শাহরুখ খানের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এর মধ্য দিয়েই চার বছর বিরতির পর রূপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশা। পাঠানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
শাহরুখ খানের হাত ধরেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন দীপিকা। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো দর্শকনন্দিত ছবিতেও শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে লম্বা বিরতির পর পর্দায় ফিরছে এই জুটি।
গত ২ নভেম্বর শাহরুখের ৫৭তম জন্মবার্ষিকীতে নির্মাতারা ‘পাঠান’–এর টিজার প্রকাশ করেন। এরই মধ্যে গতকাল শুক্রবার এলো সিনেমাটির আরও একটি বড় খবর— মুক্তি পেতে যাচ্ছে ‘বেশরম রং’ শিরোনামে ছবিটির প্রথম গান। প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্ম এটি নিশ্চিত করেছে।
আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে ‘বেশরম রং’। ‘বেশরম রং’ গানটি চোখ ধাঁধানো সব লোকেশনে চিত্রায়িত হয়েছে। ‘বেশরম রং’-এ দীপিকার ফার্স্ট লুক গতকালই সামনে এনেছে প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্ম। এরপরেই ভক্তরা নানা মন্তব্য করছেন। ভক্তদের আর তর সইছে না ‘বেশরম রং’ মুক্তির! মন্তব্যে একজন লেখেন, ‘বাপরে! সকাল সকাল এর চেয়ে ভালো কিছু হতে পারে না!’ অপর একজন লেখেন, ‘ফাটাফাটি লাগছে দীপিকাকে, আমরা উদ্গ্রীব’।
গানটির ব্যাপারে এক টুইট বার্তায় শাহরুখ লেখেন, ‘বেশরম রং-এর সময় এসে গেছে প্রায়! আগামী ১২ ডিসেম্বর এই গানটি মুক্তি পাবে!’ শাহরুখ আরও একবার আগামী ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির তারিখটি সবাইকে স্মরণ করান। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম।
‘পাঠান’–এর টিজার প্রকাশ করার পর টুইটারে টিজার শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আরেক বলিউড সুপারস্টার হৃতিক রোশন। তিনি লিখেছিলেন, ‘ওয়াহ ওয়াহ ওয়াহ, অবিশ্বাস্য, বুম।’ টিজার প্রকাশ নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘পাঠান শুধু একটি সিনেমা না, এটি একটি আবেগ।’
তবে শুধু পাঠান নয়, আগামী বছর মুক্তি পাচ্ছে শাহরুখের আরও দুটি ছবি। পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী বছরের ২ জুন। অন্যদিকে রাজকুমার হিরানি ও শাহরুখ জুটির প্রথম ছবি ‘ডাঙ্কি’ মুক্তি পাবে ২০২৩-এর ডিসেম্বরের ২২ তারিখ।
শাহরুখ খানের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এর মধ্য দিয়েই চার বছর বিরতির পর রূপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশা। পাঠানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
শাহরুখ খানের হাত ধরেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন দীপিকা। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো দর্শকনন্দিত ছবিতেও শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে লম্বা বিরতির পর পর্দায় ফিরছে এই জুটি।
গত ২ নভেম্বর শাহরুখের ৫৭তম জন্মবার্ষিকীতে নির্মাতারা ‘পাঠান’–এর টিজার প্রকাশ করেন। এরই মধ্যে গতকাল শুক্রবার এলো সিনেমাটির আরও একটি বড় খবর— মুক্তি পেতে যাচ্ছে ‘বেশরম রং’ শিরোনামে ছবিটির প্রথম গান। প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্ম এটি নিশ্চিত করেছে।
আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে ‘বেশরম রং’। ‘বেশরম রং’ গানটি চোখ ধাঁধানো সব লোকেশনে চিত্রায়িত হয়েছে। ‘বেশরম রং’-এ দীপিকার ফার্স্ট লুক গতকালই সামনে এনেছে প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্ম। এরপরেই ভক্তরা নানা মন্তব্য করছেন। ভক্তদের আর তর সইছে না ‘বেশরম রং’ মুক্তির! মন্তব্যে একজন লেখেন, ‘বাপরে! সকাল সকাল এর চেয়ে ভালো কিছু হতে পারে না!’ অপর একজন লেখেন, ‘ফাটাফাটি লাগছে দীপিকাকে, আমরা উদ্গ্রীব’।
গানটির ব্যাপারে এক টুইট বার্তায় শাহরুখ লেখেন, ‘বেশরম রং-এর সময় এসে গেছে প্রায়! আগামী ১২ ডিসেম্বর এই গানটি মুক্তি পাবে!’ শাহরুখ আরও একবার আগামী ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির তারিখটি সবাইকে স্মরণ করান। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম।
‘পাঠান’–এর টিজার প্রকাশ করার পর টুইটারে টিজার শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আরেক বলিউড সুপারস্টার হৃতিক রোশন। তিনি লিখেছিলেন, ‘ওয়াহ ওয়াহ ওয়াহ, অবিশ্বাস্য, বুম।’ টিজার প্রকাশ নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘পাঠান শুধু একটি সিনেমা না, এটি একটি আবেগ।’
তবে শুধু পাঠান নয়, আগামী বছর মুক্তি পাচ্ছে শাহরুখের আরও দুটি ছবি। পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী বছরের ২ জুন। অন্যদিকে রাজকুমার হিরানি ও শাহরুখ জুটির প্রথম ছবি ‘ডাঙ্কি’ মুক্তি পাবে ২০২৩-এর ডিসেম্বরের ২২ তারিখ।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৯ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৯ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১০ ঘণ্টা আগে