Ajker Patrika

দুর্ঘটনার পর কেমন আছেন মালাইকা

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৪: ০৪
দুর্ঘটনার পর কেমন আছেন মালাইকা

শনিবার বড়সড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন বলিউড তারকা মালাইকা আরোরা। মুম্বাই-পুনে হাইওয়েতে ওই দিন বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় মাথায় আঘাত পান মালাইকা। পরে তাঁকে মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, মালাইকা কেমন আছেন তা নিয়ে বোন অমৃতা আরোরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘মালাইকা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।’ 

এর আগে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘কপালে সামান্য চোট পেয়েছেন মালাইকা। সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক। শনিবার তাঁকে অবজারভেশনে রেখে রোববারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’ 

বলিউডে আইটেম ড্যান্সের জন্য জনপ্রিয় মালাইকাশনিবার মুম্বাই-পুনে হাইওয়েতে তিনটি গাড়ির সংঘর্ষ হয়। মাঝখানে ছিল মালাইকার গাড়িটি। এ সময় অন্য গাড়িতে থাকা কয়েকজনও আহত হন। দুর্ঘটনার পর ওই দুই গাড়ির চালকেরা পালিয়ে যান। তবে নম্বরপ্লেটের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ। 

মালাইকা বলিউডে তাঁর আইটেম ড্যান্সের জন্য জনপ্রিয়। রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’, ‘ঝালাক দিখলা যা’-এর বিচারকও তিনি। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর আপাতত অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে বেশ আলোচনায় তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত