জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। ওটিটির গণ্ডি পেরিয়ে এবার মির্জাপুর আসছে সিনেমা হলে। আজ একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’-এর ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।
গত মাসেই শোনা গিয়েছিল, সিনেমা হিসেবে নির্মিত হবে মির্জাপুর। কালিন ভাইয়ার চরিত্রে হৃতিক রোশানের অভিনয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে গুঞ্জন উড়িয়ে সিরিজের মতো সিনেমাতেও কালিন ভাইয়ার চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। বদল হচ্ছে না অন্য দুই প্রধান চরিত্রেও।
দেড় মিনিটের অ্যানাউন্সমেন্ট ভিডিও শুরু হয়েছে পঙ্কজ ত্রিপাঠিকে দিয়ে। মির্জাপুরের সিংহাসনে বসে তিনি বলেন, ‘সিংহাসনের গুরুত্বের কথা সবাই জানে। সম্মান, ক্ষমতা, নিয়ন্ত্রণ—সব মিলেই সিংহাসন। আপনারা নিশ্চয়ই নিজেদের সিংহাসনে বসেই মির্জাপুর দেখেছেন। কিন্তু এবার যদি সিংহাসন থেকে না ওঠেন, তাহলে ঝুঁকি আছে।’
পঙ্কজ ত্রিপাঠির কথার সঙ্গে তাল মিলিয়ে গুড্ডু চরিত্রে অভিনয় করা আলি ফজল বলেন, ‘ঠিক বলেছেন কালিন ভাইয়া। ঝুঁকি নেওয়া তো আমার বৈশিষ্ট্য। খেলা এবার উল্টে যাবে। মির্জাপুর এবার আপনাদের কাছে আসবে না, আপনাদেরই যেতে হবে মির্জাপুরের কাছে।’
দ্বিতীয় সিজনের শেষ অংশে গুড্ডুর গুলিতে মারা যায় কালিন ভাইয়ার ছেলে মুন্না ত্রিপাঠি। তৃতীয় সিজনে না থাকলেও বোনাস এপিসোডে দেখা মেলে তার। সিনেমায় আবারও মুন্না হয়ে ফিরছেন দিবেন্দু শর্মা। তাঁর মুখে শোনা গেল, ‘হিন্দি সিনেমার নায়ক আমি, আর সিনেমা তো হলেই দেখতে হয়। বলেছিলাম, আমার মৃত্যু নেই। হলে বসেই মির্জাপুরের সিংহাসনে রাজত্ব করব।’
মির্জাপুর সিরিজের মতো মির্জাপুর: দ্য ফিল্মও পরিচালনা করবেন গুরমিত সিং। প্রযোজনার দায়িত্বে আছেন রিতেশ সিদ্ধওয়ান ও ফারহান আখতার। চিত্রনাট্য লিখবেন পুনিত কৃষ্ণা। আগামী বছর শুরু হবে মির্জাপুর সিনেমার শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালে।
২০১৮ সালে মুক্তি পায় ক্রাইম-থ্রিলার ঘরানার সিরিজ মির্জাপুরের প্রথম সিজন। মির্জাপুরের অপরাধ জগতের মাফিয়াদের সিংহাসন নিয়ে লড়াইয়ের গল্পে তৈরি হয়েছে সিরিজের প্রেক্ষাপট। চলতি বছরই মুক্তি পেয়েছে সিরিজের তৃতীয় সিজন। মির্জাপুরের প্রধান তিন চরিত্র কালিন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি), গুড্ডু (আলি ফজল) ও মুন্না ত্রিপাঠি (দিবেন্দু শর্মা)।
দেখুন ‘মির্জাপুর’ সিনেমার ঘোষণার ভিডিও:
জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। ওটিটির গণ্ডি পেরিয়ে এবার মির্জাপুর আসছে সিনেমা হলে। আজ একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’-এর ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।
গত মাসেই শোনা গিয়েছিল, সিনেমা হিসেবে নির্মিত হবে মির্জাপুর। কালিন ভাইয়ার চরিত্রে হৃতিক রোশানের অভিনয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে গুঞ্জন উড়িয়ে সিরিজের মতো সিনেমাতেও কালিন ভাইয়ার চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। বদল হচ্ছে না অন্য দুই প্রধান চরিত্রেও।
দেড় মিনিটের অ্যানাউন্সমেন্ট ভিডিও শুরু হয়েছে পঙ্কজ ত্রিপাঠিকে দিয়ে। মির্জাপুরের সিংহাসনে বসে তিনি বলেন, ‘সিংহাসনের গুরুত্বের কথা সবাই জানে। সম্মান, ক্ষমতা, নিয়ন্ত্রণ—সব মিলেই সিংহাসন। আপনারা নিশ্চয়ই নিজেদের সিংহাসনে বসেই মির্জাপুর দেখেছেন। কিন্তু এবার যদি সিংহাসন থেকে না ওঠেন, তাহলে ঝুঁকি আছে।’
পঙ্কজ ত্রিপাঠির কথার সঙ্গে তাল মিলিয়ে গুড্ডু চরিত্রে অভিনয় করা আলি ফজল বলেন, ‘ঠিক বলেছেন কালিন ভাইয়া। ঝুঁকি নেওয়া তো আমার বৈশিষ্ট্য। খেলা এবার উল্টে যাবে। মির্জাপুর এবার আপনাদের কাছে আসবে না, আপনাদেরই যেতে হবে মির্জাপুরের কাছে।’
দ্বিতীয় সিজনের শেষ অংশে গুড্ডুর গুলিতে মারা যায় কালিন ভাইয়ার ছেলে মুন্না ত্রিপাঠি। তৃতীয় সিজনে না থাকলেও বোনাস এপিসোডে দেখা মেলে তার। সিনেমায় আবারও মুন্না হয়ে ফিরছেন দিবেন্দু শর্মা। তাঁর মুখে শোনা গেল, ‘হিন্দি সিনেমার নায়ক আমি, আর সিনেমা তো হলেই দেখতে হয়। বলেছিলাম, আমার মৃত্যু নেই। হলে বসেই মির্জাপুরের সিংহাসনে রাজত্ব করব।’
মির্জাপুর সিরিজের মতো মির্জাপুর: দ্য ফিল্মও পরিচালনা করবেন গুরমিত সিং। প্রযোজনার দায়িত্বে আছেন রিতেশ সিদ্ধওয়ান ও ফারহান আখতার। চিত্রনাট্য লিখবেন পুনিত কৃষ্ণা। আগামী বছর শুরু হবে মির্জাপুর সিনেমার শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালে।
২০১৮ সালে মুক্তি পায় ক্রাইম-থ্রিলার ঘরানার সিরিজ মির্জাপুরের প্রথম সিজন। মির্জাপুরের অপরাধ জগতের মাফিয়াদের সিংহাসন নিয়ে লড়াইয়ের গল্পে তৈরি হয়েছে সিরিজের প্রেক্ষাপট। চলতি বছরই মুক্তি পেয়েছে সিরিজের তৃতীয় সিজন। মির্জাপুরের প্রধান তিন চরিত্র কালিন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি), গুড্ডু (আলি ফজল) ও মুন্না ত্রিপাঠি (দিবেন্দু শর্মা)।
দেখুন ‘মির্জাপুর’ সিনেমার ঘোষণার ভিডিও:
এ বছরের শুরু থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ইলিয়াস কাঞ্চনের মাথায় টিউমার রয়েছে।
৫ ঘণ্টা আগেলন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।
১৮ ঘণ্টা আগেএকসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে