Ajker Patrika

বাতিল হলো অসুস্থ ব্রুস উইলিসের বাজে কাজের স্বীকৃতি

বাতিল হলো অসুস্থ ব্রুস উইলিসের বাজে কাজের স্বীকৃতি

অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় ফ্রাঞ্চাইজি মুভি ‘ডাই হার্ড’ তারকা ব্রুস উইলিস অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সিনেমায় বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ব্রুস উইলিস। তবে অসুস্থতার কারণে উইলিসের সেই স্বীকৃতি বাতিল হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

রেজ্জি অ্যাওয়ার্ডের পুরো নাম ‘গোল্ডেন র‍্যাসপবেরি অ্যাওয়ার্ড’। অস্কারে যেমন থাকে স্বর্ণে মোড়া মূল্যবান মূর্তি, রেজ্জিতে থাকে ঠিক এর বিপরীত। স্প্রে প্রিন্ট করা মাত্র ৪ ডলার মূল্যের একটি স্টিলের স্মারক বিজয়ীদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। হলিউড সিনেমায় সবচেয়ে নিকৃষ্ট কাজের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। 

গত বুধবার ব্রুস উইলিসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। 

রেজ্জি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ বলছে, এই পুরস্কার তাদের জন্য উপযুক্ত নয় যাদের শারীরিক অবস্থা তাদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে। কসমিক সিন ছবিতে বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পান ব্রুস উইলিস। 

গত ২৬ মার্চ রেজ্জি অ্যাওয়ার্ড–২০২১ জয়ীদের নাম ঘোষিত হয়। এর কয়েক দিন পরই ব্রুস উইলিসের পক্ষ থেকে তাঁর অসুস্থতার কথা জানানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত