বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনায়েদ খানের। প্রকাশ্যে এসেছে প্রথম সিনেমার পোস্টার। জুনায়েদ খান অভিনীত ‘মহারাজ’-এর পোস্টারের পাশাপাশি এর মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। তবে সিনেমাটি মুক্তির আগেই সমস্যার শুরু। এর বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা, বজরঙ্গ দল।
ধর্মগুরুদের নেতিবাচক দিক দিয়ে দর্শানো হতে পারে আশঙ্কা করে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বজরঙ্গ দল। কোঙ্কণ অঞ্চলের সমন্বয়ক গৌতম রাব্রিয়ার কথায়, ‘আমরা সিনেমার নির্মাতাদের চিঠি পাঠালেও কোনো লিখিত উত্তর পাইনি। তবে মৌখিক কথা হয়েছে। মুক্তির আগে সিনেমাটি আমাদের দেখাতে হবে। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে কোনো উত্তর এখনো পাইনি।’
তবে গৌতমের হুমকি, পরে যদি সিনেমাটিতে আপত্তিজনক কিছু দেখা যায়, তাহলে এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। সিনেমাটিতে ধর্মীয় এক চরিত্রে জয়দীপ আহলাওয়াতের লুক প্রকাশের পর থেকেই এই বিতর্কের শুরু।
‘মহারাজ’ পরিচালনা করেছেন ‘উই আর ফ্যামিলি’ এবং ‘হিচকি’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা। সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কারণ আমির খানের ছেলের প্রথম সিনেমা, তাই ভক্তদের আগ্রহ সীমাহীন তা বলাই বাহুল্য।
জুনায়েদ খান ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ ও শালিনী পান্ডেকে। এর চিত্রনাট্য লিখেছেন বিপুল মেহতা ও স্নেহা দেশাই। যশরাজ ফিল্মের এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনায়েদ খানের। প্রকাশ্যে এসেছে প্রথম সিনেমার পোস্টার। জুনায়েদ খান অভিনীত ‘মহারাজ’-এর পোস্টারের পাশাপাশি এর মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। তবে সিনেমাটি মুক্তির আগেই সমস্যার শুরু। এর বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা, বজরঙ্গ দল।
ধর্মগুরুদের নেতিবাচক দিক দিয়ে দর্শানো হতে পারে আশঙ্কা করে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বজরঙ্গ দল। কোঙ্কণ অঞ্চলের সমন্বয়ক গৌতম রাব্রিয়ার কথায়, ‘আমরা সিনেমার নির্মাতাদের চিঠি পাঠালেও কোনো লিখিত উত্তর পাইনি। তবে মৌখিক কথা হয়েছে। মুক্তির আগে সিনেমাটি আমাদের দেখাতে হবে। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে কোনো উত্তর এখনো পাইনি।’
তবে গৌতমের হুমকি, পরে যদি সিনেমাটিতে আপত্তিজনক কিছু দেখা যায়, তাহলে এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। সিনেমাটিতে ধর্মীয় এক চরিত্রে জয়দীপ আহলাওয়াতের লুক প্রকাশের পর থেকেই এই বিতর্কের শুরু।
‘মহারাজ’ পরিচালনা করেছেন ‘উই আর ফ্যামিলি’ এবং ‘হিচকি’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা। সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কারণ আমির খানের ছেলের প্রথম সিনেমা, তাই ভক্তদের আগ্রহ সীমাহীন তা বলাই বাহুল্য।
জুনায়েদ খান ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ ও শালিনী পান্ডেকে। এর চিত্রনাট্য লিখেছেন বিপুল মেহতা ও স্নেহা দেশাই। যশরাজ ফিল্মের এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
৩ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
৩ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
৪ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
৪ ঘণ্টা আগে