কিন্তু যাবতীয় পরিকল্পনা সত্ত্বেও ‘ক্রাইম ড্রামা’ ঘরানার ছবিটি বাজারে তেমন চলেনি।
বলিউডের সিনেমায় সেভাবে দেখা যায় না অভিনেত্রী উর্বশী রাউটেলাকে। তবে সম্প্রতি তেলেগু সিনেমায় ৬৪ বছর বয়সী নায়কের সঙ্গে নাচের অঙ্গভঙ্গি নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। সেই সমালোচনার পাল্টা জবাব দিলেও এবার নতুন বিতর্কের মুখে এ নায়িকা! কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গোসলখানায় তাঁর পোশাক বদলের ভিডিও। এবার নিজের মুখেই উর্বশী বললেন, ‘ওই ভিডিও নাকি ইচ্ছাকৃত ফাঁস করা হয়েছিল।’
ছড়িয়ে পড়া ওই ভিডিও মূলত একটি সিনেমার দৃশ্য। সে সময় ভিডিও ছড়িয়ে পড়তেই এক সাক্ষাৎকারে উর্বশী অবাক হয়ে বলেছিলেন, কীভাবে ওই দৃশ্য ফাঁস হয়েছে, তা নিয়ে কোনো ধারণাই নেই তাঁর। কয়েক মাস ঘুরতেই গণেশ উল্টে গেল! জানালেন, ওই দৃশ্য ফাঁস হয়ে যাওয়াটা পুরোটাই সাজানো।
কিন্তু কেন এটি করা হয়েছিল, এ প্রসঙ্গে নায়িকা জানালেন অদ্ভুত এক তথ্য। সিনেমার প্রচারণার জন্য এ কাজ করেছিল সিনেমার টিম। জমি বন্ধক রেখে নাকি এ সিনেমা বানিয়েছিলেন নির্মাতারা। তাই সাধারণ এই সিনেমাকে ব্যবসায়সফল করে তুলতে মরিয়া হয়ে উঠেছিলেন তাঁরা।
উর্বশী বলেন, ‘ওদের বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল। জমি-ভিটেও ছাড়ার উপক্রম। রাস্তায় নেমে আসার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই তাঁরা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছিলেন। তার পরই তাঁরা ওই ভিডিও নিয়ে আমার অনুমতি চান। এমন নয় যে দৃশ্যটিতে আমি বিশেষ কিছু করেছিলাম। তবু তারা দৃশ্যটি আগেভাগে লিক করতে চাইছিলেন।’
প্রসঙ্গত, ‘ঘুসপেঠিয়ে’ নামের ওই সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৯ আগস্ট। ছবিতে উর্বশীর সঙ্গে ছিলেন বিনীত কুমার সিং, গোবিন্দ নামদেব এবং অক্ষয় ওবেরয়। কিন্তু যাবতীয় পরিকল্পনা সত্ত্বেও ‘ক্রাইম ড্রামা’ ঘরানার ছবিটি বাজারে তেমন চলেনি।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
৭ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৯ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৯ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১৯ ঘণ্টা আগে