Ajker Patrika

ব্লকবাস্টার হওয়ার পথে ‘সুরিয়াভানশি’

ব্লকবাস্টার হওয়ার পথে ‘সুরিয়াভানশি’

অ্যাকশন, শূন্যে উড়ন্ত গাড়ি, সুপারহিরো পুলিশ- পরিচালক রোহিত শেঠির ছবি থেকে দর্শকদের যা প্রত্যাশা থাকে, ঠিক তাই-ই ‘সুরিয়াভানশি’। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। বাণিজ্যিক ছবির চেনা ছকের ছবি দিয়ে বক্স অফিস মাত করছেন পরিচালক-অভিনেতা জুটির প্রথম ছবি। বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিকাল থেকে রোহিত শেঠি পরিচালিত ‘সুরিয়াভানশি’ থিয়েটার কাপিয়ে ব্যবসা করছে। আশা করা হচ্ছে, প্রথমদিনে ৩০ কোটির বেশি আয় করবে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ জুটির এই ছবি।

যদি প্রযোজক এবং মাল্টিপ্লেক্স এর প্রফিট শেয়ারের ঝামেলা না হতো তাহলে প্রথমদিনে ৩৫ কোটির বেশি আয় করতো বলে বলছে ভারতীয় মিডিয়া। তবে এখনও সম্ভাবনা আছে ৩০ কোটির বেশি আয় করার। ছবিটি ব্লকবাস্টার হওয়ার পথে। ২০০ কোটি রুপি খুব সহজেই আয় করবে এই ছবি।

‘সুরিয়াভানশি’ ছবির দৃশ্যএক বছরেরও বেশি সময় ধরে মুক্তির অপেক্ষায় ছিল ‘সুরিয়াভানশি’।  শুক্রবার মুক্তির ঠিক আগে লভ্যাংশ নিয়ে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য হয় প্রযোজক-পরিচালকের। প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্স তাদের দুই বড় বাজেটের ছবি ‘সুরিয়াভানশি’ এবং ‘৮৩’ এর মাল্টিপ্লেক্সের প্রথম সপ্তাহের ৬০ শতাংশ লাভের অংশ দাবি করেছে। কিন্তু মাল্টিপ্লেক্স ৫২ শতাংশের বেশি দিতে রাজি না। দুই পক্ষই মানছে না। রিলায়েন্স এর মন্তব্য, তারা প্রায় ২ বছর অপেক্ষা করেছে। ওটিটিতে রিলিজ দেয়নি সিনেমার হলের মালিকদের কথা ভেবে, সুতরাং তাদের এটা অধিকার। অন্যদিকে সিনেমা হলের মালিকদের দাবি, প্রযোজকরা ওটিটি, টিভি রাইটস, মিউজিক রাইটস থেকে প্যান্ডামিক এর সময়েও আয় করেছে। কিন্তু সিনেমা হল বন্ধ ছিল, তাই তারা এতো প্রফিট শেয়ার করবে না। আর এই ছবির ক্ষেত্রে এই ধারা চালু হলে সব প্রযোজক এমন বেশি প্রফিট শেয়ার চাইবে।

এই ঝামেলার জন্য এখনও অ্যাডভানস বুকিং হয়নি ছবিটির। তা মিটিয়ে হলে মুক্তি পেয়েছে ছবিটি। তাই প্রথমদিনে ছবি মুক্তির ক্ষেত্রে বেশ ঝাক্কির মধ্যে পড়তে হয়েছে। তবে দীপাবলির দ্বিতীয় সপ্তাহে হলে দর্শকের সংখ্যা আরও বাড়বে বলেই সিনেমা সমালোচকরা মনে করছেন। কারণ, এই সপ্তাহে ভারতে দীপাবলি।  

ভারতীয় গণমাধ্যমের সূত্রে ছবির গল্পের কিছুটা আভাস পাওয়া যায়। গল্পের শুরু মুম্বাইয়ে বোমা হামলার সূত্র ধরে। ব্লাস্টের পেছনে থাকা বিলাল (কুমুদ মিশ্র) আশ্রয় নেয় লস্কর নেতা ওমর হাফিজের (জ্যাকি শ্রফ) কাছে। ওমরের পরিকল্পনা অনুযায়ী ভারতে ছদ্মবেশে ছড়িয়ে পড়ে লস্করের জঙ্গিরা। তারা বিভিন্ন জায়গা থেকে ওমরের ছেলে রিয়াজের (অভিমন্যু সিং) নেতৃত্বে মুম্বাইয়ে বোমা হামলার পরিকল্পনা করে।

‘সুরিয়াভানশি’ ছবির দৃশ্যওমরের এই পরিকল্পনাকে ভেস্তে দিতেই দায়িত্ব আসে সুরিয়াভানশি ও তার টিমের ওপর। বাকি তো দুষ্টের দমন ও শিষ্টের পালন! 

অক্ষয় কুমারের অ্যাকশনে পটু বহু আগ থেকেই। ৫৪ বছর বয়সেও অনায়াসে মোটরবাইক থেকে হেলিকপ্টারে উঠে যেতে পারেন, আবার ছয় ফুট লম্বা সিকান্দর খেরকেও এক হাতে ওয়াটার বাইক থেকে তুলে নিতে পারেন। রোহিত শেঠির ছবি বলে কথা। অ্যাকশনের সঙ্গে কমেডি মিশিয়ে দিতে ভালই পারেন রোহিত। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

সমালোচকদের মতে, বলিউডের ‘মাসালা ছবি’ যাঁরা পছন্দ করেন, তাঁরা সিনেমা হলে ‘সুরিয়াভানশি’ দেখতে গেলে নিরাশ হবেন না। পয়সা উসুল ছবি এটি। তারান আদর্শ এক কথায় রিভিউ দিয়েছেন, ফ্যান্টাসটিক।


Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত