Ajker Patrika

আনকাট সেন্সর ছাড়পত্র পেল সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৯: ৫৯
আনকাট সেন্সর ছাড়পত্র পেল সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’

সেন্সর ছাড়পত্র পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত সালমান খানের ‘টাইগার ৩’। কোনো ধরনের বিতর্ক বা কর্তন ছাড়াই সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। মণীশ শর্মা পরিচালিত এ সিনেমায় আবারও জুটিতে দেখা যাবে সালমান-ক্যাটরিনাকে।

হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সেন্সর বোর্ড থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে ‘টাইগার ৩’। অর্থাৎ সব বয়সীরাই সিনেমা হলে গিয়ে এ সিনেমা দেখতে পারবে। তবে ১২ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা বা কোনো অভিভাবক সঙ্গে থাকতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আগামী ৫ নভেম্বর থেকে এ সিনেমার টিকিটের অগ্রিম বুকিং শুরু হবে।

বহুদিন ধরেই সালমানের এই সিনেমার অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এর পর থেকেই ‘টাইগার ৩’ র অপেক্ষায় ছিলেন সালমানভক্তরা। আসন্ন দিওয়ালিতে তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে। ৬ বছরের বিরতি পর মুক্তি পেতে যাচ্ছে ‘টাইগার ৩’।

‘টাইগার ৩’ সিনেমার পোস্টার‘টাইগার ৩’ হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০১৯ সালের ভারত সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান আর ক্যাটরিনাকে।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিতে আরও অভিনয় করেছেন–ইমরান হাশমি, আশুতোষ রাণা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। সালমানের ‘টাইগার ৩’ তে সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার পাঠানের পর আবারও এক পর্দায় টাইগার ও পাঠানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১% এর টাকায় ২৫% ঘুষ নেওয়ার অভিযোগ ওঠা সেই ইউএনওকে বদলি

যুক্তরাষ্ট্র ভিসা বাতিলের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট বললেন, দরকার নেই

থালাপতি বিজয়ের সমাবেশে হুড়োহুড়ি, পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৪ জন নিহত

৪১ জনকে যুক্তরাজ্যে নেওয়ার সুপারিশ বাংলাদেশি বংশোদ্ভূত লেবার মেয়রের

প্রচণ্ড গরমে ৬ ঘণ্টা ধরে থালাপতির অপেক্ষায় ছিল ৩০ হাজার মানুষ, তারপর ঘটল বিপর্যয়!

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত