অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় ফ্রাঞ্চাইজি মুভি ‘ডাই হার্ড’ তারকা ব্রুস উইলিস অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সিনেমায় বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ব্রুস উইলিস। তবে অসুস্থতার কারণে উইলিসের সেই স্বীকৃতি বাতিল হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রেজ্জি অ্যাওয়ার্ডের পুরো নাম ‘গোল্ডেন র্যাসপবেরি অ্যাওয়ার্ড’। অস্কারে যেমন থাকে স্বর্ণে মোড়া মূল্যবান মূর্তি, রেজ্জিতে থাকে ঠিক এর বিপরীত। স্প্রে প্রিন্ট করা মাত্র ৪ ডলার মূল্যের একটি স্টিলের স্মারক বিজয়ীদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। হলিউড সিনেমায় সবচেয়ে নিকৃষ্ট কাজের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।
গত বুধবার ব্রুস উইলিসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
রেজ্জি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ বলছে, এই পুরস্কার তাদের জন্য উপযুক্ত নয় যাদের শারীরিক অবস্থা তাদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে। কসমিক সিন ছবিতে বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পান ব্রুস উইলিস।
গত ২৬ মার্চ রেজ্জি অ্যাওয়ার্ড–২০২১ জয়ীদের নাম ঘোষিত হয়। এর কয়েক দিন পরই ব্রুস উইলিসের পক্ষ থেকে তাঁর অসুস্থতার কথা জানানো হয়।
অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় ফ্রাঞ্চাইজি মুভি ‘ডাই হার্ড’ তারকা ব্রুস উইলিস অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সিনেমায় বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ব্রুস উইলিস। তবে অসুস্থতার কারণে উইলিসের সেই স্বীকৃতি বাতিল হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রেজ্জি অ্যাওয়ার্ডের পুরো নাম ‘গোল্ডেন র্যাসপবেরি অ্যাওয়ার্ড’। অস্কারে যেমন থাকে স্বর্ণে মোড়া মূল্যবান মূর্তি, রেজ্জিতে থাকে ঠিক এর বিপরীত। স্প্রে প্রিন্ট করা মাত্র ৪ ডলার মূল্যের একটি স্টিলের স্মারক বিজয়ীদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। হলিউড সিনেমায় সবচেয়ে নিকৃষ্ট কাজের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।
গত বুধবার ব্রুস উইলিসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
রেজ্জি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ বলছে, এই পুরস্কার তাদের জন্য উপযুক্ত নয় যাদের শারীরিক অবস্থা তাদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে। কসমিক সিন ছবিতে বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পান ব্রুস উইলিস।
গত ২৬ মার্চ রেজ্জি অ্যাওয়ার্ড–২০২১ জয়ীদের নাম ঘোষিত হয়। এর কয়েক দিন পরই ব্রুস উইলিসের পক্ষ থেকে তাঁর অসুস্থতার কথা জানানো হয়।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
২ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
২ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে