বলিউড ভাইজান সালমান খানকে ‘অভদ্র’ বলে ভালোই তোপের মুখে পড়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। পাকিস্তানের এক টিভি শোর ভিডিওতে শুধু সালমান খান নয়, ইমরান হাশমিকেও রিজেক্ট করেছেন অভিনেত্রী। ভিডিওটি ২০১৫ সালের হলেও, পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’–এর তখনকার একটি এক পর্বে সাবা কামারের মন্তব্যগুলোর কারণে সম্প্রতি ভাইরাল হয় ভিডিওটি। সাবা আরও জানিয়েছেন, ‘মার্ডার’ তারকার সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে।
সাবা কামার পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। জনপ্রিয়তার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পাকিস্তানি অভিনেত্রীদের একজন।
ছোট পর্দায় সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সাবা কামার তাঁর ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন সিরিয়াল ‘মে আওরা হু’–এর মাধ্যমে। এরপর ‘ঘারুর’, ‘তাকদীর’, ‘ছাপ’, ‘ধুপ মে আন্ধেরা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করেন তিনি।
২০১৫ সালে উর্দু সাহিত্যের অন্যতম গল্পকার সাদাত হাসান মান্টুর বায়োপিক ‘মান্টু’–এর মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘লাহোর সে আগে’ এবং ‘৮৯৬৯’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের। অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে সে বছর ফিল্মফেয়ারের মনোনয়ন পেয়েছিলেন তিনি।
গত বছর মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা ‘ঘাবরাণা নাহি হে’ ও ‘কামলি’।
বলিউড ভাইজান সালমান খানকে ‘অভদ্র’ বলে ভালোই তোপের মুখে পড়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। পাকিস্তানের এক টিভি শোর ভিডিওতে শুধু সালমান খান নয়, ইমরান হাশমিকেও রিজেক্ট করেছেন অভিনেত্রী। ভিডিওটি ২০১৫ সালের হলেও, পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’–এর তখনকার একটি এক পর্বে সাবা কামারের মন্তব্যগুলোর কারণে সম্প্রতি ভাইরাল হয় ভিডিওটি। সাবা আরও জানিয়েছেন, ‘মার্ডার’ তারকার সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে।
সাবা কামার পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। জনপ্রিয়তার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পাকিস্তানি অভিনেত্রীদের একজন।
ছোট পর্দায় সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সাবা কামার তাঁর ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন সিরিয়াল ‘মে আওরা হু’–এর মাধ্যমে। এরপর ‘ঘারুর’, ‘তাকদীর’, ‘ছাপ’, ‘ধুপ মে আন্ধেরা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করেন তিনি।
২০১৫ সালে উর্দু সাহিত্যের অন্যতম গল্পকার সাদাত হাসান মান্টুর বায়োপিক ‘মান্টু’–এর মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘লাহোর সে আগে’ এবং ‘৮৯৬৯’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের। অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে সে বছর ফিল্মফেয়ারের মনোনয়ন পেয়েছিলেন তিনি।
গত বছর মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা ‘ঘাবরাণা নাহি হে’ ও ‘কামলি’।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৩ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৩ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে