তারকাদের প্রতি ভক্তদের মোহ স্বাভাবিক। কিন্তু অনেক সময় তারকাদের প্রতি তারকাদেরও মোহ থাকে। ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউতও আছে এই তালিকায়। সে কথা একবার নিজেই স্বীকার করেছিলেন কঙ্গনা। তাঁর মোহ কোন তারকার প্রতি ছিল জানেন? আর কেউ নন, প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও জায়গা করে নেওয়া প্রিয়াঙ্কা অনেক অনুজেরই আদর্শ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ২০০৮ সালে মধুর ভান্ডারকার-এর 'ফ্যাশন' ছবিতে একসঙ্গে কাজ করেন প্রিয়াঙ্কা ও কঙ্গনা। সেই সময়ে সাবেক মিস ওয়ার্ল্ডের পাশাপাশি বলিপাড়ায় অন্যতম প্রভাবশালী তারকা প্রিয়াঙ্কা। অন্যদিকে, ইন্ডাস্ট্রিতে প্রায় নতুন মুখ কঙ্গনা। এক সাক্ষাৎকারে কঙ্গনা নিজেই জানিয়েছিলেন এই ছবির শুটিং সেটে প্রিয়াঙ্কা হাজির হলে আর পাঁচজন সাধারণ দর্শকের মতো তাঁকে সামনে থেকে দেখে অন্যরকম অনুভূতি হতো তাঁর।
কঙ্গনা বলেন, ‘তখন আমার কতই বা বয়স, ১৯ বা ২০। প্রিয়াঙ্কাকে চোখের সামনে দেখে অন্যরকম এক অনুভূতি হতো। প্রিয়াঙ্কা তখন ওই ছবিতে নিজের চরিত্রের মতই বলিউডের বড় এক তারকা। ছবিতে আমি এক মডেলের ভূমিকায় ছিলাম। সেটের মধ্যেই দূর থেকে বাকি মডেল, অভিনেত্রীদের সঙ্গে রীতিমতো আড়চোখে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্রিয়াঙ্কাকে দেখতাম।’
‘ফ্যাশন’ ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওই বছরের সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রিয়াঙ্কা। আর সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা রানাউত। পরবর্তীতে ২০১৩ সালে ‘কৃষ থ্রি’ ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা-কঙ্গনা। এক সময়ের অনুসারী কঙ্গনা অবশ্য গত বছর ইনস্টাগ্রামে নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী প্রিয়াঙ্কার উদ্দেশেও তোপ দাগতে ছাড়েননি।
তারকাদের প্রতি ভক্তদের মোহ স্বাভাবিক। কিন্তু অনেক সময় তারকাদের প্রতি তারকাদেরও মোহ থাকে। ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউতও আছে এই তালিকায়। সে কথা একবার নিজেই স্বীকার করেছিলেন কঙ্গনা। তাঁর মোহ কোন তারকার প্রতি ছিল জানেন? আর কেউ নন, প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও জায়গা করে নেওয়া প্রিয়াঙ্কা অনেক অনুজেরই আদর্শ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ২০০৮ সালে মধুর ভান্ডারকার-এর 'ফ্যাশন' ছবিতে একসঙ্গে কাজ করেন প্রিয়াঙ্কা ও কঙ্গনা। সেই সময়ে সাবেক মিস ওয়ার্ল্ডের পাশাপাশি বলিপাড়ায় অন্যতম প্রভাবশালী তারকা প্রিয়াঙ্কা। অন্যদিকে, ইন্ডাস্ট্রিতে প্রায় নতুন মুখ কঙ্গনা। এক সাক্ষাৎকারে কঙ্গনা নিজেই জানিয়েছিলেন এই ছবির শুটিং সেটে প্রিয়াঙ্কা হাজির হলে আর পাঁচজন সাধারণ দর্শকের মতো তাঁকে সামনে থেকে দেখে অন্যরকম অনুভূতি হতো তাঁর।
কঙ্গনা বলেন, ‘তখন আমার কতই বা বয়স, ১৯ বা ২০। প্রিয়াঙ্কাকে চোখের সামনে দেখে অন্যরকম এক অনুভূতি হতো। প্রিয়াঙ্কা তখন ওই ছবিতে নিজের চরিত্রের মতই বলিউডের বড় এক তারকা। ছবিতে আমি এক মডেলের ভূমিকায় ছিলাম। সেটের মধ্যেই দূর থেকে বাকি মডেল, অভিনেত্রীদের সঙ্গে রীতিমতো আড়চোখে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্রিয়াঙ্কাকে দেখতাম।’
‘ফ্যাশন’ ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওই বছরের সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রিয়াঙ্কা। আর সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা রানাউত। পরবর্তীতে ২০১৩ সালে ‘কৃষ থ্রি’ ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা-কঙ্গনা। এক সময়ের অনুসারী কঙ্গনা অবশ্য গত বছর ইনস্টাগ্রামে নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী প্রিয়াঙ্কার উদ্দেশেও তোপ দাগতে ছাড়েননি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১০ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৩ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২০ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
২০ ঘণ্টা আগে