আবারও সুর চুরির অভিযোগ উঠেছে বলিউডের সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে বেজে উঠেছিল ইসরায়েলের জাতীয় সংগীত। আর সেখান থেকেই যেন নতুনভাবে আলোচনায় অনু মালিকের সুর চুরির ঘটনা।
আর্টিস্টিক জিমন্যাটিকসে সোনা জিতেছিলেন ইসরায়েলের জিমন্যাস্ট আরতেম দোলপিয়াত। তাঁকে পদক দেওয়ার সময়ই বাজানো হয়েছিল সে দেশের জাতীয় সংগীত। তা শুনেই চমকে ওঠেন অনেকে। এ যেন ঠিক নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘দিলজ্বলে’ সিনেমার ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানটি।
১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল হরি বাওয়েজা পরিচালিত ‘দিলজ্বলে’ ছবিটি। তাতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, সোনালি বেন্দ্রে, মধু ও অমরেশ পুরী। ছবির আটটি গানেই সুর দিয়েছিলেন অনু মালিক। এর মাঝে ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানের সুরটি ‘হুবহু ইসরায়েলের জাতীয় সংগীতের সুরে করা। গানের দুটি ভার্সন তৈরি হয়েছিল। একটি গেয়েছিলেন কুমার শানু ও আদিত্য নারায়ণ। আরেকটি ভার্সন গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ইসরায়েলের জাতীয় সংগীতকেও বাদ দেননি অনু মালিক। তা দিয়ে ১৯৯৬ সালে গানও বানিয়ে ফেলেছিলেন! ভারতীয়রা এত দিন পর এসে আবিষ্কার করল সুর চুরির ঘটনা।
অনু মালিকের বিরুদ্ধে চুরির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগে একাধিক ইংরেজি, পাকিস্তানি ও বাংলাদেশি গানের সুর নকল করেছেন অনু মালিক। বাংলাদেশের ‘মাইলস’ ব্যান্ডের গানের সুরও কপি করেছিলেন তিনি।
শুনুন ‘মেরা মুল্ক মেরা দেশ’ গান:
আবারও সুর চুরির অভিযোগ উঠেছে বলিউডের সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে বেজে উঠেছিল ইসরায়েলের জাতীয় সংগীত। আর সেখান থেকেই যেন নতুনভাবে আলোচনায় অনু মালিকের সুর চুরির ঘটনা।
আর্টিস্টিক জিমন্যাটিকসে সোনা জিতেছিলেন ইসরায়েলের জিমন্যাস্ট আরতেম দোলপিয়াত। তাঁকে পদক দেওয়ার সময়ই বাজানো হয়েছিল সে দেশের জাতীয় সংগীত। তা শুনেই চমকে ওঠেন অনেকে। এ যেন ঠিক নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘দিলজ্বলে’ সিনেমার ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানটি।
১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল হরি বাওয়েজা পরিচালিত ‘দিলজ্বলে’ ছবিটি। তাতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, সোনালি বেন্দ্রে, মধু ও অমরেশ পুরী। ছবির আটটি গানেই সুর দিয়েছিলেন অনু মালিক। এর মাঝে ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানের সুরটি ‘হুবহু ইসরায়েলের জাতীয় সংগীতের সুরে করা। গানের দুটি ভার্সন তৈরি হয়েছিল। একটি গেয়েছিলেন কুমার শানু ও আদিত্য নারায়ণ। আরেকটি ভার্সন গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ইসরায়েলের জাতীয় সংগীতকেও বাদ দেননি অনু মালিক। তা দিয়ে ১৯৯৬ সালে গানও বানিয়ে ফেলেছিলেন! ভারতীয়রা এত দিন পর এসে আবিষ্কার করল সুর চুরির ঘটনা।
অনু মালিকের বিরুদ্ধে চুরির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগে একাধিক ইংরেজি, পাকিস্তানি ও বাংলাদেশি গানের সুর নকল করেছেন অনু মালিক। বাংলাদেশের ‘মাইলস’ ব্যান্ডের গানের সুরও কপি করেছিলেন তিনি।
শুনুন ‘মেরা মুল্ক মেরা দেশ’ গান:
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
১৪ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তাঁরা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম।
২ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ দিন আগে