তেরো বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরেছেন তিনি। শিগগিরই মুক্তি পাবে কিরণের পরিচালনায় ‘লাপাতা লেডিস’ শিরোনামের সিনেমা। এতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রবি কিষাণ। তবে সম্প্রতি কিরণ জানিয়েছেন, রবি কিষাণ নন এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের।
সম্প্রতি দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ রাও আরও জানিয়েছেন, এই চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন আমির খান। কিন্তু না, ওই চরিত্রের জন্য বেশি নম্বর নিয়ে পাশ করেন রবি কিষাণ।
দ্য উইক-এর সাক্ষাৎকারে কিরণ রাওকে জিজ্ঞেস করা হয়, আমিরের ‘লাপাতা লেডিস’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করার কথা ছিল, সত্যি কি? এ কথা শুনেই হেসে ফেলেন কিরণ রাও। বলেন, হ্যাঁ। কিরণ বলেন, ‘আসলে আমিরের মনোহরের চরিত্রে অভিনয় করা উচিত কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। যে চরিত্রে এখন রবি কিষাণ অভিনয় করেছেন। তবে আমিরের চরিত্রটি বেশ পছন্দ ছিল। ও বলেছিল, ও সত্যিই ওই চরিত্রে অভিনয় করতে চায়।’
তবে শেষপর্যন্ত কেন আমিরকে না নিয়ে রবি কিষাণকে নেওয়া হয়? এর উত্তরে কিরণ বলেন, ‘আমি যখন আমির ও রবি কিষাণ, দুজনের অডিশন টেপ দেখলাম, তখনই দেখি রবি এই চরিত্রের জন্য আমিরকেও ছাপিয়ে গিয়েছেন। আমিরের অডিশনও সত্যিই ভালো ছিল, তবে রবি কিষাণের সঙ্গে চরিত্রটি অনেক বেশি খাপ খেয়েছিল। উনি (রবি কিষাণ) এই চরিত্রের সঙ্গে বেশি মিশে যেতে পেরেছেন।’
কিরণের কথায়, ‘আমি মনে করি, রবি এই চরিত্রে চমক নিয়ে এসেছেন। এটা আপনারাও ভাবতে পারবেন না, যে উনি এই চরিত্রের জন্য কী করেছেন! আর এ বিষয়ে আমিরও সহমত, যে রবি ওই চরিত্রের জন্য ওর থেকেও বেশি উপযুক্ত। আসলে আমির নিজেও ভাবে যে দর্শকেরা আসলে ওই চরিত্রের কাছ থেকে কী প্রত্যাশা করবে। আমির তাই নিজেই বলেছিল, এই চরিত্রের সঠিক মূল্যায়ন ও করতে পারবে না।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিস’ সিনেমার ট্রেলার। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ মার্চ। ২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা যাবে দুই যুবতী কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। রবি কিষাণ ছাড়াও সিনেমাটিতে আরও দেখা যাবে নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তবকে।
তেরো বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরেছেন তিনি। শিগগিরই মুক্তি পাবে কিরণের পরিচালনায় ‘লাপাতা লেডিস’ শিরোনামের সিনেমা। এতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রবি কিষাণ। তবে সম্প্রতি কিরণ জানিয়েছেন, রবি কিষাণ নন এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের।
সম্প্রতি দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ রাও আরও জানিয়েছেন, এই চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন আমির খান। কিন্তু না, ওই চরিত্রের জন্য বেশি নম্বর নিয়ে পাশ করেন রবি কিষাণ।
দ্য উইক-এর সাক্ষাৎকারে কিরণ রাওকে জিজ্ঞেস করা হয়, আমিরের ‘লাপাতা লেডিস’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করার কথা ছিল, সত্যি কি? এ কথা শুনেই হেসে ফেলেন কিরণ রাও। বলেন, হ্যাঁ। কিরণ বলেন, ‘আসলে আমিরের মনোহরের চরিত্রে অভিনয় করা উচিত কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। যে চরিত্রে এখন রবি কিষাণ অভিনয় করেছেন। তবে আমিরের চরিত্রটি বেশ পছন্দ ছিল। ও বলেছিল, ও সত্যিই ওই চরিত্রে অভিনয় করতে চায়।’
তবে শেষপর্যন্ত কেন আমিরকে না নিয়ে রবি কিষাণকে নেওয়া হয়? এর উত্তরে কিরণ বলেন, ‘আমি যখন আমির ও রবি কিষাণ, দুজনের অডিশন টেপ দেখলাম, তখনই দেখি রবি এই চরিত্রের জন্য আমিরকেও ছাপিয়ে গিয়েছেন। আমিরের অডিশনও সত্যিই ভালো ছিল, তবে রবি কিষাণের সঙ্গে চরিত্রটি অনেক বেশি খাপ খেয়েছিল। উনি (রবি কিষাণ) এই চরিত্রের সঙ্গে বেশি মিশে যেতে পেরেছেন।’
কিরণের কথায়, ‘আমি মনে করি, রবি এই চরিত্রে চমক নিয়ে এসেছেন। এটা আপনারাও ভাবতে পারবেন না, যে উনি এই চরিত্রের জন্য কী করেছেন! আর এ বিষয়ে আমিরও সহমত, যে রবি ওই চরিত্রের জন্য ওর থেকেও বেশি উপযুক্ত। আসলে আমির নিজেও ভাবে যে দর্শকেরা আসলে ওই চরিত্রের কাছ থেকে কী প্রত্যাশা করবে। আমির তাই নিজেই বলেছিল, এই চরিত্রের সঠিক মূল্যায়ন ও করতে পারবে না।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিস’ সিনেমার ট্রেলার। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ মার্চ। ২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা যাবে দুই যুবতী কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। রবি কিষাণ ছাড়াও সিনেমাটিতে আরও দেখা যাবে নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তবকে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৩ মিনিট আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১০ মিনিট আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৩ মিনিট আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৭ মিনিট আগে