Ajker Patrika

সেই ‘পু’ এখন নায়িকা

সেই ‘পু’ এখন নায়িকা

২০০১ সালে মুক্তি পায় আলোচিত ছবি ‘কাভি খুশি কাভি গাম’। এ ছবিতে ছোট্ট ‘পু’ চরিত্রে অভিনয় করেন মালবিকা রাজ। কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রটি বেশ জনপ্রিয়তা পায়। ২০ বছর পর ফের বলিউডে ফিরছেন এই অভিনেত্রী।

মালবিকা রাজজি-ফাইভের ছবি ‘স্কোয়াড’ -এ দেখা যাবে মালবিকাকে। এ ছবিতে মালবিকা অভিনয় করছেন অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিংয়ের বিপরীতে। ছবিতে মালবিকার চরিত্রের নাম আরিয়া। বলিউডের বিখ্যাত প্রযোজক, পরিচালক ববি রাজের মেয়ে তিনি। কিংবদন্তি নায়িকা অনিতা রাজ সম্পর্কে তাঁর ফুপু।

মালবিকা রাজ২০১৭ সালে তেলুগু ছবি ‘জয়দেব’ -এ নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন মালবিকা। পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। গেল কয়েক বছরে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পণ্যের ফটোশুটেও দেখা গেছে মালবিকাকে। বিজ্ঞাপনে  তিনি পরিচিত মুখ।

২০১৫ সালে মিস এশিয়া খেতাব জেতেন মালবিকা। কিছুদিন আগেই জনপ্রিয় টিভি অভিনেতা পার্থ সাম্থানের সঙ্গে ‘জিনা ভুল জাউঙ্গা’ মিউজিক ভিডিওতে কাজ করেছেন মালবিকা রাজ। খুব শিগগিরই বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী। ছবির নাম ‘ক্যাপ্টেন নবাব’।

মালবিকা রাজটাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মালবিকা জানিয়েছেন, প্রথম ছবির পর অনেক অফার এসেছিল। বাবা রাজি হননি, পড়াশোনার ক্ষতি হবে এই ভেবে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছেন। মালবিকা বলেন, ‘এখন আমি বলিউডে নিয়মিত হতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত