Ajker Patrika

সেলফির বদলে টাকা চাইছেন সারা

আপডেট : ০৮ মে ২০২২, ১৮: ০৭
সেলফির বদলে টাকা চাইছেন সারা

রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গান গাইছেন, সেলফি তুলতে দিচ্ছেন, অটোগ্রাফও দিচ্ছেন। কিন্তু বিনিময়ে চাইছেন টাকা। সারা আলি খানের এসব কাণ্ড দেখে রীতিমতো চোখ কপালে নেটিজেনদের। অনেকের মনেই প্রশ্ন এ কী অবস্থা নায়িকার! 

নিজের কিউট আচরণের জন্য নেট দুনিয়ায় বরাবরই জনপ্রিয় এই স্টার কিড। তাই বলে রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে টাকা নিতে হবে! হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কমেডি গেম শো ‘খাতরা খাতরা’-তে এসে সারাকে এমনই টাস্ক দেয় ফারাহ খান। আর তা পূরণ করতেই রাস্তায় নামেন সারা। সঙ্গে ছিলেন কমেডিয়ান ভারতী সিংও। 

রাস্তায় নেমে সেলফি তুলতে টাকা চাইছেন সারাসামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস্তায় নেমে ফেরিওয়ালাদের মতো করে সারা চিৎকার করছেন, ‘হ্যালো হ্যালো, পয়সা দিয়ে সেলফি তুলে নিন’। পরে একজন ২০ টাকা দিয়ে সেলফি তুলতে এলে ফিরিয়ে দেয় সাইফ-কন্যা। এর পর আবার অটো দাঁড় করিয়ে চালককে সেই প্রস্তাব দিলে ওই ব্যক্তি বলে, ‘ম্যাম আমি কীভাবে আপনাকে টাকা দেব’! অবশেষে এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় যিনি ১০০ টাকা দিয়ে সারার সঙ্গে সেলফি তোলেন। এরপর একজন বলেন তিনি ৫০০ টাকা দেবেন যদি সারা গান গেয়ে শোনান। একজন বাইকারের থেকে লিফটও নেন নায়িকা। 

 ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। সারাকে শেষ দেখা গেছে আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ সিনেমায়। ছবিতে সারার কাজ বেশ প্রশংসা পেয়েছিল দর্শকদের মধ্যে। বর্তমানে ‘গ্যাসলাইট’ সিনেমার শুটিং করছেন সারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত