Ajker Patrika

শাহরুখের জওয়ান: ভোর ৫টা থেকে শো, মিছিল-স্লোগানে হলে ঢুকছে অনুরাগীরা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৩২
শাহরুখের জওয়ান: ভোর ৫টা থেকে শো, মিছিল-স্লোগানে হলে ঢুকছে অনুরাগীরা

শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ। ভারতজুড়ে ‘জওয়ান’-এর মতো এত উন্মাদনা আগে কোনো সিনেমার জন্য দেখা যায়নি। এদিকে গতকাল বুধবার রাত থেকেই জেগে ছিল পুরো ভারত। বহু জায়গাতেই বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়ে যায় ‘জওয়ান’-এর প্রথম শো। আর তা নিয়েই রীতিমতো হইচই।

পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা হলে ভোরবেলা থেকেই বহু শো হাউসফুল। মুম্বাইয়ে ভোরের প্রথম শো দেখে রাস্তায় মিছিল করেছেন শাহরুখ খানের অনুরাগীরা। ভোর ৫টা থেকেই শুরু হয় মিছিল। তার সঙ্গে ‘উই লাভ শাহরুখ’ স্লোগান। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘উই লাভ শাহরুখ’ স্লোগানে মুখরিত চারদিক। ছবি: সংগৃহীত‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক দল অনুরাগী মিছিল করতে করতে প্রথম শো দেখতে চলেছেন। সঙ্গে লেখা হয়েছে, ‘এখন ভোর ৫.৩৫। আমরা সকাল ৬টার প্রথম শো উদ্‌যাপন করার জন্য বেরিয়ে পড়েছি। বলিউড বাদশাহকে বড় পর্দায় স্বাগত’।

এই ভিডিও রীতিমতো ভাইরাল। তা দেখে চুপ থাকতে পারলেন না স্বয়ং বলিউড বাদশাহ। শাহরুখ লিখেছেন, ‘লাভ ইউ বয়েজ অ্যান্ড গার্লস। আশা করি, সিনেমাটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সিনেমা হলে দেখব বলে জেগে আছি। অনেক ভালোবাসা আর ধন্যবাদ’।

‘উই লাভ শাহরুখ’ স্লোগানে মুখরিত চারদিক। ছবি: সংগৃহীতপ্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রও শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শাহরুখ, জওয়ানের জন্য অনেক শুভকামনা।’ উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আপনাকে ভালোবাসি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। কাছে এসে শক্ত আলিঙ্গন করব।’

বিক্রম পরিচালক লোকেশ কানাগরাজের টুইটের জবাবও দিয়েছেন এসআরকে। চলচ্চিত্র নির্মাতা টুইট করেছেন, ‘এসআরকে স্যার, আমার প্রিয় ভাই অ্যাটলি, অনিরুধ, নয়নথারা, বিজয় সেতুপতি এবং জওয়ানের পুরো কাস্ট এবং ক্রুকে ব্লকবাস্টার হওয়ার জন্য পরম শুভকামনা জানাচ্ছি।’ উত্তরে শাহরুখ খান বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে সময় পেলে ছবিটি দেখার নিমন্ত্রণ রইল। তামিলে দেখুন এবং আমরা কেমন করেছি জানান। এবং লিওর প্রতিও আমার সব ভালোবাসা।’

ভোর থেকেই শুরু হয় জওয়ানের প্রথম শো। ছবি: সংগৃহীতএর আগে গতকাল বুধবার সুপারস্টার মহেশ বাবুও শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জওয়ানের সময় এসেছে! শাহরুখ খানের উন্মাদনা এবং শক্তি সম্পূর্ণভাবে প্রদর্শিত হচ্ছে! সর্বকালের ব্লকবাস্টার সাফল্য কামনা করছি! তাই পুরো পরিবারের সঙ্গে এটি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’ মহেশ বাবুর উত্তর শাহরুখ বলেছেন। তিনি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আশা করি আপনি সিনেমাটি উপভোগ করবেন। আপনি যখন জওয়ান দেখতে চান আমাকে জানাবেন, আমি আপনার সঙ্গে এটি দেখতে চাই। আপনাকে এবং পরিবারের প্রতি ভালোবাসা। আপনাকে আলিঙ্গন।’

এদিকে আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘জওয়ান’। আজ সন্ধ্যা ৬টা থেকেই ভারতের সঙ্গে একই দিনে শাহরুখের ‘জওয়ান’ দেখতে পাবে দেশের দর্শকেরা।

‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’ ও ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত