Ajker Patrika

থাইল্যান্ডে গোলাগুলি, রোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি ‘জওয়ান’ অভিনেত্রী আলিয়া

থাইল্যান্ডে গোলাগুলি, রোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি ‘জওয়ান’ অভিনেত্রী আলিয়া

শাহরুখের ‘জওয়ান’ সিনেমায় জাহ্নবীর চরিত্রে অভিনয় করেন আলিয়া কোরেশি। সিনেমাটির সাফল্যের পর খোশমেজাজেই দিন কাটছিল আলিয়ার। বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডে। কিন্তু ফিরে এসে আলিয়া বলছেন, ঈশ্বর সহায়, যে তিনি বেঁচে ফিরেছেন। কিন্তু কী এমন ঘটেছিল সেখানে?

আলিয়া জানান, থাইল্যান্ডের একটা শপিংমলে বেড়াতে গিয়ে গোলাগুলির মাঝে পড়ে যান তিনি। ইনস্টাগ্রাম পোস্টে পুরো ঘটনার কথা জানিয়েছেন আলিয়া।

আলিয়া লিখেছেন, ‘এটা লেখা অনেক কঠিন। কিন্তু আমি চাই না আমার ইনস্টাগ্রাম এমন একটা জায়গা হোক যেখানে আমি শুধু চকচকে আর সুখের জিনিস নিয়ে কথা বলি। এখানে আমি ভয়ংকর ঘটনার কথাও বলব। আমি সিয়াম প্যারাগন শুটিংয়ে থাইল্যান্ডে ছিলাম। অন্যান্য দিনের মতোই আমি আর আমার এক বন্ধু একটা শপিংমলে ঢুকি। আমরা যখন চলন্ত সিঁড়ি দিয়ে উঠছি, তখন লোকজন হঠাৎই শুটার বলে চিৎকার করে। এরপর ৩টি গুলির শব্দ শুনেছি। সে এক ভয়ংকর অভিজ্ঞতা ছিল।’

শাহরুখের সঙ্গে আলিয়া কোরেশি। ছবি: সংগৃহীতআলিয়া আরও লিখেছেন, ‘আমি শুধু ভাবছি যে, চলন্ত সিঁড়িতে ওঠার আগে শুধু মুদ্রা পরিবর্তনের জন্য ১০ মিনিট সময় নিয়েছিলাম, সেটা না হলে কী হত! মুদ্রা পরিবর্তনের জন্য একটু বেশিই সময় লেগেছে, তবে সেটা না হলে কোথায় থাকতাম! আমি জানি না, তবে সবকিছুই মনে হয় ঈশ্বর নির্ধারিত! আপাতদৃষ্টিতে কোনো ঘটনা বিরক্তিকর হলেও ছদ্মবেশে সেটাই আশীর্বাদ হয়ে ওঠে। ঈশ্বর হয় হয়তো আপনার জীবন এভাবেই বাঁচান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত