অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় ফ্রাঞ্চাইজি মুভি ‘ডাই হার্ড’ তারকা ব্রুস উইলিস অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সিনেমায় বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ব্রুস উইলিস। তবে অসুস্থতার কারণে উইলিসের সেই স্বীকৃতি বাতিল হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রেজ্জি অ্যাওয়ার্ডের পুরো নাম ‘গোল্ডেন র্যাসপবেরি অ্যাওয়ার্ড’। অস্কারে যেমন থাকে স্বর্ণে মোড়া মূল্যবান মূর্তি, রেজ্জিতে থাকে ঠিক এর বিপরীত। স্প্রে প্রিন্ট করা মাত্র ৪ ডলার মূল্যের একটি স্টিলের স্মারক বিজয়ীদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। হলিউড সিনেমায় সবচেয়ে নিকৃষ্ট কাজের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।
গত বুধবার ব্রুস উইলিসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
রেজ্জি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ বলছে, এই পুরস্কার তাদের জন্য উপযুক্ত নয় যাদের শারীরিক অবস্থা তাদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে। কসমিক সিন ছবিতে বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পান ব্রুস উইলিস।
গত ২৬ মার্চ রেজ্জি অ্যাওয়ার্ড–২০২১ জয়ীদের নাম ঘোষিত হয়। এর কয়েক দিন পরই ব্রুস উইলিসের পক্ষ থেকে তাঁর অসুস্থতার কথা জানানো হয়।
অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় ফ্রাঞ্চাইজি মুভি ‘ডাই হার্ড’ তারকা ব্রুস উইলিস অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সিনেমায় বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ব্রুস উইলিস। তবে অসুস্থতার কারণে উইলিসের সেই স্বীকৃতি বাতিল হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রেজ্জি অ্যাওয়ার্ডের পুরো নাম ‘গোল্ডেন র্যাসপবেরি অ্যাওয়ার্ড’। অস্কারে যেমন থাকে স্বর্ণে মোড়া মূল্যবান মূর্তি, রেজ্জিতে থাকে ঠিক এর বিপরীত। স্প্রে প্রিন্ট করা মাত্র ৪ ডলার মূল্যের একটি স্টিলের স্মারক বিজয়ীদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। হলিউড সিনেমায় সবচেয়ে নিকৃষ্ট কাজের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।
গত বুধবার ব্রুস উইলিসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
রেজ্জি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ বলছে, এই পুরস্কার তাদের জন্য উপযুক্ত নয় যাদের শারীরিক অবস্থা তাদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে। কসমিক সিন ছবিতে বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পান ব্রুস উইলিস।
গত ২৬ মার্চ রেজ্জি অ্যাওয়ার্ড–২০২১ জয়ীদের নাম ঘোষিত হয়। এর কয়েক দিন পরই ব্রুস উইলিসের পক্ষ থেকে তাঁর অসুস্থতার কথা জানানো হয়।
‘মতুয়া রত্ন সম্মান-২০২৫’ সম্মাননা পাচ্ছেন নির্মাতা তানভীর মোকাম্মেল। ৩১ আগস্ট (শনিবার) সর্বভারতীয় মতুয়া মহাসংঘের উদ্যোগে পশ্চিমবঙ্গের বনগাঁর ত্রিকোণ পার্কের নীলপদ্ম অডিটোরিয়ামে তানভীর মোকাম্মেলের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনের ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে দুটি নতুন গান গাইলেন চার সংগীতশিল্পী সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। দুটি গানই লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।
৭ ঘণ্টা আগেঅস্কারজয়ী ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফাহাদ ফাসিল। কিন্তু ইচ্ছা পূরণ হয়নি। বাধ্য হয়ে সুযোগটি ফিরিয়ে দিতে হয়েছিল।
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক চলচ্চিত্রকে যুক্তরাষ্ট্রের মূলধারার বাজারে পৌঁছে দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ভিজ্যুয়াল ডাবিং প্রযুক্তি। লস অ্যাঞ্জেলেসভিত্তিক স্বাধীন প্রযোজনা সংস্থা এক্সওয়াইজেড ফিল্মসের প্রধান পরিচালন কর্মকর্তা ম্যাকসিম কট্রে জানান, এত দিন বিদেশি ভাষার চলচ্চিত্র যুক্ত
১২ ঘণ্টা আগে