Ajker Patrika

জনপ্রিয় সিরিজ, তবু অর্থকষ্টে সাহাব

জনপ্রিয় সিরিজ, তবু অর্থকষ্টে সাহাব

ঢাকা: ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর রেশ এখনো কাটেনি। সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মনোজ বাজপেয়ী, সামান্থা আক্কিকেনির মতো অভিনেতারা। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। তবে তাঁর অভিনীত সিরিজটি জনপ্রিয়তা পেলেও কপাল খোলেনি সাহাবের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি জানিয়েছেন অভিনেতা। অর্থকষ্টে দিন কাটছে তাঁর। টাকার অভাবে মুম্বাইয়ের ফ্ল্যাট ছাড়তে হয়েছে তাঁকে।

‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এ সাজিদ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। প্রথম ও দ্বিতীয় দুই সিজনেই দেখা গেছে তাঁকে।

সাহাব আলি। সাহাব জানিয়েছেন, সিরিজটি মুক্তির আগে থেকেই অর্থাভাবে ভুগছিলেন তিনি। মুম্বাইয়ে থাকা কঠিন হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, দিল্লিতে পারিবারের কাছে ফিরে যেতে হয় তাঁকে। এখনও সেখানেই রয়েছেন। তবে সাহাব আলি আশাবাদী, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ যেহেতু জনপ্রিয় হয়েছে, ফলে শিগগিরই নতুন কাজের প্রস্তাব পাবেন।

সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু সাহাবের। অভিনয়ের স্বপ্ন নিয়ে ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হন। সেখান থেকে পাশ করেই যান মুম্বাইয়ে। শুরু করেন মঞ্চ নাটকে অভিনয়। ‘জাঙ্গুরা’ ও ‘মুঘল এ আজম’ নাটকে অভিনয় করেন সাহাব। স্বল্প পারিশ্রমিকে কোনোমতে দিন কাটছিল। করোনার কারণে নাটকের শো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি।

মুম্বাই ছাড়ার আগেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর কাজ শেষ হয়ে গিয়েছিল। আপাতত এম এক্স প্লেয়ার প্ল্যাটফর্মের একটি সিরিজে অভিনয়ের প্রস্তাব আছে সাহাবের হাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত