সিনেমার শুটিংয়ের জন্য বলিউডের অনেক প্রতিষ্ঠানেরই নিজস্ব স্টুডিও আছে। রয়েছে দাদা সাহেব ফালকে ফিল্ম সিটি বা রামোজি ফিল্ম সিটির মতো বিখ্যাত স্টুডিও। যেমন বাংলাদেশের ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং হচ্ছে দাদা সাহেব ফালকে ফিল্ম সিটিতে। এই সিটির কোথাও টুঙ্গিপাড়ার নদীর ঘাট বা ফুটবল মাঠ, কোথাও আবার জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত কলকাতার বেকার হোস্টেল তৈরি হয়েছে। এসব শুটিং স্টুডিও ছাড়াও ভারতজুড়ে হরদম চলে ছবির শুটিং। সেসব ছবিতে স্বাদ মেটে ভারত-দর্শনের।
কাশ্মীর
‘কাশ্মীর কি কলি’, ‘হিনা’, ‘দিল সে’, ‘মিশন কাশ্মীর’সহ কত যে বিখ্যাত ছবির শুটিং হয়েছে এই স্থানে, তার ইয়ত্তা নেই। কাশ্মীরকে অনেক নামেই ডাকা হয়—ঋষিভূমি, যোগীস্থান, শারদাপীঠ বা শারদাস্থান ইত্যাদি। তবে সম্রাট জাহাঙ্গীরের দেওয়া ‘ভূস্বর্গ’ নামটিই সবচেয়ে জনপ্রিয়। কাশ্মীরকে বলা হয় সুখী উপত্যকা। এই সৌন্দর্য আর কাশ্মীরকে ঘিরে ভারত-পাকিস্তানের চলমান দ্বন্দ্ব নিয়েও তৈরি হয়েছে বহু ছবির। কাশ্মীরে শুটিং হয়েছে এমন আরও কয়েকটি ছবি হলো ‘দিলজালে’, ‘হাইওয়ে’, ‘আই লাভ ইন্ডিয়া’, ‘যাব তাক হ্যায় জান’, ‘কাশ্মীর ডায়রি’, ‘মিশন কাশ্মীর’, ‘রকস্টার, ‘রোজা’, ‘নোটবুক’, ‘বজরঙ্গি ভাইজান’ ইত্যাদি।
বারানসি
বেনারস নামেই বেশি পরিচিত। বারানসির মতো ফটোজেনিক জায়গা বোধ হয় কমই আছে। সত্যজিৎ রায় কিংবা ঋতুপর্ণ ঘোষের ছবিতেও গঙ্গাতীরের এই পুরোনো শহর নিজের বৈচিত্র্যকে চিনিয়েছে। ‘নৌকাডুবি’, ‘চোখের বালি’, ‘হর হর ব্যোমকেশ’-এর মতো বাংলা ছবি তো আছেই, ‘ওয়াটার’, ‘লাগা চুনরি মে দাগ’, ‘রঞ্জনা’, ‘মাসান’ ইত্যাদি হিন্দি ছবিতেও সমান গরিমায় উঠে এসেছে এ শহরের বিচিত্র চরিত্র।
রাজস্থান
‘রং দে বাসন্তি’ ছবির ‘মাস্তি কি পাঠশালা’ গানের কথা মনে পড়ে? রাজস্থানের নাহারগড় দুর্গে শুটিং হয়েছিল ছবিটির। ‘রামলীলা’ ও ‘পদ্মাবত’ ছবিরও কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছে এখানে। ইদানীং পরিচালকদের খুবই পছন্দের জায়গা রাজস্থান। আমির প্যালেসে শুটিং হয়েছিল সোনম কাপুর অভিনীত ‘খুবসুরত’ ছবির। পর্যটকদের কাছে অসম্ভব জনপ্রিয় এ প্যালেসটি। দীপিকার ‘বাজিরাও মাস্তানি’ ছাড়াও মধুবালা, দিলীপ কুমারের ‘মুঘল-ই-আজম’ ছবির ‘পেয়ার কিয়া তো ডরনা ক্যয়া’ গানেরও শুটিং হয়েছে এখানে। আউটডোরে তো হয়ই, শিস মহল, আজমির শরিফসহ কয়েকটি প্যালেসে নিয়মিত শুটিং হয়।
গোয়া
শুটিং লোকেশন হিসেবে গোয়া নামটাও বেশ জনপ্রিয়। ‘দিল চাহতা হ্যায়’, ‘গোলমাল সিরিজ’, ‘সিংহম’, ‘ডিয়ার জিন্দেগি’সহ বেশ লম্বা তালিকা। সমুদ্রপারের এই শহরের নাম বললেই যেন মনে সজীবতার হাতছানি জাগে। ‘গোলমাল’খ্যাত রোহিত শেঠি একবার বলেছিলেন, মুম্বাই তাঁর জন্মভূমি হলেও, গোয়া তাঁর কর্মভূমি। সেখানে কাজের গতি পাই, পাই ভিন্ন এক প্রশান্তি।
উটি
ইদানীং উটির জৌলুশে কিছুটা ভাটা পড়লেও দক্ষিণের এই পাহাড়ি শহরে বহু শুটিং হয়েছে! ‘পেয়ার ঝুকতা নেহি’, ‘কর্জ’, ‘সদমা’, ‘হাম আপকে হ্যায় কৌন’সহ অসংখ্য ছবির শুটিং হয়েছে উটিতে। একটা সময়ে তো মিঠুন চক্রবর্তীর বেশির ভাগ ছবির শুটিং হতো এখানে। ঋষি কাপুর, সুভাষ ঘাই, মহেশ ভাটদেরও পছন্দের জায়গা ছিল উটি।
শিমলা
শিমলার উডভিলে প্যালেস হোটেলে শুধু কারিনা কাপুরের ‘থ্রি ইডিয়টস’ ছবির পালিয়ে যাওয়ার দৃশ্যই নয়, ‘ব্ল্যাক’, ‘রাজু চাচা’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘ব্যাঙ ব্যাঙ’, ‘যাব উই মেট’, ‘মুকাদ্দর কা সিকান্দর’ ছাড়াও বেশ কয়েকটি ছবির শুটিং হয়েছে এখানে।
এভাবেই হরেক রঙে, রূপে ভারতের নানা জায়গাকে সেলুলয়েডের মায়াজালে বুনেছে বলিউড ছবির নির্মাতারা।
সিনেমার শুটিংয়ের জন্য বলিউডের অনেক প্রতিষ্ঠানেরই নিজস্ব স্টুডিও আছে। রয়েছে দাদা সাহেব ফালকে ফিল্ম সিটি বা রামোজি ফিল্ম সিটির মতো বিখ্যাত স্টুডিও। যেমন বাংলাদেশের ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং হচ্ছে দাদা সাহেব ফালকে ফিল্ম সিটিতে। এই সিটির কোথাও টুঙ্গিপাড়ার নদীর ঘাট বা ফুটবল মাঠ, কোথাও আবার জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত কলকাতার বেকার হোস্টেল তৈরি হয়েছে। এসব শুটিং স্টুডিও ছাড়াও ভারতজুড়ে হরদম চলে ছবির শুটিং। সেসব ছবিতে স্বাদ মেটে ভারত-দর্শনের।
কাশ্মীর
‘কাশ্মীর কি কলি’, ‘হিনা’, ‘দিল সে’, ‘মিশন কাশ্মীর’সহ কত যে বিখ্যাত ছবির শুটিং হয়েছে এই স্থানে, তার ইয়ত্তা নেই। কাশ্মীরকে অনেক নামেই ডাকা হয়—ঋষিভূমি, যোগীস্থান, শারদাপীঠ বা শারদাস্থান ইত্যাদি। তবে সম্রাট জাহাঙ্গীরের দেওয়া ‘ভূস্বর্গ’ নামটিই সবচেয়ে জনপ্রিয়। কাশ্মীরকে বলা হয় সুখী উপত্যকা। এই সৌন্দর্য আর কাশ্মীরকে ঘিরে ভারত-পাকিস্তানের চলমান দ্বন্দ্ব নিয়েও তৈরি হয়েছে বহু ছবির। কাশ্মীরে শুটিং হয়েছে এমন আরও কয়েকটি ছবি হলো ‘দিলজালে’, ‘হাইওয়ে’, ‘আই লাভ ইন্ডিয়া’, ‘যাব তাক হ্যায় জান’, ‘কাশ্মীর ডায়রি’, ‘মিশন কাশ্মীর’, ‘রকস্টার, ‘রোজা’, ‘নোটবুক’, ‘বজরঙ্গি ভাইজান’ ইত্যাদি।
বারানসি
বেনারস নামেই বেশি পরিচিত। বারানসির মতো ফটোজেনিক জায়গা বোধ হয় কমই আছে। সত্যজিৎ রায় কিংবা ঋতুপর্ণ ঘোষের ছবিতেও গঙ্গাতীরের এই পুরোনো শহর নিজের বৈচিত্র্যকে চিনিয়েছে। ‘নৌকাডুবি’, ‘চোখের বালি’, ‘হর হর ব্যোমকেশ’-এর মতো বাংলা ছবি তো আছেই, ‘ওয়াটার’, ‘লাগা চুনরি মে দাগ’, ‘রঞ্জনা’, ‘মাসান’ ইত্যাদি হিন্দি ছবিতেও সমান গরিমায় উঠে এসেছে এ শহরের বিচিত্র চরিত্র।
রাজস্থান
‘রং দে বাসন্তি’ ছবির ‘মাস্তি কি পাঠশালা’ গানের কথা মনে পড়ে? রাজস্থানের নাহারগড় দুর্গে শুটিং হয়েছিল ছবিটির। ‘রামলীলা’ ও ‘পদ্মাবত’ ছবিরও কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছে এখানে। ইদানীং পরিচালকদের খুবই পছন্দের জায়গা রাজস্থান। আমির প্যালেসে শুটিং হয়েছিল সোনম কাপুর অভিনীত ‘খুবসুরত’ ছবির। পর্যটকদের কাছে অসম্ভব জনপ্রিয় এ প্যালেসটি। দীপিকার ‘বাজিরাও মাস্তানি’ ছাড়াও মধুবালা, দিলীপ কুমারের ‘মুঘল-ই-আজম’ ছবির ‘পেয়ার কিয়া তো ডরনা ক্যয়া’ গানেরও শুটিং হয়েছে এখানে। আউটডোরে তো হয়ই, শিস মহল, আজমির শরিফসহ কয়েকটি প্যালেসে নিয়মিত শুটিং হয়।
গোয়া
শুটিং লোকেশন হিসেবে গোয়া নামটাও বেশ জনপ্রিয়। ‘দিল চাহতা হ্যায়’, ‘গোলমাল সিরিজ’, ‘সিংহম’, ‘ডিয়ার জিন্দেগি’সহ বেশ লম্বা তালিকা। সমুদ্রপারের এই শহরের নাম বললেই যেন মনে সজীবতার হাতছানি জাগে। ‘গোলমাল’খ্যাত রোহিত শেঠি একবার বলেছিলেন, মুম্বাই তাঁর জন্মভূমি হলেও, গোয়া তাঁর কর্মভূমি। সেখানে কাজের গতি পাই, পাই ভিন্ন এক প্রশান্তি।
উটি
ইদানীং উটির জৌলুশে কিছুটা ভাটা পড়লেও দক্ষিণের এই পাহাড়ি শহরে বহু শুটিং হয়েছে! ‘পেয়ার ঝুকতা নেহি’, ‘কর্জ’, ‘সদমা’, ‘হাম আপকে হ্যায় কৌন’সহ অসংখ্য ছবির শুটিং হয়েছে উটিতে। একটা সময়ে তো মিঠুন চক্রবর্তীর বেশির ভাগ ছবির শুটিং হতো এখানে। ঋষি কাপুর, সুভাষ ঘাই, মহেশ ভাটদেরও পছন্দের জায়গা ছিল উটি।
শিমলা
শিমলার উডভিলে প্যালেস হোটেলে শুধু কারিনা কাপুরের ‘থ্রি ইডিয়টস’ ছবির পালিয়ে যাওয়ার দৃশ্যই নয়, ‘ব্ল্যাক’, ‘রাজু চাচা’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘ব্যাঙ ব্যাঙ’, ‘যাব উই মেট’, ‘মুকাদ্দর কা সিকান্দর’ ছাড়াও বেশ কয়েকটি ছবির শুটিং হয়েছে এখানে।
এভাবেই হরেক রঙে, রূপে ভারতের নানা জায়গাকে সেলুলয়েডের মায়াজালে বুনেছে বলিউড ছবির নির্মাতারা।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১৫ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১৫ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৫ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৫ ঘণ্টা আগে