Ajker Patrika

বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে সালমান!

বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে সালমান!

মুম্বাই বিমানবন্দরে বলিউড ‘ভাইজান’ সালমান খানের পথ আটকালেন সেখানকার নিরাপত্তা বাহিনী। এমন পদক্ষেপে খুশি সাধারণ মানুষরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিরাপত্তা বাহিনীর প্রশংসা করছেন। কিন্তু ঘটেছে টা কী?

জানা যাচ্ছে, শুক্রবার গাড়ি থেকে নেমে, বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী না মেনে সোজা মেইন গেটে ঢুকতে যান সালমন খান । আর তখনই বিমানবন্দরে থাকা নিরাপত্তা বাহিনী তাঁকে আটকে দেন। জানা যাচ্ছে, ‘টাইগার ৩’ ছবির শুটিংয়ে আগামী ২ মাসের জন্য রাশিয়া উড়ে যাচ্ছেন সালমান। তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। ছবি তোলার জন্য অনুরোধ করতে থাকেন। তবে সালমান না দাঁড়িয়ে দ্রুত গতিতেই মেইন গেটের দিকে এগিয়ে যান। তবে নিরাপত্তা বাহিনীর বাধায় থমকে যেতে হয় ভাইজানকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ঘিরে উঠে এসেছে বিভিন্ন মন্তব্য। কেউ লিখেছেন, ‘সাহস করে নিরাপত্তা বাহিনী সালমানের পথ আটকিয়ে তারা তাদের কাজটাই করেছে।’ কারও কথায়, ‘সিআইএসএফ-র পোশাকের মূল্য’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

প্রসঙ্গত, টাইগার-৩ ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। দেখা যাবে ইমরান হাশমিকেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত