Ajker Patrika

জাতীয় সংগীতের সুর চুরি করে হিন্দি ছবির গান, প্রমাণ মিললো ২৫ বছর পর

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৮: ২১
জাতীয় সংগীতের সুর চুরি করে হিন্দি ছবির গান, প্রমাণ মিললো ২৫ বছর পর

আবারও সুর চুরির অভিযোগ উঠেছে বলিউডের সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে বেজে উঠেছিল ইসরায়েলের জাতীয় সংগীত। আর সেখান থেকেই যেন নতুনভাবে আলোচনায় অনু মালিকের সুর চুরির ঘটনা।

আর্টিস্টিক জিমন্যাটিকসে সোনা জিতেছিলেন ইসরায়েলের জিমন্যাস্ট আরতেম দোলপিয়াত। তাঁকে পদক দেওয়ার সময়ই বাজানো হয়েছিল সে দেশের জাতীয় সংগীত। তা শুনেই চমকে ওঠেন অনেকে। এ যেন ঠিক নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘দিলজ্বলে’ সিনেমার ‘মেরা মুল্‌ক মেরা দেশ’ গানটি।

১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল হরি বাওয়েজা পরিচালিত ‘দিলজ্বলে’ ছবিটি। তাতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, সোনালি বেন্দ্রে, মধু ও অমরেশ পুরী। ছবির আটটি গানেই সুর দিয়েছিলেন অনু মালিক। এর মাঝে ‘মেরা মুল্‌ক মেরা দেশ’ গানের সুরটি ‘হুবহু ইসরায়েলের জাতীয় সংগীতের সুরে করা। গানের দুটি ভার্সন তৈরি হয়েছিল। একটি গেয়েছিলেন কুমার শানু ও আদিত্য নারায়ণ। আরেকটি ভার্সন গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ইসরায়েলের জাতীয় সংগীতকেও বাদ দেননি অনু মালিক। তা দিয়ে ১৯৯৬ সালে গানও বানিয়ে ফেলেছিলেন! ভারতীয়রা এত দিন পর এসে আবিষ্কার করল সুর চুরির ঘটনা।

অনু মালিকের বিরুদ্ধে চুরির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগে একাধিক ইংরেজি, পাকিস্তানি ও বাংলাদেশি গানের সুর নকল করেছেন অনু মালিক। বাংলাদেশের ‘মাইলস’ ব্যান্ডের গানের সুরও কপি করেছিলেন তিনি।

শুনুন ‘মেরা মুল্‌ক মেরা দেশ’ গান:

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত