২০০১ সালে মুক্তি পায় আলোচিত ছবি ‘কাভি খুশি কাভি গাম’। এ ছবিতে ছোট্ট ‘পু’ চরিত্রে অভিনয় করেন মালবিকা রাজ। কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রটি বেশ জনপ্রিয়তা পায়। ২০ বছর পর ফের বলিউডে ফিরছেন এই অভিনেত্রী।
জি-ফাইভের ছবি ‘স্কোয়াড’ -এ দেখা যাবে মালবিকাকে। এ ছবিতে মালবিকা অভিনয় করছেন অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিংয়ের বিপরীতে। ছবিতে মালবিকার চরিত্রের নাম আরিয়া। বলিউডের বিখ্যাত প্রযোজক, পরিচালক ববি রাজের মেয়ে তিনি। কিংবদন্তি নায়িকা অনিতা রাজ সম্পর্কে তাঁর ফুপু।
২০১৭ সালে তেলুগু ছবি ‘জয়দেব’ -এ নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন মালবিকা। পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। গেল কয়েক বছরে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পণ্যের ফটোশুটেও দেখা গেছে মালবিকাকে। বিজ্ঞাপনে তিনি পরিচিত মুখ।
২০১৫ সালে মিস এশিয়া খেতাব জেতেন মালবিকা। কিছুদিন আগেই জনপ্রিয় টিভি অভিনেতা পার্থ সাম্থানের সঙ্গে ‘জিনা ভুল জাউঙ্গা’ মিউজিক ভিডিওতে কাজ করেছেন মালবিকা রাজ। খুব শিগগিরই বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী। ছবির নাম ‘ক্যাপ্টেন নবাব’।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মালবিকা জানিয়েছেন, প্রথম ছবির পর অনেক অফার এসেছিল। বাবা রাজি হননি, পড়াশোনার ক্ষতি হবে এই ভেবে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছেন। মালবিকা বলেন, ‘এখন আমি বলিউডে নিয়মিত হতে চাই।’
২০০১ সালে মুক্তি পায় আলোচিত ছবি ‘কাভি খুশি কাভি গাম’। এ ছবিতে ছোট্ট ‘পু’ চরিত্রে অভিনয় করেন মালবিকা রাজ। কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রটি বেশ জনপ্রিয়তা পায়। ২০ বছর পর ফের বলিউডে ফিরছেন এই অভিনেত্রী।
জি-ফাইভের ছবি ‘স্কোয়াড’ -এ দেখা যাবে মালবিকাকে। এ ছবিতে মালবিকা অভিনয় করছেন অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিংয়ের বিপরীতে। ছবিতে মালবিকার চরিত্রের নাম আরিয়া। বলিউডের বিখ্যাত প্রযোজক, পরিচালক ববি রাজের মেয়ে তিনি। কিংবদন্তি নায়িকা অনিতা রাজ সম্পর্কে তাঁর ফুপু।
২০১৭ সালে তেলুগু ছবি ‘জয়দেব’ -এ নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন মালবিকা। পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। গেল কয়েক বছরে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পণ্যের ফটোশুটেও দেখা গেছে মালবিকাকে। বিজ্ঞাপনে তিনি পরিচিত মুখ।
২০১৫ সালে মিস এশিয়া খেতাব জেতেন মালবিকা। কিছুদিন আগেই জনপ্রিয় টিভি অভিনেতা পার্থ সাম্থানের সঙ্গে ‘জিনা ভুল জাউঙ্গা’ মিউজিক ভিডিওতে কাজ করেছেন মালবিকা রাজ। খুব শিগগিরই বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী। ছবির নাম ‘ক্যাপ্টেন নবাব’।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মালবিকা জানিয়েছেন, প্রথম ছবির পর অনেক অফার এসেছিল। বাবা রাজি হননি, পড়াশোনার ক্ষতি হবে এই ভেবে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছেন। মালবিকা বলেন, ‘এখন আমি বলিউডে নিয়মিত হতে চাই।’
এ বছর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ সম্মেলনে বাড়ির নাম শাহানা চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।
১৩ ঘণ্টা আগেআট বছর আগে জোড়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রুনা খানের। ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের ‘হালদা’ ও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’। তবে রুনা খান এর আগে অভিনয় করেন আরও দুটি সিনেমায়।
১ দিন আগেনাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী। তাঁর দাবি, অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসির উদ্দিন আহমেদ মাসুদ, তাঁর সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাত
১ দিন আগেব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এই জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের ১৮ অক্টোবর। তখন থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করছে গ
১ দিন আগে