Ajker Patrika

বলিউডের শিল্পীরা অভিনয়ই জানে না: নির্মাতা প্রকাশ ঝা

আপডেট : ১৫ মে ২০২২, ১৭: ৪৮
বলিউডের শিল্পীরা অভিনয়ই জানে না: নির্মাতা প্রকাশ ঝা

প্রকাশ ঝা, বলিউডের প্রভাবশালী প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকারদের একজন তিনি। মৃত্যুদণ্ড (১৯৯৭), গঙ্গাজল (২০০৩), অপহরণ (২০০৫), রাজনীতি এবং আরও বেশ কয়েকটি জনপ্রিয় ব্যবসাসফল সিনেমার সঙ্গে তাঁর নাম জড়িয়ে। 

বলিউডের সিনেমা এবং ওটিটি কনটেন্ট নিয়ে সব সময়ই সোজাসাপ্টা কথা বলেন প্রকাশ ঝা। সম্প্রতি দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলিউডের কলাকুশলীদের সম্পর্কে অত্যন্ত চাঁছাছোলা মন্তব্য করেছেন তিনি। ভারতের বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে গিয়ে চরম বিরক্ত হয়েছেন বলে উল্লেখ করেন। 

প্রকাশ ঝা সরাসরিই বলেছেন, বলিউডের শিল্পীরা অভিনয়ই জানে না! 

সম্প্রতি এমএক্স প্লেয়ারের আয়োজনে ‘ফ্রম ফিল্ম টু ওটিটি’ শীর্ষক সেশনের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে প্রকাশ ঝা সিনেমাজগতে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেন। এই জগতে আসার একেবারে শুরুর দিকেই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এখানে অভিনয় জানাটা কত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তিনি বুঝেছেন, সিনেমা বানানোর কর্মশালায় অভিনেতাদের সঙ্গে তাঁদের ভাষায় যোগাযোগ করতে পারাটাও নির্মাতার জন্য অত্যন্ত জরুরি। 

ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের প্রসঙ্গে বলতে গিয়ে প্রকাশ ঝা বলেন, ‘এখানে ভারতে আমি অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে চরম বিরক্ত হয়েছিলাম। তাঁরা জানেন না অভিনয়টা আসলে কী। শুটিংয়ের দিন, সময়, লোকেশন, অ্যাকশন সিকোয়েন্স এবং শুটিং-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে অভিনেতারা আমাকে কখনোই প্রশ্ন করেননি। হলিউড ও বলিউড অভিনেতাদের মধ্যে এটাই পার্থক্য। সেখানে অভিনেতারা নিয়মিত কর্মশালায় উপস্থিত হন এবং তাঁদের অভিনয়দক্ষতা বাড়ানোর জন্য নিরবচ্ছিন্নভাবে অনুশীলন করেন।’ 

প্রকাশ ঝা আরও বলেন, ‘আমি নীরবে যেতাম এবং অভিনয়ের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছিলাম। এভাবেই আমি একজন অভিনেতার ভাষা বুঝতে শিখেছি। আমি ক্লাসে শেক্‌সপিয়ার এবং অন্যান্য নাটকে অভিনয় করেছি। এগুলো আমাকে ব্যাপক আত্মবিশ্বাস দিয়েছে।’ 

এদিকে গত ১২ মে প্রকাশ ঝার ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’-এর টিজার রিলিজ পেয়েছে। এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। সিরিজের প্রথম পর্ব মুক্তির পরই ডানপন্থীদের পক্ষ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। অবশ্য তাতে দমে যাননি। প্রতিবাদ-সমালোচনার পরও প্রথম দুই পর্ব ভালোই চলেছে। এর মধ্যে রিলিজ পেল তৃতীয় পর্বের টিজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত