সিনেমা মুক্তির এক মাস আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার একাধিক দৃশ্য। ফাঁস হওয়া ক্লিপগুলো টুইটারে রীতিমতো ভাইরাল। এরপরই তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী কপিরাইট আইন লঙ্ঘন করায় প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে পুলিশের অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে গত ১০ আগস্ট মুম্বাইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে এই অভিযোগ করা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সিনেমাটির শুটিংয়ের সময় লোকেশনে ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল। একই সঙ্গে সেখানে কোনও রকম কিছু যাতে রেকর্ড না করা হয় সেটার দিকেও বিশেষ নজর দিয়েছিল। তারপরেও কী করে এই কাণ্ড ঘটল সেটা ভেবেই অবাক সবাই।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ইতিমধ্যে ৫টি টুইটার অ্যাকাউন্ট খুঁজে বের করে প্রোফাইলের মালিকদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে। তবে তাঁদের মধ্যে কেবল একজনই সেই নোটিশ গ্রহণ করে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
অন্যদিকে এই প্রযোজনা সংস্থার দিল্লি হাইকোর্টেও অভিযোগ দায়ের করেছে। হাইকোর্ট টুইটারকে তৎক্ষণাৎ নির্দেশ দেয় যাতে তারা এই ক্লিপগুলো তৎক্ষণাৎ ডিলিট করে দেয়। এই নির্দেশনা পাওয়ার পর টুইটার থেকে সব ক্লিপ সরিয়ে দেওয়া হয়েছে।
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন–নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগি বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর ভারতজুড়ে মুক্তি পাবে।
সিনেমা মুক্তির এক মাস আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার একাধিক দৃশ্য। ফাঁস হওয়া ক্লিপগুলো টুইটারে রীতিমতো ভাইরাল। এরপরই তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী কপিরাইট আইন লঙ্ঘন করায় প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে পুলিশের অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে গত ১০ আগস্ট মুম্বাইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে এই অভিযোগ করা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সিনেমাটির শুটিংয়ের সময় লোকেশনে ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল। একই সঙ্গে সেখানে কোনও রকম কিছু যাতে রেকর্ড না করা হয় সেটার দিকেও বিশেষ নজর দিয়েছিল। তারপরেও কী করে এই কাণ্ড ঘটল সেটা ভেবেই অবাক সবাই।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ইতিমধ্যে ৫টি টুইটার অ্যাকাউন্ট খুঁজে বের করে প্রোফাইলের মালিকদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে। তবে তাঁদের মধ্যে কেবল একজনই সেই নোটিশ গ্রহণ করে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
অন্যদিকে এই প্রযোজনা সংস্থার দিল্লি হাইকোর্টেও অভিযোগ দায়ের করেছে। হাইকোর্ট টুইটারকে তৎক্ষণাৎ নির্দেশ দেয় যাতে তারা এই ক্লিপগুলো তৎক্ষণাৎ ডিলিট করে দেয়। এই নির্দেশনা পাওয়ার পর টুইটার থেকে সব ক্লিপ সরিয়ে দেওয়া হয়েছে।
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন–নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগি বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর ভারতজুড়ে মুক্তি পাবে।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩৮ মিনিট আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৪০ মিনিট আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে